জুই নাগ, কলকাতা: ভ্রমণ মানেই নতুন জায়গা, নতুন অভিজ্ঞতা আর প্রিয়জনদের সঙ্গে কাটানো অমূল্য সময়। আমরা অনেকেই যখন পরিবার নিয়ে ছুটি কাটাতে যাই, তখন সেই মুহূর্তগুলো হয়ে ওঠে আমাদের জীবনের সবচেয়ে প্রিয় স্মৃতি। হোক তা পাহাড়ের কোলে কিংবা নদীর ধারে, একটা ট্রিপ সারাদিনের ক্লান্তি ভুলিয়ে দেয়। বিশেষ করে সন্তান ও সঙ্গীর সঙ্গে কাটানো এই মুহূর্তগুলো দীর্ঘদিন মনে থেকে যায়।
দেশে ফিরে সন্তানকে নিয়ে কাশ্মীর ভ্রমণ (Kashmir Tour with Family)
বিদেশে কর্মরত সন্তান যখন দেশে ফেরে, তখন পুরো পরিবারে যেন উৎসবের আমেজ। এমনই এক পরিস্থিতিতে কলকাতার বাসিন্দা এক দম্পতি ও তাঁদের ছোট সন্তান পাড়ি দিয়েছিলেন কাশ্মীরের (Pahalgam) অপরূপ সৌন্দর্য উপভোগ করতে। অনেক দিন পর পরিবারের সঙ্গে ছুটি কাটানো, বড়দের আশীর্বাদ নেওয়া, সন্তানকে বরফে খেলার সুযোগ করে দেওয়া—সব মিলিয়ে এক নিখুঁত পরিকল্পনা ছিল তাঁদের। কিন্তু এই পরিকল্পনা, এক ভয়ঙ্কর বাস্তবতায় গিয়ে শেষ হল।
কাশ্মীরের পর্যটন স্থানে জঙ্গি হামলা (Terrorist Attack in Kashmir Tourist Spot)
কাশ্মীরের পহেলগাম (Pahalgam) এলাকায় বৈসারণ উপত্যকায় (Baisaran Valley) ঘুরতে গিয়েছিলেন কলকাতার বিতান অধিকারী। স্ত্রী ও ছেলেকে সঙ্গে নিয়ে নিরিবিলি পরিবেশে কাটাচ্ছিলেন সময়। এমন সময়েই সেনাবাহিনীর পোশাকে ছদ্মবেশী কিছু জঙ্গি সেখানে আকস্মিকভাবে গুলি চালাতে শুরু করে। আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। পর্যটকদের মধ্যে হুড়োহুড়ি শুরু হয়ে যায়, আতঙ্কের পরিবেশে কেউই বুঝে উঠতে পারছিলেন না কী হচ্ছে।
গুলিতে গুরুতর জখম বিতান, মৃত্যুর মুখে হার মানলেন (Fatal Shooting in Pahalgam)
সেই ভয়ঙ্কর মুহূর্তে জঙ্গিদের গুলিতে গুরুতর জখম হন বিতান। দ্রুত তাঁকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষরক্ষা হয়নি। চিকিৎসকদের সমস্ত চেষ্টা ব্যর্থ করে মঙ্গলবার (২৩ এপ্রিল) তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। জানা গেছে, বিতান ফ্লোরিডায় কর্মরত ছিলেন এবং মাত্র কয়েকদিনের জন্য দেশে ফিরেছিলেন পরিবারের সঙ্গে সময় কাটাতে। তাঁরা পহেলগাম পৌঁছানোর একদিনের মধ্যেই ঘটে গেল এই মর্মান্তিক ঘটনা।
শোকস্তব্ধ পরিবার, রাজ্যের তরফে সহানুভূতি ও সাহায্যের আশ্বাস (West Bengal Govt Support After Pahalgam Attack)
বিতানের মৃত্যুতে তাঁর পরিবার, বিশেষ করে স্ত্রী ও ছোট সন্তান গভীর শোকের মধ্যে রয়েছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফোনে সান্ত্বনা জানিয়েছেন এবং তাঁর দেহ দ্রুত ফিরিয়ে আনার আশ্বাস দিয়েছেন। রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস বিতানের বৈষ্ণবঘাটা রোডের বাড়িতে গিয়ে পরিবারের সঙ্গে দেখা করেন। এখনও পর্যন্ত এই হামলায় ২৭ জনের মৃত্যুর খবর মিলেছে। কেন্দ্রীয় সরকার ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই জঙ্গি হানার তীব্র নিন্দা করেছেন।
অবশ্যই দেখবেন: Indian Army: ২৪ ঘণ্টার মধ্যে জবাব! পহেলগাঁও হামলার পর কাশ্মীরে ২ জঙ্গিকে গুলি করে মারল ভারতীয় সেনা
📅 বিষয় | 🔗 লিংক/বিবরণ |
---|---|
🌤 আবহাওয়া আপডেট | ✅ প্রতিদিনের আবহাওয়ার খবর জানতে আমাদের ফলো করুন |
🔮 রাশিফল | ✅ দৈনিক রাশিফল ও জ্যোতিষশাস্ত্রভিত্তিক পরামর্শ |
💬 হোয়াটসঅ্যাপ | 👉 WhatsApp গ্রুপে যোগ দিন |
📢 টেলিগ্রাম | 👉 Telegram চ্যানেল সাবস্ক্রাইব করুন |
📰 অন্যান্য আপডেট | ✅ View More |