লেটেস্ট খবরবিনোদনভাইরাললাইফ স্টাইলরেসিপি

Cyclone Remal Update: ধেয়ে আসছে রেমাল! কোথায় হবে ল্যান্ডফল? কবে আছড়ে পড়বে পশ্চিমবঙ্গে?

Published on:

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Cyclone Remal Update: কয়েকদিনের মধ্যেই ধেয়ে আসতে পারে ঘূর্ণিঝড় রেমাল। তার সঙ্গে আবার সঙ্গী কালবৈশাখী। সোমবার আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে ইতিমধ্যে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় তৈরির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। মঙ্গলবার আবহাওয়া দফতর জানিয়েছে একটি ঘূর্ণাবর্ত পূর্ব বাংলাদেশ এবং তৎসংলগ্ন এলাকার সমুদ্রপৃষ্ঠ থেকে ১.৫ থেকে ৫.৮ কিলোমিটার উপরে অবস্থান করছে। আরও একটি অক্ষরেখা বিস্তৃত হয়েছে হরিয়ানা থেকে উত্তরপ্রদেশ, বিহার, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ হয়ে পূর্ব বাংলাদেশ পর্যন্ত। সেই অক্ষরেখা সমুদ্রপৃষ্ঠ থেকে ১.৫ কিলোমিটার উপরে অবস্থান করছে।

Cyclone Remal Update May Landfall This Week:

সঙ্গে আরও একটি অক্ষরেখা বর্তমানে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর উপকূলে সমুদ্রপৃষ্ঠ থেকে ৩.১ কিলোমিটার উপর পর্যন্ত বিস্তৃত রয়েছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে এই অক্ষরেখার বুধবার এই অক্ষরেখার প্রভাব দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ বলয় তৈরি হতে পারে। পরে সেটি উত্তর-পূর্ব দিকে এগিয়ে গিয়ে শুক্রবার নিম্নচাপে পরিণত হতে পারে। এরপর সেই নিম্নচাপ আরও শক্তি বৃদ্ধি করে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার মতো অনুকূল পরিস্থিতি তৈরি হচ্ছে সাগরে। তবে ঘূর্ণিঝড় যে আসবেই, এমনটা এখনও নিশ্চিত করে কিছু জানায়নি হাওয়া অফিস।

তবে অনেক আবহাওয়াবিদের মতে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে এক থেকে দুই দিনের মধ্যেই এই ঘূর্ণিঝড় ঘনীভূত হবে। ২২শে মে ঘূর্ণিঝড় তৈরি হওয়ার পর সেটি উত্তর-পূর্ব দিকে অগ্রসর হবে। এরপর আগামী ২৪শে মে সেটি গভীর নিম্নচাপে পরিণত হবে। উত্তরপ্রদেশের পূর্বভাগ, বিহারের দক্ষিণভাগ, ঝাড়খণ্ড ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গে এই ঘূর্ণিঝড়ের প্রভাব পড়তে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। তবে এখনও পর্যন্ত মৌসমভবন এই ঘূর্ণিঝড় নিয়ে স্পষ্ট কোনও ইঙ্গিত দেয়নি। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও তার পার্শ্ববর্তী অঞ্চলের উপর দিয়ে এই ঘূর্ণিঝড় বইবে। বর্তমানে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তার সংলগ্ন উত্তর ওড়িশা এবং পশ্চিমবঙ্গ উপকূলে সমুদ্রপৃষ্ঠ থেকে মোটামুটি কিছু কিলোমিটার উপরে অবস্থান করছে ঘূর্ণিঝড় ‘রেমাল’।

আরও পড়ুন: Kar Kache Koi Moner Kotha: শিমুলকে নির্দোষ প্রমাণ করতে কোর্টে হাজির পরাগ, টানটান উত্তেজনা পর্ব ‘কার কাছে কই মনের কথা’ ধারাবাহিকে

এর ফলে, বঙ্গোপসাগরের দিক থেকে পশ্চিমবঙ্গের গাঙ্গেয় অংশ বইবে ঝোড়ো হাওয়া। বাতাসে আর্দ্রতার পরিমাণও খানিক বেশি থাকবে। এমনকি কিছু কিছু জায়গায় বর্জ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করা হয়েছে। আবহাওয়াবিদ দের মতে, বাংলাদেশের বরিশালে রেমালের ল্যান্ডফল হতে পারে। তবে এই ঘূর্ণি ঝড়ের ল্যান্ডফল নিয়ে নানা মুনির নানা মত। মৌসমভবন মনে করছে, পশ্চিমবঙ্গে এর ততটা প্রভাব নাও পড়তে পারে। যদিও এখনই নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না। অন্যদিকে গরমের এই দাবদাহের মধ্যেই নির্ধারিত সময়ের তিনদিন আগে আন্দামান নিকোবরে প্রবেশ করেছে বর্ষা। কেরলেও নির্ধারিত সময়ের একদিন আগে বর্ষার অনুপ্রবেশ ঘটেছে। এইবার বৃষ্টিস্নাত হওয়ার অপেক্ষা বাংলার।

WhatsApp Group Join Now
About Author
Adhrit Roy

বিগত প্রায় চার বছর ধরে ডিজিটাল মিডিয়ায় কাজের সঙ্গে যুক্ত। যেকোনো ধরণের জেনারেল নিউজ লেখায় পারদর্শী।