GST Cigarettes: বর্তমান সময়ে GST কাউন্সিলের বৈঠক নিয়ে শোরগোল পড়ে গেছে। বৈঠকে কি কি সিদ্ধান্ত নেওয়া হবে সেদিকেই নজর রয়েছে আম জনতার। আসন্ন বাজেটে কোন কোন জিনিসের দাম বাড়বে বা কমবে স্বাভাবিকভাবে সেদিকেই মনোযোগ এখন সাধারণ মানুষের। এসবের মাঝেই প্রকাশিত প্রস্তাবিত রিপোর্ট অনুযায়ী সিগারেট প্রেমীদের জন্য দুঃসংবাদ রয়েছে। জানা যাচ্ছে আরও বাড়তে চলেছে ধূমপানের খরচ। তাহলে জেনে নিন কতটাই বা বাড়তে চলেছে এর খরচ!
দাম বাড়ছে সিগারেটের!
জানা যাচ্ছে কোল্ড ড্রিঙ্কস, সিগারেট ও তামাকজাত দ্রব্য তৈরিকারক সংস্থাগুলি এবং তাদের গ্রাহকদের জন্য আগামী বাজেটে আসতে চলেছে খারাপ খবর। কেন্দ্রীয় সরকার তামাকজাত পণ্য এবং পানীয় পণ্যের উপর GST বাড়ানোর প্রস্তাব দিয়েছে। এই খবর সামনে আসার পর থেকেই সিগারেট প্রেমীদের জন্য দুঃসংবাদ বয়ে এনেছে। যার প্রভাব ইতিমধ্যেই মঙ্গলবারের শেয়ার বাজারে পড়তে দেখা গিয়েছে।
কবে অনুমোদন পাবে GST কাউন্সিল বৈঠক:
GST সম্পর্কিত মন্ত্রী গোষ্ঠী পানীয়, সিগারেট এবং তামাকজাত দ্রব্যের উপর বর্ধিত GST ২৮% থেকে বাড়িয়ে ৩৫% করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এই সিদ্ধান্ত চূড়ান্ত হবে কিনা তার আলোচনা করা হবে আগামী ২১ শে ডিসেম্বরের GST কাউন্সিলের বৈঠকে। অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের সভাপত্বিতে অনুষ্ঠিত হতে চলেছে এই বৈঠকটি। বিশেষজ্ঞরা মনে করছেন আগামীতে এই প্রস্তাব সরকারি ভাবে স্বীকৃতি পেতে চলেছে।
এই মর্মে একজন সরকারি অধিকারিক জানিয়েছেন ভারপ্রাপ্ত মন্ত্রী গোষ্ঠী তামাক ও পানীয়র ক্ষেত্রে ৩৫% GST হারে রাজি হয়েছে। এছাড়া সমঝোতা স্মারকে ৩৫ শতাংশ, ৫ শতাংশ, ১২ শতাংশ, ১৮ শতাংশ এবং ২৮ শতাংশ কর স্ল্যাবের প্রস্তাব দেওয়া হয়েছে। সব মিলিয়ে ১৪৮টি পণ্যের করের হার পরিবর্তনের প্রস্তাব দেওয়া হয়েছে বলে খবর। বর্তমানে বই, দুধ, গাড়ি, ওয়াশিং মেশিন, সিগারেট ও তামাকজাত দ্রব্যের উপর সর্বাধিক ২৮% কর ধার্য্য করা হয়। তবে এবার এই করের পরিমাণ বাড়াতে চলেছে ভারতীয় কেন্দ্রীয় সরকার।