Post Office RD Scheme : বাড়ির খরচ, EMI, স্কুল-কলেজের ফি কিংবা দৈনন্দিন ছোট বড় দরকারে মাস শেষ হতে না হতেই বহু মানুষের হাতে টান পড়ে। সঞ্চয় (Saving) করা যেন এক বড় চ্যালেঞ্জ। বিশেষ করে যারা মধ্যবিত্ত কিংবা স্বল্প আয়ের (Low Income) মানুষ, তাদের কাছে প্রতিমাসের সামান্য টাকা জমানোই অনেক বড় ব্যাপার। অথচ ভবিষ্যতের জন্য কিছু টাকা জমিয়ে রাখা কতটা জরুরি তা আজ সবাই জানে।
কম ইনকামে Future Secure করতে চান? পোস্ট অফিসের (Post Office RD Scheme)এই প্ল্যান হতে পারে আপনার জন্য Best Option
বেশিরভাগ মানুষই সেভিংসের (Savings Option) জন্য এমন কোনও স্কিম খুঁজে থাকেন, যেখানে টাকা সুরক্ষিত থাকবে, আবার নিশ্চিন্তে মোটা রিটার্ন (High Return) পাওয়া যাবে। রিস্ক (Risk Free Investment) নেওয়ার সাহস অনেকের নেই। ঠিক এই সমস্ত মানুষের কথা ভেবেই ভারত সরকার (Government of India) চালু করেছে পোস্ট অফিসের ৫ বছরের রেকারিং ডিপোজিট স্কিম (Post Office RD Scheme)। এখানে খুব কম টাকা জমিয়েই ভবিষ্যতে মিলবে অনেক বড় অঙ্কের টাকা।
কী এই Post Office RD Scheme? কত টাকা জমিয়ে কত রিটার্ন পাওয়া যায়?
এই স্কিমে (Recurring Deposit Account) আপনি চাইলে মাসে মাত্র ১০ হাজার টাকা (Monthly Deposit) জমাতে পারেন। ৫ বছরের মধ্যে মোট জমা হবে ৬ লক্ষ টাকা (Total Deposit)। বর্তমানে এই স্কিমে বার্ষিক সুদের হার (Interest Rate) ৬.৭%। সুদ যোগ হয় প্রতি ৩ মাস অন্তর (Quarterly Compounding)। ফলে ৫ বছর পর আপনি পাবেন ১,১৩,৬৫৯ টাকা সুদ (Interest)। অর্থাৎ ম্যাচুরিটি অ্যামাউন্ট (Maturity Amount) দাঁড়াবে ৭,১৩,৬৫৯ টাকা।

Post Office RD Account-এর সুবিধা, নিয়ম এবং Loan Option
এই স্কিমে (Post Office Saving Scheme) অ্যাকাউন্ট (RD Account Opening) খুলতে পারবেন একক ব্যক্তি (Individual), যৌথ হিসাব (Joint Account) বা ১০ বছরের বেশি বয়সী শিশুর (Minor Account) নামে। মাসে ন্যূনতম ১০০ টাকা থেকে ইচ্ছেমতো জমা করা যায়। নির্দিষ্ট সময়ে কিস্তি (Installment) না জমা করলে জরিমানা (Penalty) রয়েছে। ১২টি কিস্তি জমার পর মোট জমার ৫০% পর্যন্ত লোন (Loan Facility) নেওয়া যায়। সুদের হার RD সুদের থেকে মাত্র ২% বেশি।
৫ বছরে ৭ লক্ষ টাকা পাওয়ার গোপন রহস্য এখানেই! Saving Habit থাকলে Future হবে নিশ্চিন্ত
এই পোস্ট অফিসের RD স্কিম (Post Office Recurring Deposit Scheme) একদমই ঝুঁকিমুক্ত (Risk Free Saving)। চাইলে ৬ বা ১২ মাসের অগ্রিম কিস্তি (Advance Deposit) জমিয়ে ডিসকাউন্ট (Discount) পেতেও পারেন। ৬ মাসের অগ্রিম কিস্তিতে ১০ টাকা ছাড় আর ১২ মাসে ৪০ টাকা ছাড় পাওয়া যায়। সবচেয়ে বড় কথা, এখানে বিনিয়োগে (Investment) কোনও ঝুঁকি নেই, কারণ এটি Government Guaranteed Scheme। তাই নিয়মিত সামান্য সঞ্চয় করেও ভবিষ্যতে মোটা টাকা পেতে চান? তাহলে পোস্ট অফিসের এই স্কিম হতে পারে আপনার সেরা ভরসা।
More Like This: Post Office Schemes: প্রতিমাসে নিশ্চিত ৫৫০০ টাকা আয়! পোস্ট অফিসের MIS স্কিম সম্পর্কে জানুন
📅 বিষয় | 🔗 লিংক/বিবরণ |
---|---|
🌤 আবহাওয়া আপডেট | ✅ প্রতিদিনের আবহাওয়ার খবর জানতে আমাদের ফলো করুন |
🔮 রাশিফল | ✅ দৈনিক রাশিফল ও জ্যোতিষশাস্ত্রভিত্তিক পরামর্শ |
💬 হোয়াটসঅ্যাপ | 👉 WhatsApp গ্রুপে যোগ দিন |
📢 টেলিগ্রাম | 👉 Telegram চ্যানেল সাবস্ক্রাইব করুন |
📰 অন্যান্য আপডেট | ✅ View More |