লেটেস্ট খবরবিনোদনভাইরাললাইফ স্টাইলরেসিপি

Darjeeling Tourist Tax: আর ফ্রি নয়! দার্জিলিংয়ে বেড়াতে গেলে এইবার থেকে দিতে হবে পর্যটন কর; কত টাকা, কোথায় দেবেন? জানুন বিস্তারিত

Published on:

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Darjeeling Tourist Tax: দার্জিলিংয়ে বেড়াতে গেলেই এবার থেকে কর দিতে হবে। সুন্দরী দার্জিলিংয়কে আরও পরিচ্ছন্ন রাখার জন্যই এই উদ্যোগ নেওয়া হয়েছে। বছরের বিভিন্ন সময়তেই প্রচুর পর্যটক আসেন দার্জিলিংয়ে। আর ছুটির মরসুমে তো দার্জিলিংয়ে পর্যটকদের একেবারে ঢল নামে। গত বছর নভেম্বর মাসে এই ধরনের কর লাগু করা হয়েছিল দার্জিলিংয়ে। কিন্তু পর্যটন ব্যবসায়ীদের চাপে পড়ে সেই কর আদায়ের ক্ষেত্রে অসুবিধার পড়েছিলো পুরসভা।

আপাতত মাথাপিছু ২০ টাকা করে কর লাগু হয়েছে । ২০০৬ সালে জিএনএলএফের সময় এই করের পরিমাণ ছিল মাথাপিছু ৩ টাকা। বর্তমানেও সেই করের পরিমাণ বৃদ্ধি করা হয়েছে ২০ টাকা মাথাপিছু। তাছাড়া পর্যটকদের উপর বিরাট চাপ পড়ুক এটাও চায় না পুরসভা। তবে এই কর আদায়ের ক্ষেত্রে যাতে স্বচ্ছতা বজায় থাকে সেটা দেখার জন্যও করা নির্দেশ দেওয়া হয়েছে।

Darjeeling Tourist Tax
Darjeeling Tourist Tax

আসলে এটা মূলত জঞ্জাল সাফাইয়ের জন্য় কর। বিগত দিনেও এই ধরনের একটা কর নেওয়া হত। প্রায় ৩০ বছর আগে এই ধরনের কর চালু করা হয়েছিল। তবে নানা সময় এই করের ব্য়াপারে সেভাবে কড়াকড়ি করা হত না। কিন্তু যখন থেকে মোর্চার আন্দোলনের জন্য পাহাড় অশান্ত হয়ে ওঠে সেই সময় থেকেই এই কর আদায়ের ক্ষেত্রে বাধা দেওয়া হয়েছিল। তারপর থেকে সেই পরিস্থিতি চলছিল। তবে ফের সেই কর আরোপ করার উদ্যোগ নেওয়া হয়েছে।

কুপনের ব্যবস্থা করা হয়েছে। তবে পর্যটন ব্যবসায়ীদের এই বিষয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গিয়েছে। পর্যটকদের মধ্যে এনিয়ে বিভ্রান্তি দেখা দিয়েছে। সেই সঙ্গেই দুর্নীতির আশঙ্কাও করা হচ্ছে। শেষ পর্যন্ত এই টাকা কতটা পুরসভার তহবিলে জমা পড়বে, এই টাকা দিয়ে কতটা দার্জিলিংকে পরিচ্ছন্ন রাখার কাজ কতটা করা হবে তা নিয়ে সন্দেহ রয়েছে।

WhatsApp Group Join Now

এই উদ্যোগে তবে পর্যটন ব্যবসায়ীদের একাংশের মতে, পর্যটকদের টোল ট্যাক্স, হোটেলের জিএসটি সবটাই দিতে হয়। এবার আবার কেনো কর তার প্রশ্ন থেকেই যাচ্ছে পর্যটকদের জন্য।

আরও পড়ুন: Naga Chaitanya: সামান্থার সঙ্গে ডিভোর্সের আড়াই বছর পর বাগদান সারলেন নাগা চৈতন্য! পাত্রী কে?

About Author
Adhrit Roy

বিগত প্রায় চার বছর ধরে ডিজিটাল মিডিয়ায় কাজের সঙ্গে যুক্ত। যেকোনো ধরণের জেনারেল নিউজ লেখায় পারদর্শী।