লেটেস্ট খবরবিনোদনভাইরাললাইফ স্টাইলরেসিপি

Cyclone Remal Update: উপকূলে ধেয়ে আসছে রেমাল, আমফানের থেকেও বড় তান্ডব চালাবে এ ঘূর্ণিঝড়

Published on:

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Cyclone Remal Update: প্রায় প্রতি বছরই মে মাসের শেষ দিকে গাঙ্গেয় উপকূলবর্তী এলাকাগুলিতে তান্ডব দেখায় ঘূর্ণিঝড়। কখনো আইলা, কখনো আমফান, আবার কখনো ইয়াশ নামে ধেয়ে আসে উপকূলবর্তী অঞ্চল গুলিতে। আবহাওয়াবিদদের খবর অনুযায়ী এ বছরও সেরকমই একটি ঘূর্ণিঝড় ধেয়ে আসছে উপকূলবর্তী অঞ্চলে। যার নাম দেওয়া হয়েছে রেমাল। সকল আবহাওয়াবিদরাই এখন এই নিয়ে চর্চা করছেন। তবে শোনা যাচ্ছে এই ঘূর্ণিঝড় নাকি আরো শক্তিশালী হতে চলেছে। তবে কি সত্যি এবার নিজের তীব্র শক্তি নিয়ে উপকূলে আঁচড়ে পড়বে এই রেমাল সেই নিয়ে চিন্তা বাড়ছে আবহাওয়াবিদদের।

আরও পড়ুন: Laapataa Ladies: ‘লাপাতা লেডিস’ ছবির এই চরিত্রে আমির খান অভিনয় করতে চাইলেও বাধ সাজেন কিরন রাও

বেশিরভাগ ঘূর্ণিঝড়ে এই মে মাসে হয় তার প্রধান কারণ হলো এই সময় সমুদ্রের জলের উষ্ণতা বেড়ে যায়। এছাড়াও মে মাসের দিকে সমস্ত ঘূর্ণিঝড় গুলি হবার আরও একটি কারণ হলো সাইক্লোন সিজন এবং জলীয় বাষ্প যুক্ত পুবালী হাওয়া। এইবছর ২৩ মে, দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ বলয় তৈরির ইঙ্গিত মিলেছে উপগ্রহ চিত্রে। যেহেতু আবহাওয়াবিদরা আগেই বলেছিলেন আগামী ১৯শে মে আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জে প্রচুর মৌসুমী জলীয় বাষ্প নিয়ে প্রবেশ করবে সেখান থেকে এবং সমুদ্র পৃষ্ঠ থেকে পর্যাপ্ত জলীয় বাষ্প সংগ্রহ করে এই নিম্নচাপ বলয় তার শক্তি বৃদ্ধি করতে পারবে।

আরও পড়ুন: Madhumita Sarcar: তিলোত্তমা ছেড়ে বাণিজ্য নগরীতে পাড়ি দিচ্ছেন মধুমিতা! হাতে রয়েছে অনেকগুলি কাজ! কী জানালেন অভিনেত্রী?

আবহাওয়া দফতরের খবর অনুযায়ী উত্তর আন্দামান সাগরে ২৫ মে নাগাদ, এটি গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। এরপর আরোও শক্তি বৃদ্ধি করে তা ক্রমশ উত্তর – উত্তর পূর্ব দিকে এগোতে পারে। জলভাগের ওপর দিয়ে এগোতে থাকায় এটির শক্তিক্ষয় হবে না বরং, উল্টে শক্তি বৃদ্ধির আশঙ্কা আছে। অর্থাৎ ২৮শে মে এর এই গভীর নিম্নচাপ ২৯, ৩০ তারিখ নাগাদ ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। ঘূর্ণিঝড়টির নাম দেওয়া হয়েছে রেমাল। তবে দিল্লীর মৌসুমী ভবন এখনো পর্যন্ত এই ঘূর্ণিঝড় নিয়ে কোন আগাম পূর্বাভাস দেননি। তবে আগামী কয়েক দিন তাপপ্রবাহ থাকতে পারে। রবিবার দিন দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টির আশঙ্কা রয়েছে। সব জায়গাতেই রবিবার বৃষ্টি না হলেও সোমবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টি হবার কথা রয়েছে।

About Author
Adhrit Roy

বিগত প্রায় চার বছর ধরে ডিজিটাল মিডিয়ায় কাজের সঙ্গে যুক্ত। যেকোনো ধরণের জেনারেল নিউজ লেখায় পারদর্শী।