লেটেস্ট খবরবিনোদনভাইরাললাইফ স্টাইলরেসিপি

New Bengali Serial: শুরু হচ্ছে একগুচ্ছ নতুন ধারাবাহিক, যার কারণে বন্ধের মুখে এই ধারাবাহিকগুলি

Updated on:

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

New Bengali Serial: বর্তমানে যেকোনো ধারাবাহিকের টিকে থাকা নির্ভর করে TRP রেটিং এর উপরে। যেই ধারাবাহিকের TRP রেটিং যত ভালো সেই ধারাবাহিক টেলিভিশনের পর্দায় তত সময় পর্যন্ত চলবে। আর কোনো ধারাবাহিকের TRP রেটিং যদি কম হয়ে যায় তাহলে কয়েক মাস যেতে যেতে না যেতেই বন্ধ করে দেওয়া হয় ওই ধারাবাহিকগুলি চ্যানেলের পক্ষ থেকে। যেমন খুব শীঘ্রই বাংলা ধারাবাহিক জগতে আসছে এক গুচ্ছ নতুন ধারাবাহিক। স্টার জলসার পর্দায় একের পর এক নতুন ধারাবাহিকের (Bengali Serial) প্রমো ভিডিও দেখা যাচ্ছে। কিছুদিন আগেই উড়ান নামক একটি নতুন ধারাবাহিকের প্রমো ভিডিও আমরা দেখতে পেয়েছি। এবারে আসছে আরও একটি নতুন ধারাবাহিক। ধারাবাহিকটির নাম ‘শুভ বিবাহ’।

এই ধারাবাহিকের (Bengali Serial) হাত ধরে আবারো দীর্ঘদিন পর টেলিভিশনের পর্দায় ফিরছেন অভিনেত্রী সোনামণি সাহা এবং অভিনেত্রীর বিপরীতে এই ধারাবাহিকে দেখা যাবে অভিনেতা হানি বাফনা কে। যদিও ধারাবাহিকের নতুন প্রোমো ভিডিও এখনো সামনে আসেনি। তবে শোনা যাচ্ছে ধারাবাহিকটি একদম ভিন্ন রকম গল্প নিয়ে শুরু হতে চলেছে। কবে থেকে শুরু হচ্ছে, এই ধারাবাহিক তা কিছুই জানা যায়নি এখন।

সোনামনির ভক্তরা তো অধীর আগ্রহে অপেক্ষা করেছিল এই দিনটার জন্যই। সোনামনির ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন কবে এই ধারাবাহিক শুরু হবে তার জন্য। তবে নতুন ধারাবাহিক শুরু হওয়া মানেই পুরনো ধারাবাহিকের বিদায়। তাই এই নতুন ধারাবাহিক শুরু হওয়ায় কোন পুরনো ধারাবাহিকের উপর কোপ পড়ছে সেটাই ভাবাচ্ছে দর্শকদের।

আরও পড়ুন: LPG Gas Connection: আগামী ১লা জুন থেকে বন্ধ হবে এলপিজি গ্যাস সিলিন্ডারের ভর্তুকি, জেনে নিন সরকারের নতুন নিয়ম

শোনা যাচ্ছে সোনামনি এবং হানির নতুন ধারাবাহিক শুভ বিবাহের কারণে বন্ধ হয়ে যাচ্ছে স্টার জলসার বহু পুরনো ধারাবাহিক ‘হরগৌরী পাইলস হোটেল’ বেশ অনেক দিন ধরেই এই ধারাবাহিক চলছে স্টার জলসার পর্দায়। তবে বর্তমানে টিআরপি রেটিং এর তালিকায় অনেকটা পিছিয়ে গেছে এই ধারাবাহিক। তাই এই ধারাবাহিক আর খুব বেশি দিন দেখা যাবে না টেলিভিশনের পর্দাতে। ধারাবাহিকের মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন অভিনেত্রী সুভস্মিতা মুখোপাধ্যায় এবং অভিনেতা রাহুল মজুমদার।

WhatsApp Group Join Now

আরও পড়ুন: Rachna Banerjee: ‘হুগলি জেলার দিদিদের যেন আগে ডাকা হয়’… ফের ট্রোলের স্বীকার রচনা ব্যানার্জী

About Author
Ankana Chowdhury

নমস্কার আমার নাম অঙ্কনা চৌধুরী। আমি বিগত দু'বছর ধরে ডিজিটাল মিডিয়াতে কাজের সঙ্গে যুক্ত রয়েছি। এই দু বছরে আমি বিভিন্ন ধরনের বিষয়ের উপরে জেনারেল নিউজ লিখেছি। এবং বর্তমানে আমি অনেকটাই কাজ শিখে এই জেনারেল নিউজ লেখায় নিজেকে সাবলীল করে তুলেছি। এই কয়েক বছরে আমার অভিজ্ঞতা ভীষণই ভালো।