লেটেস্ট খবরবিনোদনভাইরাললাইফ স্টাইলরেসিপি

RG Kar: আর জি কর কাণ্ডে মুখ্যমন্ত্রী পথে নামছেন, সিবিআইকে রবিবারের মধ্যে ফাঁ’সির আবেদন জানানোর নির্দেশ

Published on:

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

RG Kar: RG কর কাণ্ডে দোষীকে রবিবারের মধ্যেই ফাঁসি দিতে হবে। এই অভিযোগ তুলে এবার পথে নেমেছেন স্বয়ং মুখ্যমন্ত্রী। একদিকে যখন ১৪ ই আগস্ট গোটা রাত জুড়ে শহর থেকে গ্রামের বিভিন্ন প্রান্তে চলছে মহিলাদের দখল অভিযান ঠিক সেই সময় এবার বাংলার মহিলা মুখ্যমন্ত্রী নামতে চলেছেন পথে। আগামী ১৬ ই আগস্ট পথে নামবেন মমতা। মৌলালি মোড় থেকে দরিনা ক্রসিং পর্যন্ত বিরাট মিছিল করবেন মুখ্যমন্ত্রী! প্রসঙ্গত সোমবার দিন নির্যাতিতা তরুনীর পরিবারের সঙ্গে দেখা করেছিলেন তিনি!

নির্যাতিতার পরিবারে মুখ্যমন্ত্রী:

সেখানে গিয়ে তিনি এই ঘটনার উপযুক্ত তদন্তের আশ্বাস দেন। এমনকি রবিবারের মধ্যে তদন্ত প্রক্রিয়ার সম্পন্ন না হলেও সিবিআইকে এই তদন্তভার অর্পণ করবেন বলে প্রতিশ্রুতি দেন মমতা। অবশ্য তার আগেই হাইকোর্টের ডিভিশন বেঞ্চ নির্দেশ দেয় সিবিআই এই ঘটনার তদন্ত করবে। ইতিমধ্যেই এই ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে সিভিক ভলেন্টিয়ার অভিযুক্তকে। স্বাস্থ্য পরীক্ষা করিয়ে তাকে নিয়ে যাওয়া হয়। আজ বেহালা থেকে একটি, সমাবেশে মুখ্যমন্ত্রী বলেন তার কথার ভুল ব্যাখ্যা করা হচ্ছে সমাজ মাধ্যমে।

রবিবারের মধ্যে ফাঁসি:

তিনি রবিবারের মধ্যে ফাঁসির আবেদন করেন সিবিআইয়ের কাছে। একই সঙ্গে তিনি এদিন বলেন পুলিশ অর্ধেক কাজ করে দিয়েছে। পুলিশ না থাকলে অভিযুক্তকে গ্রেফতার করা সম্ভব হতো না। এদিকে এই নিয়ে বিরোধীরা যে অভিযোগ করেছেন তা সর্বইব মিথ্যা বলে দাবি করেন তিনি। তিনি বলেন যে দোষ হয়েছে তা ন্যাক্কারজনক।

এই ঘটনায় দোষীর উপযুক্ত শাস্তির নিদান দিয়েছেন তিনি। প্রসঙ্গত এর আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, ফাসির দাবি করেছিলেন। তদন্ত প্রক্রিয়া দ্রুতগতিতে ত্বরান্বিত করবার জন্য কলকাতা পুলিশের মহানগরীক বিনীত গোয়েলকে নির্দেশ দিয়েছিলেন তিনি।

WhatsApp Group Join Now

আরও পড়ুন: Kolkata Extra Night Metro: কলকাতায় আজ রাতে বাড়তি মেট্রো চলবে, খোলা থাকবে সব কাউন্টার, রাস্তায় নামবেন নারীরা

About Author
Adhrit Roy

বিগত প্রায় চার বছর ধরে ডিজিটাল মিডিয়ায় কাজের সঙ্গে যুক্ত। যেকোনো ধরণের জেনারেল নিউজ লেখায় পারদর্শী।