লেটেস্ট খবরবিনোদনভাইরাললাইফ স্টাইলরেসিপি

চলুন জেনে নেওয়া যাক চলতি বছরে মা বিপত্তারিণীর পুজোর দিনক্ষণ কবে পড়েছে

Published on:

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Bipattarini Vrat Date & Time 2024: বাঙালির ১২ মাসে ১৩ পার্বণের মধ্যে বিপত্তারিণী দেবীর পুজো অন্যতম একটি পার্বণ। এই বিপত্তারিণী পুজোতে ১৩ সংখ্যাটি অত্যন্ত মাহাত্ম্যপূর্ণ এবং গুরুত্বপূর্ণ৷ বাড়ির মেয়েরা মূলত এই ব্রত পালন করেন৷ ব্রত ও পুজোর পর পরিবারের সদস্যদের হাতে লাল সুতোয় ১৩টি দূর্বা-সহ ১৩ টি গিঁট দিয়ে বেঁধে দেওয়া হয়৷ প্রসাদ বিতরণ করা হয়। চলুন তাহলে জেনে নেওয়া যাক এই বছরে কোন সময় এই বিপত্তারিণী পূজো পড়েছে।

চলছে আষাঢ় মাস। বাংলায় এই মাসে পালিত হয় বড় পার্বণ বিপদতারিণী বা বিপত্তারিণী ব্রত। আষাঢ়মাসের সোজা রথ থেকে উল্টোরথের মধ্যে মঙ্গলবার ও শনিবারে এই ব্রত ও পুজো পালন করা হয়ে থাকে সাধারণত তৃতীয়া থেকে নবমী তিথির মধ্যে৷

চলতি বছর বিপত্তারিণী পুজোর প্রথম তারিখ ও দিন হল ৯ জুলাই, মঙ্গলবার৷ বাংলা ক্যালেন্ডারে দিনটি হল ১৪৩১ সনের ২৪ আষাঢ়। এই দিনে বাঙালির ঘরে ঘরে পালিত হবে এই পূজো। এরপর আবার ১৩ জুলাই, শনিবার বাংলা ক্যালেন্ডারে দিনটি হল ১৪৩১ সনের ২৮ আষাঢ় এই পুজোর দিনক্ষণ পড়েছে।

বাঙালি মা ঠাকুমাদের বিশেষ বিপত্তারিণী পুজো করলে বাড়ির সমস্ত বিপদ দূর হয়ে যায়। মা বিপত্তারিণী সকলের মাথা থেকে বিপদের কালো ছায়া কাটিয়ে দেয়। বিপত্তারিণী ব্রত পালনের পর দিন বুধবার পালিত হবে উল্টোরথ যাত্রা৷

WhatsApp Group Join Now

আরও পড়ুন: Kanchan-Sreemoye: জীবনের সুখে দুঃখে পাশে থেকেছেন কাঞ্চনের! শ্রীময়ীর জন্মদিনে একরাশ ভালোবাসার শুভেচ্ছা কাঞ্চনের

About Author
Ankana Chowdhury

নমস্কার আমার নাম অঙ্কনা চৌধুরী। আমি বিগত দু'বছর ধরে ডিজিটাল মিডিয়াতে কাজের সঙ্গে যুক্ত রয়েছি। এই দু বছরে আমি বিভিন্ন ধরনের বিষয়ের উপরে জেনারেল নিউজ লিখেছি। এবং বর্তমানে আমি অনেকটাই কাজ শিখে এই জেনারেল নিউজ লেখায় নিজেকে সাবলীল করে তুলেছি। এই কয়েক বছরে আমার অভিজ্ঞতা ভীষণই ভালো।