লেটেস্ট খবরবিনোদনভাইরাললাইফ স্টাইলরেসিপি

BSNL: Jio, Airtel এখন অতীত, মহাকাশে বার্তা পাঠিয়ে তাক লাগালো BSNL

Published on:

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

BSNL: ভারতীয় সরকারি টেলিকম কোম্পানি BSNL ইতিহাস রচনা করলো! এবার একশো দুশো কিলোমিটার নয় বরং ৩৬০০০ কিলোমিটার দূর থেকে এলো বার্তা। এই বার্তাই বুঝিয়ে দিলো BSNL এর ক্ষমতা কতটা। এই প্রথম ভারতের কোনো মোবাইল থেকে মহাকাশের স্যাটেলাইটে পাঠানো হলো বার্তা। মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে তা ফেরত এলো আরও একটি মোবাইলেও। এটাই দেশে তৈরি প্রথম কোনো কানেকশন।

জিও এয়ারটেল এখন 5G পরিষেবা দেওয়ার দৌড়ে লেগে পড়েছে। অন্যদিকে বিশ্বের সবচেয়ে বেশি ধনী লোক ইলোন মাস্ক পর্যন্ত অপেক্ষা করছেন ভারতে স্টার লিংক সেটকম নামক সংস্থা শুরু করার জন্য। আর এই সময়েই সকলকে তাঁক লাগালো BSNL।

জানা যাচ্ছে এদিন BSNL সম্পন্ন করলো স্যাটেলাইট মেসেজিং সার্ভিস টেস্ট। পৃথিবী ও মহাকাশের এই মেসেজ আদান প্রদানের জন্য BSNL এর তরফে একটি ল্যান্ডিং স্টেশনও তৈরি করা হয়েছে। যেখানে আবেরিকান কোম্পানি স্যাটকমের সাথে। আর এই ভিয়াসাট ডাইরেক্ট টু ডিভাইস এর সাহায্যেই সোজা মহাকাশে বার্তা পাঠানো সম্ভব হয়। প্রয়োজন হয়না আলাদা কোনো যন্ত্র বা ডিভাইসের।

প্রধানত SOS সংক্রান্ত আপদকালীন মেসেজগুলো পাঠানোর ক্ষেত্রে ব্যবহার করা হবে এই বিশেষ পরিষেবার। তবে পরবর্তীকালে ইন্টারনেট, কল এবং আরও অনেক কাজই এই পরিষেবা ব্যবহার করা যাবে। বলে রাখি এই প্রসঙ্গে Viasat Bharat এর এমডি গৌতম শর্মা সংবাদমাধ্যমকে জানান এটি কোম্পানির জন্য দরকারি। নেটওয়ার্ক নেই বা নেটওয়ার্ক পরিষেবা ভালো নয় এমন সব এলাকার সাথে যুক্ত হতেও সাহায্য করবে এই পদ্ধতি।

WhatsApp Group Join Now

আরও পড়ুন: Gold Price Today: আবারো বাড়লো সোনার দাম! কালীপুজো সোনা কিনতে কপালে হাত সাধারণের

About Author
Adhrit Roy

বিগত প্রায় চার বছর ধরে ডিজিটাল মিডিয়ায় কাজের সঙ্গে যুক্ত। যেকোনো ধরণের জেনারেল নিউজ লেখায় পারদর্শী।