লেটেস্ট খবরবিনোদনভাইরাললাইফ স্টাইলরেসিপি

BSNL Recharge: জিও এয়ারটেল এর মত দাম বাড়ানোর বদলে, নিজেদের রিচার্জ প্ল্যানে ১০০ টাকা ছাড় দিচ্ছে BSNL

Published on:

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

BSNL Recharge: আমাদের দেশের জনপ্রিয় টেলিকম কোম্পানি গুলি দিনে দিনে নিজেদের রিচার্জ প্ল্যানের দাম বাড়িয়ে চলেছে। যেমন কিছুদিন আগেই নিজেদের রিচার্জ প্ল্যানের দাম বাড়ালো জিও এবং এয়ারটেল। আর বর্তমানে বেশিরভাগ মোবাইল ইউজারদের কাছেই জিও সিম রয়েছে।

জিওর গ্রাহক সংখ্যা অন্যান্য টেলিকম কোম্পানিগুলো থেকে অনেক বেশি। নূন্যতম ১১% ও সর্বোচ্চ ২৫% বেড়েছে খরচ। যার ফলে সাধারণ মধ্যবিত্ত মানুষদের কপালে চিন্তার ভাঁজ পড়েছে। তবে এই ক্ষেত্রে একেবারেই উল্টো পথে হেঁটেছে BSNL। ভারতীয় এই টেলিকম কোম্পানি কিন্তু দাম বাড়িয়ে দেওয়ার বদলে দাম কমিয়েছে গ্রাহকদের সুবিধার জন্য।

তাহলে বর্তমানে প্রত্যেকের হাতেই রয়েছে স্মার্টফোন। আর স্মার্টফোন ব্যবহার করতে গেলে তাতে রিচার্জ করতেই হবে। কারণ মানুষের যোগাযোগ মাধ্যমের এখন একমাত্র উপায় ফোন, এছাড়াও বিনোদনেরও একটি অংশ ফোন হয়ে উঠেছে। তাই ফোনে রিচার্জ শেষ হলে রিচার্জ করাতে গ্রাহকরা বাধ্য। তাই এই সুযোগ কেই কাজে লাগিয়েছে টেলিকম কোম্পানি জিও এবং এয়ারটেল।

আর বর্তমানে দ্রুত ইন্টারনেট পরিষেবা দেওয়ার ক্ষেত্রে জিও রয়েছে অনেকটি এগিয়ে। এমনকি জিও 5g পরিষেবাও দেওয়া শুরু করেছে। তাই তো জিওর গ্রাহক সংখ্যা এত বেশি। অন্যদিকে BSNL এখনো 3g পরিষেবা দিচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে। তাদের 4g পরিষেবা খুব শীঘ্রই আসতে চলেছে বলে জানা গিয়েছে। তবে এখন অনেকেই এই 4g 3g পরিষেবার কথা না ভেবেই BSNL ব্যবহার করতে চাইছেন। পাশাপাশি BSNL নিজেদের রিচার্জ প্ল্যানে ১০০ টাকা ছাড় দিচ্ছে।

WhatsApp Group Join Now

আরও পড়ুন: Indian Railway: ভারতীয় রেলে নতুন সুব্যবস্থা, চলন্ত ট্রেনে কোন যাত্রী অসুস্থ হয়ে পড়লে দায়িত্ব নেবে রেল কর্তৃপক্ষ

সূত্রের খবর অনুযায়ী BSNL ফাইবার ব্রডব্যান্ডের যে পরিষেবা এতদিন ৪৯৯ টাকা দিতে হত সেটাই এখন ৩৯৯ টাকায় পাওয়া যাবে। তবে দাম কমলেও সুবিধা একফোঁটাও কমেনি। এই রিচার্জ করলে 60Mbps স্পীডে 3300GB ডেটা ব্যবহার করা যাবে। আর ল্যান্ডফোনের মাধ্যমে আনলিমিটেড কলিংয়ের সুবিধাও পাবেন গ্রাহকেরা। যদিও এই বিশেষ অফার আগামী ৩ মাসের জন্যই। তারপর আবারও ৪৯৯ টাকাই খরচ করতে হবে। যারা এই সুবিধা পেতে চাইছেন শীঘ্রই রিচার্জ করিয়ে নিন।

About Author
Ankana Chowdhury

নমস্কার আমার নাম অঙ্কনা চৌধুরী। আমি বিগত দু'বছর ধরে ডিজিটাল মিডিয়াতে কাজের সঙ্গে যুক্ত রয়েছি। এই দু বছরে আমি বিভিন্ন ধরনের বিষয়ের উপরে জেনারেল নিউজ লিখেছি। এবং বর্তমানে আমি অনেকটাই কাজ শিখে এই জেনারেল নিউজ লেখায় নিজেকে সাবলীল করে তুলেছি। এই কয়েক বছরে আমার অভিজ্ঞতা ভীষণই ভালো।