লেটেস্ট খবরবিনোদনভাইরাললাইফ স্টাইলরেসিপি

Budget 2024: জেটে নয়া আয়কর কাঠামোর ঘোষণা, অর্থমন্ত্রীকে ‘দহি-চিনি’ খাওয়ালেন রাষ্ট্রপতি এবার কত হারে ট্যাক্স?

Published on:

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Budget 2024: তৃতীয় মোদি সরকারের প্রথম বাজেটে দেশবাসীর জন্য কী অপেক্ষা করছে? মঙ্গলবার পেশ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। বাজেটে জোর ন’টি বিষয়ের উপর। বিশেষ জোর মধ্যবিত্ত, মহিলা, কৃষকদের উন্নয়নে।অন্ধ্রপ্রদেশের নতুন রাজধানীর জন্য ১৫ হাজার কোটি টাকা ঘোষণা করলেন অর্থমন্ত্রী। বাজেটে পূর্ব ভারতের জন্য ঘোষণা করা হল একাধিক এক্সপ্রেসওয়ের। এর বেশির ভাগই কিন্তু পেল বিহার।

২০১৯ সালে লোকসভা ভোটের আগে অন্তর্বর্তী বাজেটে আয়কর ছাড়ের ঊর্ধ্বসীমা বাড়িয়েছিল কেন্দ্রীয় সরকার। কিন্তু সেইসময় আয়কর কাঠামো নিয়ে কোনও বদল করা হয়নি। এবং এর কারণ হিসেবে নির্মলা সীতারমণ জানিয়েছিলেন যে ২০২৪ সালের মার্চ মাস পর্যন্ত তাই পুরনো কর কাঠামো বহাল রাখা হবে।সেই মোতাবেক বাজেট আগের করকাঠামোই বরাদ্দ ছিল। ২৩ জুলাই অর্থমন্ত্রী বাজেট পেশের সময় আয়কর নিয়ে এক বড় বদল আনলেন তিনি। এখন থেকে নতুন আয়কর কাঠামোয় কর জমা দিলে, ৩ থেকে ৭ লক্ষ পর্যন্ত আয়ে ৫% আয়কর দিতে হবে।

অন্যদিকে ৭ থেকে ১০ লক্ষ পর্যন্ত আয়ে ১০% আয়কর দিতে হবে। ১০ থেকে ১২ লক্ষ পর্যন্ত আয়ে ১৫% আয় দিতে হবে। ১২ থেকে ১৫ লক্ষ পর্যন্ত আয়ে ২০% আয়কর দিতে হবে। ১৫ লক্ষের বেশি আয়ে ৩০% কর দিতে হবে। শুধুমাত্র ৩ লক্ষ টাকা পর্যন্ত আয়ে ০% আয়কর দিতে হবে। আগের পুরোনো নিয়ম অনুযায়ী নতুন আয়করে ৩ লক্ষ টাকা পর্যন্ত আয়কর ছিল ০%।

৩ লাখ ১ টাকা থেকে ৬ লাখ টাকা পর্যন্ত ৫ শতাংশ। ৬ লাখ ১ টাকা থেকে ৯ লাখ টাকা পর্যন্ত ১০ শতাংশ। ৯ লাখ ১ টাকা থেকে ১২ লাখ টাকা পর্যন্ত আয়কর ছিল ১৫ শতাংশ। ১২ লাখ ১ টাকা থেকে ১৫ লাখ টাকা ২০ শতাংশ। এবং ১৫ লাখ টাকার ঊর্ধ্বে ৩০ শতাংশ। এবার এই নিয়মের পরিবর্তন হয়েছে। অন্যদিকে পুরনো ট্যাক্স কাঠামোয় আলাদা করে কোনও পরিবর্তনও করা হয়নি। অর্থাৎ আগে যা ছিল তাই থাকবে।

WhatsApp Group Join Now
এবার প্রশ্ন উঠছে জনগণের স্বস্তির!

দাম কমতে পারে তামার। চার শতাংশ শুল্ক কমায় দাম কমতে পারে তামার তৈরি যে কোনও দ্রব্যের। আয়করের নতুন কাঠামোয় স্ট্যান্ডার্ড ডিডাকশন ৫০ হাজার থেকে ৭৫ হাজার টাকা হল।দাম কমছে সোনা, রুপো, মোবাইলের
সরকার আমদানি শুল্ক কমিয়ে নেওয়ায় দাম কমছে সোনা, রুপো, মোবাইল ফোন, লিথিয়াম ব্যাটারি, চামড়াজাত দ্রব্য। দাম কমছে সৌর বিদ্যুতেরও। ক্যানসারের তিনটি জীবনদায়ী ওষুধের শুল্কেও ছাড় দিচ্ছে কেন্দ্র।বিদেশি বিনিয়োগ আনতে সহজ হবে নিয়ম

বিদেশি বিনিয়োগ আনতে সহজ হবে নিয়ম, জানালেন অর্থমন্ত্রী।অসম, হিমাচল প্রদেশকে বন্যা খাতে সাহায্য বন্যা রুখতে অসম, হিমাচল প্রদেশকে বিশেষ সাহায্যের কথা জানালেন অর্থমন্ত্রী। একই ভাবে সাহায্য করা হবে উত্তরাখণ্ড এবং সিকিমকেও গ্রামোন্নয়নের জন্য ২.৬৬ লক্ষ কোটি টাকা বরাদ্দ করা হচ্ছে।ছোট সংস্থাগুলির কর্মীদের ভবিষ্যনিধি বা প্রভিডেন্ট ফান্ডে ভর্তুকি দেওয়া হবে।

প্রথম যাঁরা কাজে ঢুকছেন, তাঁদের প্রভিডেন্ট ফান্ডে এক মাসের বেতন দেওয়া হবে। দেশের পূর্ব দিকের চার রাজ্য পশ্চিমবঙ্গ, ওড়িশা, অন্ধপ্রদেশ এবং‌ বিহারের উন্নয়নে বিশেষ নজর দিচ্ছে কেন্দ্র। জানিয়ে দিলেন অর্থমন্ত্রী নির্মলা। তৈরি হবে কলকাতা-অমৃতসর বাণিজ্য সড়ক।

প্রধানমন্ত্রী আবাস যোজনায় আরও তিন কোটি বাড়ি! কৃষি খাতে বরাদ্দ করা হচ্ছে ১.৫২ লক্ষ কোটি টাকা।ক্ষুদ্র এবং মাঝারি শিল্পে বিশেষ জোর। করা হবে ঋণের ব্যবস্থা। জানালেন নির্মলা।বিভিন্ন ক্ষেত্রের চাকরিতে আগামী পাঁচ বছরে ১ কোটি যুবক-যুবতী ইন্টার্নশিপের সুযোগ পাবেনস্ট্যাম্প ডিউটি কমিয়ে মহিলাদের সম্পত্তি কেনার ক্ষেত্রে ছাড় দিচ্ছে কেন্দ্র জানালেন অর্থমন্ত্রী।

এছাড়াও বাজেটে ঘোষণা করা হয় যে, ‘এখন থেকে সঠিক সময়ে TDS না দিলে অপরাধ নয়’। এছাড়া ক্যাপিট্যাল গেনে ছাড় ১ লক্ষ থেকে বাড়িয়ে করা হল ২.২৫ লক্ষ। বাজেটে ই-কমার্সের উপর TDS কমানোর ঘোষণা করেছেন অর্থমন্ত্রী।

শুভ কাজ শুরুর আগে অর্থমন্ত্রীকে ‘দহি-চিনি’ খাওয়ালেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু (President Droupadi Murmu)। রাষ্ট্রপতির অনুমোদন নিয়ে ফিরে আসেন মন্ত্রকে। কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরীকে নিয়ে সংসদের উদ্দেশে রওনা দেন নির্মলা সীতারমণ। বহিখাতার বদলে কেন্দ্রীয় অর্থমন্ত্রীর হাতে দেখা যায় লাল রঙের ট্যাব। প্রধানমন্ত্রীর নেতৃত্বে ক্যাবিনেট বৈঠকে সিলমোহর মেলার পর লোকসভায় বাজেট পেশ হবে। এরপর সাংবাদিক বৈঠক করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী।

আরও পড়ুন: BUDGET 2024-2025: বাজেট নির্ধারণের পরই বড় ঘোষণা নির্মলা সীতারমনার! উপকৃত হবে সাধারন মানুষ

About Author
Adhrit Roy

বিগত প্রায় চার বছর ধরে ডিজিটাল মিডিয়ায় কাজের সঙ্গে যুক্ত। যেকোনো ধরণের জেনারেল নিউজ লেখায় পারদর্শী।