লেটেস্ট খবরবিনোদনভাইরাললাইফ স্টাইলরেসিপি

Cyclone Dana in Bengal: ধেয়ে আসতে প্রস্তুত ঘূর্ণিঝড়! ১৩৫ কিলোমিটার বেগে ঝড় বইছে সাগরে! ভারী বৃষ্টিতে ভাসবে কলকাতাও

Published on:

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Cyclone Dana in Bengal: ইতিমধ্যেই নিম্নচাপ অঞ্চলে সৃষ্টি হয়েছে বঙ্গোপসাগরে। হাতে আর তিনদিন এর মধ্যেই ধেয়ে আসবে ঘূর্ণিঝড়। জানা যাচ্ছে ঘূর্ণিঝড় তৈরির পর ক্রমে উত্তর পশ্চিমে এগিয়ে ওড়িশা ও পশ্চিমবঙ্গ উপকূলে এসে আছড়ে পড়তে পারে। ফলে উপকূলের কাছের অঞ্চলে ঝড় বইতে পারে ১৩৫ কিলোমিটার বেগে। ইতিমধ্যেই এই বিষয়ে বারবার সতর্ক করছে হাওয়া অফিস। এই ঘূর্ণিঝড়ের নাম করণ হয়েছে ডানা। নামটি রাখা হয়েছে কাতারের পক্ষ থেকে।

সূত্রের খবর ইতিমধ্যেই তৈরি হয়েছে নিম্নচাপ অঞ্চল। এটি ক্রমশ সরে আরও ঘনীভূত হবে এবং আগামী ২২ শে অক্টোবরের মধ্যে নিম্নচাপে পরিণত হবে। এরপর এটি শক্তি বৃদ্ধি করে পরের ২৪ ঘণ্টার মধ্যে ঘূর্ণিঝড়ের আকার নেবে। এরপর ক্রমে ওড়িশা ও পশ্চিমবঙ্গ উপকূল এলাকার দিকে এগিয়ে এসে আছড়ে পড়বে স্থলভাগে। বৃহস্পতিবার উপকূলের একদম কাছে বিরাজ করবে ঝড়টি।

এর জন্য মঙ্গলবার দিনের শেষ থেকেই দক্ষিণবঙ্গের দুই চব্বিশ পরগনা ও দুই মেদিনীপুর জেলায় বৃষ্টি শুরু হতে পারে। সঙ্গে ঝোড়ো হওয়া বইবে। তবে বুধবার থেকেই বৃষ্টিতে ভিজবে দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলা। খবর অনুযায়ী ওইদিন থেকেই কলকাতা, হাওড়া , হুগলি , ঝরগ্রামসহ উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলায় ভারী থেকে অতিভারি বৃষ্টি হতে পারে।

এছাড়া সপ্তাহান্তেও চলবে রাজ্যজুড়ে ভারী বর্ষণ। ঘূর্ণিঝড়ের জেরে নিস্তার নেই উত্তরবঙ্গেরও। দার্জিলিং, কালিঙপং , মালদা সহ গোটা উত্তর বঙ্গের বেশ কিছু জায়গায় বিক্ষিপ্ত ভাবে হালকা বা মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে এই সব কিছুই নির্ভর করছে ঘূর্ণিঝড়ের ল্যান্ডফল এর উপর। কোথায় আছড়ে পড়বে ঘূর্ণিঝড় ডানা এখন সেদিকেই নজর সকলের।

WhatsApp Group Join Now

আরও পড়ুন: Ajker Rashifal 22 October: মঙ্গলবার জীবনে জটিলতা বাড়বে এই ৩ রাশির! জেনে নিন আজকের রাশিফল

About Author
Adhrit Roy

বিগত প্রায় চার বছর ধরে ডিজিটাল মিডিয়ায় কাজের সঙ্গে যুক্ত। যেকোনো ধরণের জেনারেল নিউজ লেখায় পারদর্শী।