লেটেস্ট খবরবিনোদনভাইরাললাইফ স্টাইলরেসিপি

DA Hike: লোকসভা ভোটের মাঝেই দারুন সুখবর বাংলা সরকারি কর্মচারীদের জন্য

Updated on:

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

DA Hike: এবারে ২০২৪ সালের লোকসভা ভোটের আগেই যেন আনন্দে আত্মহারা বাংলার সরকারি কর্মচারীরা। ভোটের আগেই লাখ লাখ সরকারি কর্মচারীদের ব্যাংক একাউন্টে ঢুকতে শুরু করলেও টাকা। সাথে বাদ গেলেন না পেনশনভোগীরাও। কাল ১লা জুন লোকসভা ভোটের শেষ দফার ভোট, তার আগেই ঢুকতে শুরু করল টাকা। ষষ্ঠ বেতন কমিশনের ভিত্তিতে DA-র টাকা সকলের অ্যাকাউন্টে ঢুকতে শুরু করেছে। আর সরকারের এই সিদ্ধান্তেই ভিন্ন রকম প্রতিক্রিয়া এসেছে একেক জনের।

DA-র টাকা পেলেন কর্মীরা

দীর্ঘ প্রতিক্ষার অবসান ঘটিয়ে অবশেষে সরকারি কর্মীরা ১৪ শতাংশ হারে ডিএ বা মহার্ঘ্য ভাতার টাকা পাচ্ছেন। চলতি বছরের গত মার্চ মাসে রাজ্যের অর্থ দফতরের তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছিল, ২০২৪ সালের ১ মে থেকে রাজ্য সরকারি কর্মচারী, শিক্ষক, শিক্ষাকর্মী, পঞ্চায়েতের কর্মী, পুরসভার কর্মীদের এক ধাক্কায় ৪ শতাংশ ডিএ বাড়ানো হচ্ছে। এছাড়া যারা পেনশনভোগী রয়েছেন তাঁরা ডিয়ারনেস রিলিফ বা ডিআর পাচ্ছেন। সেই কথা মতনই মে মাস শেষ হওয়ার আগেই DA বৃদ্ধি করা হল। তবে শুধুমাত্র DA প্রাপ্ত কর্মীদের জন্যই সুখবর নয়, বাংলার সকল সরকারি কর্মচারীদের জন্যই রইল দারুন সুখবর। নিয়ম মেনে প্রতি বছর জুলাই মাসে সরকারি কর্মীদের বেতন বৃদ্ধি হয়। এবারও তা হবে বলে আশা করা হচ্ছে।

আরও পড়ুন: Rachana Banerjee: ভোটের ফল প্রকাশের আগের শোকের ছায়া নেমে এলো রচনা ব্যানার্জির জীবনে, হারালেন আপনজন কে

কেন্দ্রের DA

লোকসভা ভোটের মুখে মহার্ঘ্য ভাতা বা DA ৪ শতাংশ বৃদ্ধি করা হয়েছে। যার ফলে এখন সকলে ৫০ শতাংশ হারে ডিএ পাচ্ছেন। ২০২৪ সালের জানুয়ারি মাস থেকে এই ডিএ কার্যকর করা হয়েছে সকল সরকারি কর্মচারীদের জন্য। অর্থাৎ বিগত কয়েক মাসের বকেয়া সহ বর্তমানের বেতন সঙ্গে ডিএ পাচ্ছেন সরকারি কর্মীরা। ফলে বাংলার সরকারি কর্মীদের দাবি, কেন্দ্রীয় হারে যেমন ৫০ শতাংশ DA দেওয়া হয় তেমনি ৫০ শতাংশ হারে তাঁদেরও ডিএ প্রদান করতে হবে।

About Author
Ankana Chowdhury

নমস্কার আমার নাম অঙ্কনা চৌধুরী। আমি বিগত দু'বছর ধরে ডিজিটাল মিডিয়াতে কাজের সঙ্গে যুক্ত রয়েছি। এই দু বছরে আমি বিভিন্ন ধরনের বিষয়ের উপরে জেনারেল নিউজ লিখেছি। এবং বর্তমানে আমি অনেকটাই কাজ শিখে এই জেনারেল নিউজ লেখায় নিজেকে সাবলীল করে তুলেছি। এই কয়েক বছরে আমার অভিজ্ঞতা ভীষণই ভালো।