লেটেস্ট খবরবিনোদনভাইরাললাইফ স্টাইলরেসিপি

CNG Price: তৃতীয়বার শপথ নেওয়ার পাশাপাশি এবার গ্যাসের দাম নিয়ে বড়সড় ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

Published on:

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

CNG Price: কিছুদিন আগেই মিটেছে এ বছরের লোকসভা নির্বাচন। এবারে বিজেপি সারাদেশে সংখ্যাগরিষ্ঠ আসন না পাওয়ায় সরকার গঠন করেছে NDA। তাই সরকার গঠনে এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রধান ভরসা ছিল জোটসঙ্গীরাই। দেশের প্রধানমন্ত্রী হিসেবে তৃতীয়বার প্রধান শপথ গ্রহণ করেছেন নরেন্দ্র মোদি।

আর ক্ষমতায় আসার পর মোদী ৩.০ এবার দেশবাসীর জন্য বিরাট বড় ঘোষণা করতে চলেছেন। ক্ষমতায় আসার পর প্রাকৃতিক গ্যাস এর GST আয়তায় নিয়ে আসার কথা বলা হয়েছে। আর এই পরিকল্পনা যদি বাস্তবায়িত করা যায় তবে অসংখ্য সিএনজি ব্যবহারকারীরা স্বস্তি পাবেন। ইতিমধ্যেই এই বিষয়ে রিসার্চ শুরু করেছে আমেরিকান কোম্পানি সিটি রিসার্চ। বর্তমানে সিএনজিতে ১৪% পর্যন্ত আবগারি শুল্ক আরোপ করা হয়।

আগামী দিনে যদি সিএনজিতে জিএসটি আনা হয় সেক্ষেত্রে নির্দিষ্ট স্ল্যাব অনুযায়ী কর দিতে হবে। বর্তমানে জিএসটি-তে মোট চারটি স্ল্যাব রয়েছে। এগুলি হল ৫%, ১২%, ১৮% এবং ২৮%। আগামী দিয়ে যদি ১২% স্ল্যাবের জিএসটি রাখা হয় CNG -তে তাহলে সেক্ষেত্রেও অনেকটা কম খরচ হবে।

সিএনজি-তে জিএসটি লাগু হওয়ার কথা উঠতেই এবার গ্যাসের সাথে যুক্ত অনেক কোম্পানি গুলি শেয়ারের দাম বাড়াচ্ছে হু হু করে। সিটি রিসার্চের তরফ থেকে জানা যাচ্ছে, NDA সরকার GST কাউন্সিলে সংখ্যাগরিষ্ঠতা বজায় রাখতে সফল হবে। আর এবার পিএম মোদির একটি গুরুত্বপূর্ণ লক্ষ্য হতে পারে গ্যাস সেক্টরকে GST এর আওতায় নিয়ে আসা। NDA সরকার এই ক্ষেত্রে সংস্কারের কাজ করলে তা দেশের মানুষের জন্যই উপকারী হতে পারে।

WhatsApp Group Join Now

আরও পড়ুন: Solanki Roy: দুঃসংবাদ! বলিউডে ঠাঁই হলো না ছোটপর্দার খড়ি ওরফে শোলাঙ্কির!

বর্তমান সময়ে দেশের সরকারের লক্ষ্য হল অর্থনীতিতে গ্যাসের ব্যবহার বাড়ানো। বিশেষ করে আগামী দিনে রান্নার গ্যাস সস্তা করার জন্য গ্যাসের ওপর বিভিন্ন কর কমিয়ে আনাই হল সরকারের মূল লক্ষ্য। এছাড়া দেশের এক একটি রাজ্যের মধ্যে গ্যাসের দামে যে ফারাক রয়েছে তাও দূর করা হবে। একদিকে যখন দিল্লিতে VAT শুন্য, সেখানে মহারাষ্ট্র, গুজরাট এবং উত্তরপ্রদেশে তা ৩ থেকে ৫%। তাই আগামীদিনে গ্যাসকে যদি GST এর আওত্তায় আনা হলে GAIL, CGD ইত্যাদি গ্যাস কেনার ওপর ট্যাক্স ক্রেডিট পাওয়া যাবে।

About Author
Ankana Chowdhury

নমস্কার আমার নাম অঙ্কনা চৌধুরী। আমি বিগত দু'বছর ধরে ডিজিটাল মিডিয়াতে কাজের সঙ্গে যুক্ত রয়েছি। এই দু বছরে আমি বিভিন্ন ধরনের বিষয়ের উপরে জেনারেল নিউজ লিখেছি। এবং বর্তমানে আমি অনেকটাই কাজ শিখে এই জেনারেল নিউজ লেখায় নিজেকে সাবলীল করে তুলেছি। এই কয়েক বছরে আমার অভিজ্ঞতা ভীষণই ভালো।