লেটেস্ট খবরবিনোদনভাইরাললাইফ স্টাইলরেসিপি

BSNL Recharge Plan: BSNL আনলো লম্বা ভ্যালিডিটির দারুন রিচার্জ প্ল্যান, পওয়া যাবে প্রতিদিন ২ জিবি ডেটা সাথে আনলিমিটেড কল

Published on:

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

BSNL Recharge Plan: বর্তমানে তিনটি বেসরকারি টেলিকম কোম্পানি অর্থাৎ জিও, এয়ারটেল, ভোডাফোন এবং একটি সরকারি টেলিকম কোম্পানি BSNL এর সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই চলছে। চলতি মাসের ৩ তারিখ থেকে বেসরকারি টেলিকম কোম্পানিগুলি নিজেদের রিচার্জ প্ল্যান এর দাম বাড়িয়ে দেওয়ার ফলে বেশ অনেকটাই ক্ষুব্ধ হয়ে আছেন আমজনতা।

তাইতো অনেকেই জিও এয়ারটেল এর মত সিম ছেড়ে BSNL এর সিম কিনছেন। বলা যায় বাধ্য হয়ে অনেকে ওই সিমগুলো ত্যাগ করেছেন। কারণ প্রতি মাসে এত টাকা রিচার্জ করা সাধারণ মানুষের পক্ষে সব সময় সম্ভব নয়। সম্প্রতি BSNL তাদের একটি দুর্দান্ত রিচার্জ প্ল্যান এনেছে যা এর আগে কোন টেলিকম কোম্পানি আনেনি বাজারে।

বিএসএনএল কেবলমাত্র সস্তায় পরিষেবা দিচ্ছে এমন নয়, এর পাশাপাশি দেশের বিভিন্ন জায়গায় তারা 4G পরিষেবা চালু করে দিয়েছে। দেশের বিভিন্ন জায়গার পাশাপাশি 4G পরিষেবা চালু হয়ে গিয়েছে, পশ্চিমবঙ্গের বেশ কিছু জায়গায়। ধীরে ধীরে তারা গোটা দেশে তাদের নেটওয়ার্ক পৌঁছে দেওয়ার কাজ শুরু করে দিয়েছে। এরই মধ্যে BSNL তাঁদের নতুন প্ল্যান নিয়ে এসেছে।

BSNL তাদের ৬৬৬ টাকার একটি রিচার্জ প্ল্যানে গ্রাহকদের আনলিমিটেড কলের পাশাপাশি প্রতিদিন ১০০ টি করে sms ও প্রতিদিন ২ জিবি করে ডেটা দিচ্ছে। এছাড়াও হাই স্পিড 2gb ডেটা শেষ হয়ে যাওয়ার পর আনলিমিটেড ইন্টারনেট করার সুযোগ রয়েছে এই রিচার্জ প্ল্যানটিতে। তবে সেই সময় গ্রাহকদের ইন্টারনেট স্পিড কমে হয়ে যাবে 40 kbps।

WhatsApp Group Join Now

৬৬৬ টাকার এই রিচার্জ প্ল্যানটি ব্যবহার করলে গ্রাহকরা ১০৫ দিনের ভ্যালিডিটি পাবেন। এই মূল্যে জিও, এয়ারটেল, ভোডাফোন এত সুবিধা দিতে পারবে না। আর তাদের মূল্য বৃদ্ধির জন্য গ্রাহক সংখ্যা দিন দিন কমছে। যেখানে জিও সবচেয়ে জনপ্রিয় টেলিকম কোম্পানি ছিল সেখানে দাঁড়িয়ে প্রতিদিনই জিও গ্রাহক কমছে। আর BSNL এ ইতিমধ্যেই কয়েক লক্ষ গ্রাহক সংখ্যা বেড়েই চলেছে।

আরও পড়ুন: Government Scheme: দেশবাসীর জন্য নতুন প্রকল্প মোদি সরকারের! এইবার নারী পুরুষ উভয়েই পাবেন ৫০০০ টাকা! জানুন বিস্তারিত

About Author
Ankana Chowdhury

নমস্কার আমার নাম অঙ্কনা চৌধুরী। আমি বিগত দু'বছর ধরে ডিজিটাল মিডিয়াতে কাজের সঙ্গে যুক্ত রয়েছি। এই দু বছরে আমি বিভিন্ন ধরনের বিষয়ের উপরে জেনারেল নিউজ লিখেছি। এবং বর্তমানে আমি অনেকটাই কাজ শিখে এই জেনারেল নিউজ লেখায় নিজেকে সাবলীল করে তুলেছি। এই কয়েক বছরে আমার অভিজ্ঞতা ভীষণই ভালো।