রাজ্যের লক্ষাধিক সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের জন্য এক বড় ঘোষণা আনল পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। নবান্ন থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, রাজ্যের সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা (Dearness Allowance বা DA) একলাফে ১০% বৃদ্ধি পাচ্ছে।
এই ঘোষণা এসেছে এমন এক সময়ে, যখন সুপ্রিম কোর্টে বকেয়া ডিএ মামলা (Pending DA Case in Supreme Court) নিয়ে শুনানি চলছে। পূর্বে চতুর্থ দফার ডিএ বৃদ্ধির সম্ভাবনার কথা শোনা গেলেও এবার রাজ্য সরকার ১০ শতাংশ ডিএ বাড়ানোর সিদ্ধান্ত নিল।
কবে থেকে কার্যকর হবে নতুন ডিএ হারে বেতন? When will the new DA rate of salary be effective?
রাজ্য সরকারের অর্থ দফতরের তরফে স্পষ্ট জানানো হয়েছে, ২০২৫ সালের ১ এপ্রিল থেকে রাজ্যের যেসব সরকারি কর্মচারী পঞ্চম বেতন কমিশনের আওতায় রয়েছেন, তাঁরা ১০% হারে বর্ধিত ডিএ পাবেন। অন্যদিকে, ষষ্ঠ বেতন কমিশনের আওতায় থাকা কর্মচারীরা ও পেনশনপ্রাপকরা আগামী এপ্রিল মাস থেকেই ১৮% হারে DA ও DR পেতে শুরু করবেন।
ঘোষণা | বিস্তারিত |
---|---|
ডিএ বৃদ্ধি | ১০% বৃদ্ধি, পঞ্চম বেতন কমিশন অনুযায়ী |
কার্যকর তারিখ | ১ এপ্রিল, ২০২৫ |
বেতন কমিশন | ষষ্ঠ বেতন কমিশন (১৮% মহার্ঘ ভাতা) |
অবসরপ্রাপ্ত কর্মী | ১৮% ডিআর প্রদান |
সুপ্রিম কোর্টে ডিএ মামলার প্রেক্ষাপট Background of the DA case in the Supreme Court
এই ডিএ বাড়ানোর ঘোষণা আসে এমন সময়, যখন সুপ্রিম কোর্টে পশ্চিমবঙ্গের বকেয়া ডিএ মামলা (DA Arrear Case in Supreme Court) শুনানি চলছে।
উল্লেখ্য,
- এই মামলা ২০১৬ সাল থেকে চলছে।
- ২০২২ সালে কলকাতা হাইকোর্ট নির্দেশ দেয় তিন মাসের মধ্যে রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া মহার্ঘ ভাতা মেটাতে হবে।
- কিন্তু রাজ্য সরকার সেই রায় চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়।
অবশ্যই দেখবেন: PM Kisan Yojana: কবে ঢুকবে পিএম কিশানের ২০তম কিস্তির টাকা? কীভাবে করবেন স্ট্যাটাস চেক! জানুন বিস্তারিত
বর্ধিত ডিএ-র সুবিধাভোগীরা কারা? Who are the beneficiaries of increased DA?
- যারা পঞ্চম বেতন কমিশনের অধীনে রয়েছেন – ১০% হারে ডিএ পাবেন ১ এপ্রিল ২০২৫ থেকে।
- যারা ষষ্ঠ বেতন কমিশনের অধীনে রয়েছেন – এপ্রিল ২০২৪ থেকেই ১৮% হারে ডিএ/ডিআর পাবেন।
- অবসরপ্রাপ্ত রাজ্য সরকারি কর্মচারীরাও এই সুবিধার আওতায় পড়বেন।
অবশ্যই দেখবেন: LIC Monthly Income Plan: প্রতি মাসে নিশ্চিত ₹১০,০০০ ইনকাম! LIC নিয়ে এলো স্বপ্নের প্ল্যান, জেনে নিন বিস্তারিত!
📅 বিষয় | 🔗 লিংক/বিবরণ |
---|---|
🌤 আবহাওয়া আপডেট | ✅ প্রতিদিনের আবহাওয়ার খবর জানতে আমাদের ফলো করুন |
🔮 রাশিফল | ✅ দৈনিক রাশিফল ও জ্যোতিষশাস্ত্রভিত্তিক পরামর্শ |
💬 হোয়াটসঅ্যাপ | 👉 WhatsApp গ্রুপে যোগ দিন |
📢 টেলিগ্রাম | 👉 Telegram চ্যানেল সাবস্ক্রাইব করুন |
📰 অন্যান্য আপডেট | ✅ View More |