লেটেস্ট খবরবিনোদনভাইরাললাইফ স্টাইলরেসিপি

ঝোঁকের মাথায় BSNL 5G Ready সিম কিনছেন পস্তাতে হবে পরে!

Published on:

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

BSNL 5G Ready: গত জুলাই মাস থেকে রিচার্জের দাম বৃদ্ধি করেছে জিও, এয়ারটেল ও ভি। ব্যাপক হারে রিচার্জের দাম বৃদ্ধি পাওয়ায় স্বাভাবিকভাবেই ক্ষিপ্ত সাধারণ মানুষ। এই অবস্থায় অনেকেই জিও বা এয়ারটেলের মতো বেসরকারি টেলিকম সংস্থা থেকে নম্বর পোর্ট করিয়ে চলে যাচ্ছেন বিএসএনএলে৷

অনেকেই আবার কিনে ফেলেছেন নতুন BSNL 5G Ready সিম। অন্যান্য টেলিকম সংস্থার থেকে অনেকটাই সস্তা বিএসএনএলের রিচার্জ প্যাক। সস্তায় পরিষেবা পাওয়ার আশায় অনেকেই তাই ভাবনাচিন্তা করছেন বিএসএনএল বেছে নেওয়ার। বিএসএনএলের অফিসে বা আউটলেটে বিক্রি হচ্ছে BSNL 5G Ready সিম।

হুজুকে অনেকেই এই সিম কিনেছেন চিন্তাভাবনা না করে৷আপনিও যদি বিএসএনএলে (BSNL) নিজের নম্বর পোর্ট করার বা নতুন বিএসএনএল সিম কেনার পরিকল্পনা করে থাকেন তাহলে দাঁড়িয়ে যান। নয়ত পস্তাতে পারেন পরে। এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি এখনো দেশের প্রতিটা জায়গায় BSNL 4G পরিষেবা শুরু করতে পারেনি।

সংস্থার থেকে পাওয়া খবর অনুযায়ী, পশ্চিমবঙ্গের বেশ কিছু স্থানে 4G পরিষেবা শুরু হলেও, সবজায়গায় 4G পরিষেবা শুরু হতে হতে লেগে যেতে পারে ২০২৫ সালের মার্চ মাস। একটি তথ্য অনুযায়ী, জুলাই মাসের প্রথম ১৫ দিনে BSNL প্রায় ১৫ লক্ষ গ্রাহক যুক্ত করতে পেরেছে নিজেদের সাথে।

যেখানে জিও ও এয়ারটেলের মতো সংস্থাগুলি দেশের অধিকাংশ জায়গায় 5G পরিষেবা শুরু করে দিয়েছে, সেখানে বিএসএনএল এখনো ঠিকমতো 4G পরিষেবাই শুরু করতে পারেনি। তাই সিমের উপর BSNL 5G Ready লেখা দেখে বিএসএনএল কানেকশন নিলে পস্তাতে হতে পারে। টেলিকম বিশেষজ্ঞরা তাই বলছেন, বিএসএনএলের সিম নেওয়ার আগে অবশ্যই সবদিক ভাবনাচিন্তা করে নেবেন।

আরও পড়ুন: Ankita Lokhande: মা হলেন সুশান্ত প্রাক্তনী অঙ্কিতা! আনন্দের মুহুর্ত ভাগ করে নিলেন অনুরাগীদের সঙ্গে

About Author