Ekchokho.com 🇮🇳

Dearness Allowance: DA বাড়ল কেন্দ্রীয় সরকারি কর্মীদের, এপ্রিলের বেতনেই মিলবে তিন মাসের বকেয়া

Published on:

Dearness Allowance
WhatsApp Group Join Now
Telegram Group Join Now

প্রতিশ্রুতি মতোই কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য মহার্ঘভাতা (Dearness Allowance বা DA) বাড়ানোর ঘোষণা করল মোদি সরকার। গত ২৮ মার্চ ২ শতাংশ হারে ডিএ বৃদ্ধির কথা জানায় কেন্দ্র। এই বৃদ্ধির ফলে সরকারি কর্মীরা বাড়তি অর্থ পাবেন এপ্রিল মাসের বেতন ও পেনশনের সঙ্গেই। সরকারি বিবৃতিতে বলা হয়েছে, এই বর্ধিত ডিএ কার্যকর ধরা হবে ২০২৪ সালের ১ জানুয়ারি থেকে। অর্থাৎ এপ্রিল মাসে সরকারি কর্মীরা শুধু বর্ধিত ডিএ-ই পাবেন না, সঙ্গে পেছনের তিন মাসের বকেয়াও এককালীন পাবেন।

কতটা বাড়ল কেন্দ্রীয় সরকারি কর্মীদের বেতন? (Dearness Allowance)

বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মীদের ন্যূনতম বেতন ১৮,০০০ টাকা। নতুন ডিএ বৃদ্ধির ফলে, প্রতিমাসে অতিরিক্ত ৩৬০ টাকা পাবেন তাঁরা। তিন মাসের বকেয়া ডিএ হিসেবে একসাথে মিলবে ১,০৮০ টাকা। একইভাবে পেনশনভোগীরাও এই সুবিধা থেকে বঞ্চিত হবেন না। যাঁদের ন্যূনতম পেনশন ৯,০০০ টাকা, তাঁদের জন্য প্রতিমাসে বাড়তি ১৮০ টাকা করে আসবে। এছাড়াও তিন মাসের বকেয়া বাবদ পেনশনভোগীরা পাবেন ৫৪০ টাকা।

এটা উল্লেখযোগ্য যে, সাধারণত বছরে দু’বার ডিএ বাড়ায় কেন্দ্রীয় সরকার—একবার মার্চ মাসে এবং পরবর্তীতে অক্টোবর-নভেম্বরের মধ্যে। ফলে ধারণা করা হচ্ছে, পরবর্তী ডিএ (Dearness Allowance)  বৃদ্ধির ঘোষণা আসতে পারে চলতি বছরের অক্টোবর মাসে, যা কার্যকর হবে জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত সময়কালের জন্য।

অন্যদিকে, দীর্ঘদিন ধরেই অষ্টম বেতন কমিশন গঠনের বিষয়ে জল্পনা চলছে। সূত্র মারফত জানা যাচ্ছে, চলতি বছরের শুরুতেই মোদি মন্ত্রিসভা অষ্টম বেতন কমিশন গঠনের সিদ্ধান্ত নিয়েছে। সব কিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে, আগামী বছরের জানুয়ারি থেকেই তা কার্যকর হতে পারে। নতুন বেতন কমিশনের সুপারিশ কার্যকর হলে, শুধু কর্মচারীরা নয়, পেনশনভোগীরাও অর্থনৈতিকভাবে লাভবান হবেন।

একটি বড় পরিবর্তন হতে চলেছে ডিএ-র ক্ষেত্রেও। অষ্টম বেতন কমিশন চালু হলে মূল বেতনের সঙ্গে ডিএ একত্রিত করে এক নতুন কাঠামো তৈরি হবে। এরপর আবার শূন্য থেকে নতুন করে ডিএ নির্ধারণ করা হবে, যা ভবিষ্যতে আরও স্বচ্ছ ও যুক্তিসঙ্গত কাঠামো তৈরি করবে বলে আশা করা হচ্ছে।

কেন্দ্রীয় সরকারের হিসাব অনুযায়ী, বর্তমানে ৪৮.৬ লক্ষ কর্মচারী এবং ৬৬.৫ লক্ষ অবসরপ্রাপ্ত পেনশনভোগী রয়েছেন, যাঁরা এই বর্ধিত ডিএ ও পেনশন বৃদ্ধির সুবিধা পাবেন। তবে এই ডিএ (Dearness Allowance) বৃদ্ধির ফলে সরকারের ওপর আর্থিক চাপও বাড়ছে। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, বছরে প্রায় ৬,৬১৪.০৪ কোটি টাকা অতিরিক্ত ব্যয় হবে সরকারি কোষাগার থেকে।

এই সিদ্ধান্ত সরকারের তরফ থেকে কর্মচারী ও পেনশনভোগীদের প্রতি এক ইতিবাচক বার্তা হিসেবেই ধরা হচ্ছে। ডিএ বৃদ্ধি একদিকে যেমন মূল্যবৃদ্ধির সঙ্গে তাল মেলাতে সহায়ক হবে, অন্যদিকে কর্মীদের মনোবল ও আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে ভূমিকা নেবে।

সব মিলিয়ে, কেন্দ্রের এই ঘোষণা কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য একটি বড় আর্থিক স্বস্তি নিয়ে এসেছে। বিশেষত তিন মাসের বকেয়া একসঙ্গে পাওয়ায় এপ্রিল মাসে বেতন এবং পেনশনের অঙ্ক কিছুটা বেশি হবে, যা তাঁদের পরিবারের বাজেটেও ইতিবাচক প্রভাব ফেলবে।

আরও পড়ুন: Rain Forecast in South Bengal: এপ্রিলের দাবদাহে নাজেহাল বাংলা, এরই মাঝে সুখবর দিল আবহাওয়া দপ্তর, বাংলায় ফিরছে ঝড় বৃষ্টি