লেটেস্ট খবরবিনোদনভাইরাললাইফ স্টাইলরেসিপি

Janmashtami 2024: জন্মাষ্টমীর দিন বাড়িতে আনুন ভগবান শ্রীকৃষ্ণের এই ৭টি প্রিয় জিনিস! যেকোনো বিপদে পাশে থাকবেন শ্রীকৃষ্ণ

Published on:

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Janmashtami 2024: আর মাত্র একদিন পরেই জন্মাষ্টমী। দ্বাপর যুগে বিষ্ণুর অষ্টম অবতার রূপে এই পৃথিবীতে এসেছিলেন শ্রীকৃষ্ণ। শ্রীকৃষ্ণ এই বিশ্ব সংসারের ত্রাতা। তার জন্মদিনের দিনটি জন্মাষ্টমী (Janmashtami) হিসেবে পালিত হয় গোটা বিশ্ব জুড়ে। কৃষ্ণ ভক্তরা এই দিনটি যথাযথ মর্যাদায় পালন করে থাকেন। উত্তর ভারতের বিভিন্ন কৃষ্ণ ধামগুলিতে এই বিশেষ উৎসব পালিত হয়।

শুধুমাত্র বিভিন্ন নন্দমন্দিরে নয়, বাড়িতেও অনেকে পালন করেন এই জন্মাষ্টমী। প্রায় ঘরে ঘরে শ্রীকৃষ্ণ পূজোর আয়োজন করা হয়। উপবাস থেকে পালন করা হয় জন্মাষ্টমী। আপনার বাড়িতেও কি জন্মাষ্টমী পূজা হয়। তবে অবশ্যই নিয়ম মেনে পুজো করলে পাওয়া যাবে শ্রীকৃষ্ণের কৃপা। কিভাবে পালন করবেন এই জন্মাষ্টমী। বাড়িতে এই বিশেষ দিনে নিয়ে আসতে পারেন কিছু শুভ জিনিস তাতে কোনদিন আটকাবে না সমৃদ্ধি।

এই জন্মাষ্টমীর দিন বাড়িতে নিয়ে আসতে পারেন রাধারমনের মূর্তি। ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধারানী দুজনে হরিহর আত্মার তাদের দুজনের প্রেমের বন্ধন প্রতীক হিসেবে ব্যবহার করা হয় এই মূর্তি। এই মুহূর্তে যদি বাড়িতে রাখা যায় তবে সংসারে দাম্পত্য কলহ কখনোই হয় না। সকলের মধ্যে প্রেম ভালোবাসা বজায় থাকে। আবার বাড়িতে নিয়ে আসতে পারেন বাঁশি। সকলেই জানেন বাঁশুরি হলো শ্রীকৃষ্ণের অস্ত্র।

এই বাঁশি বাড়িতে আনলে সমস্ত দুঃখ এবং দারিদ্র দূর হয়ে যায় সমৃদ্ধি আসে। ভগবান শ্রীকৃষ্ণের ময়ূর পালক নিয়ে আসতে পারেন বাড়িতে। আসলে শ্রীকৃষ্ণের শিখি পাখার সঙ্গে যুক্ত থাকে এই ময়ূর পালক। এটি এনে বাড়ির সদর দরজায় লাগাতে পারেন এতে বাস্তু দোষ থেকে মুক্তি পাওয়া যায়। গরু এবং বাছুর শ্রীকৃষ্ণের প্রিয় সখা।

WhatsApp Group Join Now
শ্রীকৃষ্ণের প্রিয় দ্রব্য:

দুগ্ধজাত নানান রকম দ্রব্য শ্রীকৃষ্ণের ভারী প্রিয়। তাই গরু বাছুরের মূর্তি নিয়ে আসতে পারেন বাড়িতে। আবার অনেকে বাড়িতে গরু কিংবা বাছুর কিনে এনে তার সেবা করতে পারেন এতে দ্বিগুণ ফল পাওয়া যায়।। শ্রীকৃষ্ণের মুখনিঃসৃত বাণী লিখিত রয়েছে শ্রীমদ্ভাগবত গীতাতে। তাই অবশ্যই গীতা নিয়ে আসতে পারেন বাড়িতে এতে শুধুই যে বাস্তুদোষ কেটে যাবে এমনটা নয় বরং ইতিবাচক পরিবর্তন আসবে। নিয়মিত গীতা পাঠ করলে আধ্যাত্মিক ভাব জাগে। জন্মাষ্টমীর সময় অবশ্যই বাড়িতে নিয়ে আসতে পারেন বৈজয়ন্তিমালা। এই মালা অর্পণ করতে পারেন শ্রীকৃষ্ণের কাছে।

এই মালার মধ্যেই বসবাস করেন দেবী লক্ষী। তাই এই মালা বাড়িতে রাখলে লক্ষী এবং বিষ্ণু দুজনেই সুপ্রসন্ন হন। কৃষ্ণ জন্মাষ্টমী দিনে বাড়িতে নিয়ে আসতে পারেন শঙ্খ। তবে যেমন তেমন শঙ্খ আনলে হবে না আনতে হবে দক্ষিণাবর্তী শঙ্খ। তাতে জল এবং দুধ ঢেলে অভিষেক করুন। এটি ঠাকুর ঘরের একেবারে দক্ষিণ কোনায় রাখতে পারেন। মনে রাখবেন এই তথ্যগুলি সবটাই শাস্ত্র নির্ভর। এগুলি বিশ্বাস করাতে বাধ্য করে না আমাদের সংবাদ মাধ্যম।

আরও পড়ুন: Gold Price Today: জন্মাষ্টমীর আগে দুর্দান্ত সুযোগ! আজ কলকাতায় সোনার দাম কত? জানলেই কিনতে ছুটবেন

About Author
Adhrit Roy

বিগত প্রায় চার বছর ধরে ডিজিটাল মিডিয়ায় কাজের সঙ্গে যুক্ত। যেকোনো ধরণের জেনারেল নিউজ লেখায় পারদর্শী।