লেটেস্ট খবরবিনোদনভাইরাললাইফ স্টাইলরেসিপি

BSNL: ১০০ টাকার রিচার্জ পাবেন প্রতিদিন 1gb ডেটা, BSNL নিয়ে এলো চমৎকার রিচার্জ প্ল্যান

Published on:

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

BSNL: বর্তমানে বহুমূল্যের বাজারে প্রতিদিনই কোনো না কোনো জিনিসের দাম বাড়ছে। সেরকমই চলতি মাসে ভারতীয় টেলিকম কোম্পানি গুলোর রিচার্জ মূল্য বৃদ্ধি পেয়েছে। জিও, এয়ারটেল এর রিচার্জ মূল্য বাড়িয়ে দেওয়া হয়েছে। যার ফলে মধ্যবিত্তের পকেটে টান পড়েছে। এখন সকলের হাতেই রয়েছে স্মার্টফোন।

আর ফোন ছাড়া এখন এক মুহুর্ত চলাও সম্ভব নয়, কারণ বর্তমানে এই ফোন হল একমাত্র যোগাযোগের মাধ্যম। তাই ফোন থাকলে সেটা রিচার্জ করাটা বাধ্যতামূলক। সেই সুযোগকেই কাজ লাগিয়ে প্রতিবছর রিচার্জের দাম বাড়ানো হচ্ছে। তাই দাম বেড়ে যাওয়ার পরে অনেকেই সস্থার রিচার্জ প্ল্যান খুঁজছে। আর সেই সুযোগ দিচ্ছে BSNL।

BSNL একমাত্র ভারতীয় টেলিকম কোম্পানি যারা খুবই কম মূল্যে গ্রাহকদের পরিষেবা দিয়ে থাকে। BSNL এর ১০০ টাকার কমেও রিচার্জ প্ল্যান রয়েছে। এমনকি ২০০ টাকার নীচে BSNL-এর একটি রিচার্জ প্ল্যান রয়েছে। যেখানে দৈনিক 1 GB করে ডেটা পাওয়া যাবে। BSNL-এর ওই রিচার্জ প্ল্যানটির দাম রাখা হয়েছে ১০৮ টাকা। প্ল্যানটির বৈধতা ২৮ দিন। এর মাধ্যমে দৈনিক ১ GB করে ফ্রি ডেটা পাবেন। যদিও এই প্ল্যানটি FRC। অর্থাৎ প্রথম রিচার্জ। প্রথমবার পোর্ট করলে অথবা নতুন সিম কিনলে তবেই এই সুবিধা মিলবে।

আরও পড়ুন: Stryder Bikes ETB 100: সাধ্যের মধ্যে সাধ পূরণ করছে টাটা কোম্পানি, বাজারে এলো নতুন ইলেকট্রিক সাইকেল

বর্তমানে জিও, এয়ারটেল এর দাম বেড়ে যাওয়ার কারণে অনেকেই BSNL এর নতুন সিম কিনছেন অথবা নিজের পুরোনো সিম BSNL এ পোর্ট করিয়ে নিচ্ছেন। BSNL-এ পোর্ট করার জন্য প্রয়োজন ইউনিক পোর্টিং কোড। নিজের ফোন থেকে মেসেজ অপশনে গিয়ে PORT লিখে একটা স্পেস দিয়ে নিজের ফোন নম্বর লিখুন। তারপর সেই মেসেজ ১৯০০ নম্বরে পাঠালেই মিলবে UPC। এরপর স্থানীয় BSNL অফিস, স্টোর বা স্থানীয় কোনও মেবাইল স্টোরে গিয়ে UPC নম্বর দেখাতে হবে। এবং তার ভিত্তিতে মিলবে নতুন BSNL সিম।

WhatsApp Group Join Now

আরও পড়ুন: Jio New Plan: গ্রাহকদের ধরে রাখার জন্য এবারে তড়িঘড়ি কম দামের রিচার্জ প্ল্যান নিয়ে এলো জিও

About Author
Ankana Chowdhury

নমস্কার আমার নাম অঙ্কনা চৌধুরী। আমি বিগত দু'বছর ধরে ডিজিটাল মিডিয়াতে কাজের সঙ্গে যুক্ত রয়েছি। এই দু বছরে আমি বিভিন্ন ধরনের বিষয়ের উপরে জেনারেল নিউজ লিখেছি। এবং বর্তমানে আমি অনেকটাই কাজ শিখে এই জেনারেল নিউজ লেখায় নিজেকে সাবলীল করে তুলেছি। এই কয়েক বছরে আমার অভিজ্ঞতা ভীষণই ভালো।