লেটেস্ট খবরবিনোদনভাইরাললাইফ স্টাইলরেসিপি

পুজো উপলক্ষে ডবল ধামাকার প্ল্যান অফার করছে BSNL! মাথায় হাত Airtel – Jio গ্রাহকদের

Published on:

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

BSNL: বর্তমান দিনে স্মার্টফোন ছাড়া আমরা অচল। শুধুমাত্র যোগাযোগ ব্যবস্থার মাধ্যম হিসেবে নয় বরং বিনোদনের একটি বড় মাধ্যম হয়ে উঠেছে এই স্মার্টফোন। বহির্বিশ্বের খবর হোক বা কোনো সুস্বাদু রান্নার রেসিপি সব কিছুই এখন মুঠোফোনে পাওয়া যায়। সাথে অনলাইন খাবার এবং জামাকাপড় কেনার প্রসঙ্গও তো থাকছে। তবে বাড়তে থাকা মোবাইল প্ল্যানের দাম কপালে ভাঁজ ধরাচ্ছে জিও, এয়ারটেল ও ভোডাফোন আইডিয়া গ্রাহকদের। সম্প্রতিই এই তিন বেসরকারি সংস্থা ২৫% পর্যন্ত মূল্যবৃদ্ধি করেছে তাদের প্ল্যান গুলিতে। ফলে স্বাভাবিক ভাবেই শুধু মাত্র কলিং পরিষেবা চালু রাখতেই কমপক্ষে ২০০ টাকা রিচার্জ করতে হচ্ছে। এই পরিস্থিতিতে এখনও মানুষের সাধ্যের মধ্যে একই প্ল্যানের মূল্য রেখেছে ভারতীয় সরকারি টেলি সংস্থা BSNL। আর এবার তাক লাগিয়ে ধামাকা প্ল্যান সামনে আনলো এই সরকারি সংস্থা।

তারিফ প্ল্যান গুলির ঊর্ধ্বমুখী দামকে তোয়াক্কা না করে জলের দরে BSNL দিচ্ছে মোবাইল রিচার্জের সুবিধা। যার জন্য গত কয়েক মাসে রেকর্ড হারে নতুন গ্রাহক যুক্ত হয়েছে এই সংস্থার নেটওয়ার্কে। ফলত jio, Airtel, Vi এর মতো বড় বড় সংস্থা গুলি কোটি কোটি গ্রাহক হারিয়ে কার্যত লসের মুখ দেখছে। আরো ধামাকাদার অফার নিয়ে এসে গ্রাহক আকর্ষণ করছে BSNL. পুজোর উপলক্ষে সামনে এলো নতুন প্ল্যান। আসুন বিশদে জেনে নিই

নতুন প্ল্যানটিতে গ্রাহকরা যদি ২৯৮ টাকার একটি রিচার্জ করেন তবে প্রতিদিন এক জিবি ইন্টারনেট সহ ১০০ টি ফ্রি মেসেজের সুবিধা পাবেন। সাথে থাকছে বিনামূল্যে কিছু অ্যাডঅন ডেটা রিচার্জের সুবিধা। তবে সব থেকে বড় চমক থাকছে ভালিডিটির উপর। ২৯৮ টাকার এই রিচার্জের সময়সীমা থাকছে ৫২ দিন। যা অন্যসব বেসরকারি সংস্থার প্ল্যানের থেকে কয়েকগুণ এগিয়ে রাখবে BSNL কে।

দেশের কোনায় কোনায় এখনও অনেক মানুষ রয়েছেন যাদের ইন্টারনেটের ব্যবহার প্রায় নেই বললেই চলে বা তুলনায় অনেক কম। সেই সমস্ত ব্যক্তিদের এই সস্তার প্ল্যান গুলি অনেকটাই সাশ্রয় করায়। বড় বড় বেসরকারি সংস্থা গুলির তুলনায় দামে কম অথচ ভালিডিটি বেশি হওয়ায় অধিকাংশ মানুষ BSNL কে বেছে নিচ্ছেন।

WhatsApp Group Join Now

বলে রাখা ভালো অন্যান্য সংস্থা গুলি ইতিমধ্যে 5G পরিষেবা প্রদান শুরু করলেও সেদিক থেকে বেশ খানিকটা পিছিয়ে রয়েছে BSNL। গোটা দেশের বেশিরভাগ জায়গাতেই এখনও 2G বা 3G পরিষেবা দিচ্ছে এই সংস্থা। তবে তারা 4G পরিষেবা প্রদানের কাজ চালাচ্ছেন এমনটাই খবর সরকারি সূত্র অনুযায়ী। এছাড়া সম্পূর্ণ ভারতে তৈরি যন্ত্রপাতি ব্যবহার করে 5G পরিষেবা দেওয়ার কাজ শুরু করেছে BSNL। তাই এটা বলাই যায় যে সময় লাগলেও ভারতের টেলি কমিউনিকেশনের যুগে বিপ্লব আনতে চলেছে বিএসএনএল।

আরও পড়ুন: Ajker Rasifal 28 September: শনির রাজ যোগে কপাল খুলবে ৫ রাশির! আপনার রাশি কি এর মধ্যে আছে? জেনে নিন আজকের রাশিফল

About Author
Adhrit Roy

বিগত প্রায় চার বছর ধরে ডিজিটাল মিডিয়ায় কাজের সঙ্গে যুক্ত। যেকোনো ধরণের জেনারেল নিউজ লেখায় পারদর্শী।