আজকের দিনে কেউই শুধু ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা রেখে নিশ্চিন্ত থাকতে পারছেন না। বাজারে একের পর এক প্রতারণা, স্টক মার্কেটের ওঠানামা কিংবা ক্রিপ্টোকারেন্সির ধোঁয়াশা অনেককেই চিন্তায় ফেলছে। আপনি যদি সেই তালিকায় পড়েন, যাঁরা ঝুঁকি না নিয়ে স্থিতিশীল এবং গ্যারান্টিড রিটার্ন চান, তাহলে এই প্রতিবেদন আপনার জন্য। কারণ সঠিক জায়গায় টাকা রাখলে সামান্য বিনিয়োগ থেকেই মিলতে পারে চমকপ্রদ রিটার্ন।
Fixed Deposit মানেই কি শুধুই Bank? পোস্ট অফিস FD কি জানেন? (What is Post Office Fixed Deposit)
অনেকেই মনে করেন ফিক্সড ডিপোজিট (Fixed Deposit) মানেই ব্যাংকে টাকা রাখা। কিন্তু বাস্তবে পোস্ট অফিসের ফিক্সড ডিপোজিট (Post Office FD Scheme) এখন হয়ে উঠেছে সাধারণ মানুষের জন্য আরও নির্ভরযোগ্য একটি অপশন। ভারত সরকারের প্রত্যক্ষ নিয়ন্ত্রণে চলে এই স্কিম, ফলে নিরাপত্তা নিয়ে কোনও প্রশ্ন নেই। বিশেষ করে ১২ মাসের টাইম ডিপোজিট (Post Office Time Deposit for 12 Months) বর্তমানে এমন এক অফার দিচ্ছে, যা সত্যিই চোখ ধাঁধিয়ে দেবে।
১২ মাসে কত সুদ দিচ্ছে পোস্ট অফিস? জেনে নিন হিসেব কষে (Post Office Interest Rate on FD)
বর্তমানে পোস্ট অফিস ১ বছরের টাইম ডিপোজিটে সুদ দিচ্ছে ৬.৯% (6.9% Interest Rate)। এর মানে, যদি কেউ ২ লক্ষ টাকা এই স্কিমে ১২ মাসের জন্য বিনিয়োগ করেন, তাহলে এক বছরের শেষে সেই বিনিয়োগের ম্যাচুরিটি অ্যামাউন্ট দাঁড়াবে প্রায় ২,১৪,১৬১ টাকা। অর্থাৎ সুদ হিসেবে পাবেন ১৪,১৬১ টাকা! তবে বিষয়টা এখানেই শেষ নয়—যত বেশি সময়ের জন্য আপনি এই স্কিমে টাকা রাখবেন, তত বেশি হারে মিলবে সুদ। ৫ বছরের TD-তে (Time Deposit) সুদের হার পৌঁছে যায় ৭.৫% পর্যন্ত।
Tax ছাড় থেকে সুরক্ষা—Post Office FD কেন সেরা? (Benefits of Post Office FD Scheme)
পোস্ট অফিসের FD শুধু নিরাপদ নয়, ট্যাক্স ছাড়ের সুযোগও দেয়। যদি কেউ ৫ বছরের জন্য টাইম ডিপোজিট করেন, তাহলে আয়কর আইনের সেকশন ৮০সি (Section 80C) অনুযায়ী কর ছাড়ও পাওয়া যাবে। তার সঙ্গে রয়েছে গ্যারান্টিড রিটার্ন এবং ঝুঁকিমুক্ত বিনিয়োগের নিশ্চয়তা। যাঁরা পেনশন approaching করছেন বা ভবিষ্যতের জন্য নিশ্চিত আয় চান, তাঁদের জন্য এটি আদর্শ।
সঞ্চয়ের প্ল্যান করছেন? তাহলে আজই পৌঁছে যান নিকটবর্তী পোস্ট অফিসে (Post Office Investment Plan for Future Security)
অর্থনৈতিকভাবে ভবিষ্যৎকে সুরক্ষিত করতে চাইলে এখনই সঠিক সিদ্ধান্ত নেওয়ার সময়। পোস্ট অফিসের এই স্কিম আপনার টাকার নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সঠিক সময়ে সঠিক পরিমাণ রিটার্নও দেবে। তাই ২ লক্ষ টাকা হাতে থাকলে, আজই নিকটবর্তী কোনও পোস্ট অফিসে গিয়ে খুলে ফেলুন একটি টাইম ডিপোজিট (Time Deposit Account)। আর নিশ্চিন্তে গড়ে তুলুন একটি সুরক্ষিত আর্থিক ভবিষ্যৎ।
Read More: Post Office Schemes: প্রতিমাসে নিশ্চিত ৫৫০০ টাকা আয়! পোস্ট অফিসের MIS স্কিম সম্পর্কে জানুন
📅 বিষয় | 🔗 লিংক/বিবরণ |
---|---|
🌤 আবহাওয়া আপডেট | ✅ প্রতিদিনের আবহাওয়ার খবর জানতে আমাদের ফলো করুন |
🔮 রাশিফল | ✅ দৈনিক রাশিফল ও জ্যোতিষশাস্ত্রভিত্তিক পরামর্শ |
💬 হোয়াটসঅ্যাপ | 👉 WhatsApp গ্রুপে যোগ দিন |
📢 টেলিগ্রাম | 👉 Telegram চ্যানেল সাবস্ক্রাইব করুন |
📰 অন্যান্য আপডেট | ✅ View More |