Ekchokho.com 🇮🇳

Bengal Weather Update : আকাশ ঢেকেছে কালো মেঘে! দু’ঘণ্টায় ধেয়ে আসছে তাণ্ডব, শিলাবৃষ্টিতে কাঁপবে তিন জেলা, ছাতা ছাড়া বাড়ি থেকে বেরোলেই বিপদ!

Bengal Weather Update : সকাল থেকেই আকাশের মুখ ভার। সূর্যের দেখা নেই, হালকা ঠান্ডা হাওয়ার ছোঁয়া যেন জানিয়ে দিচ্ছে—এমন কিছু আসতে চলেছে, যার জন্য আগে থেকেই প্রস্তুতি নেওয়া দরকার। যাঁরা সকাল সকাল ছাতা ছাড়াই বেরিয়ে পড়েছেন, তাঁদের মধ্যে অনেকেই অস্বস্তিতে পড়েছেন রাস্তায়। অফিসযাত্রী থেকে দোকানদার, প্রত্যেকেই তাকিয়ে আছেন আকাশের দিকে—কখন ...

Updated on:

Bengal Weather Update : আকাশ ঢেকেছে কালো মেঘে! দু’ঘণ্টায় ধেয়ে আসছে তাণ্ডব, শিলাবৃষ্টিতে কাঁপবে তিন জেলা, ছাতা ছাড়া বাড়ি থেকে বেরোলেই বিপদ!

Bengal Weather Update : সকাল থেকেই আকাশের মুখ ভার। সূর্যের দেখা নেই, হালকা ঠান্ডা হাওয়ার ছোঁয়া যেন জানিয়ে দিচ্ছে—এমন কিছু আসতে চলেছে, যার জন্য আগে থেকেই প্রস্তুতি নেওয়া দরকার। যাঁরা সকাল সকাল ছাতা ছাড়াই বেরিয়ে পড়েছেন, তাঁদের মধ্যে অনেকেই অস্বস্তিতে পড়েছেন রাস্তায়। অফিসযাত্রী থেকে দোকানদার, প্রত্যেকেই তাকিয়ে আছেন আকাশের দিকে—কখন শুরু হবে ঝমঝমে বৃষ্টি!

South Bengal Weather Update : দক্ষিণবঙ্গের শহর জুড়ে আতঙ্ক, শিলাবৃষ্টির পূর্বাভাসে সাধারণের উদ্বেগ (Rainstorm in South Bengal, Hailstorm alert)

South Bengal ত্র কলকাতা থেকে হাওড়া, নদিয়া থেকে মুর্শিদাবাদ—সর্বত্রই একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, ‘আজ ঝড় হবে?’ কি বলছে South Bengal Weather Update, শিলাবৃষ্টির সম্ভাবনার খবর ছড়াতেই পাড়ায় পাড়ায় আলোচনার ঝড়। বিশেষ করে যাঁরা বাইকে বা স্কুটিতে চলাফেরা করেন, তাঁদের মধ্যে দুশ্চিন্তা তুঙ্গে। পাশাপাশি, খোলা বাজার ও মেলা ঘুরতে বেরনোর পরিকল্পনাও বাতিল করছেন অনেকেই।

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Latest Weather Update: Weather Update : আবার তাণ্ডব আবহাওয়ার! আজ থেকেই ঝড়-বৃষ্টিতে কাঁপবে বাংলা, দক্ষিণবঙ্গের ৭ জেলায় হলুদ সতর্কতা

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস: ঘন্টা দুয়েকের মধ্যেই ধেয়ে আসছে তুমুল ঝড়! (Alipore Weather Forecast, Thunderstorm alert)

আলিপুর হাওয়া অফিসের Bengal Weather Update অনুযায়ী, আগামী দু-তিন ঘণ্টার মধ্যেই দক্ষিণবঙ্গের বহু জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি হতে পারে। হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি ৩০-৪০ কিলোমিটার গতির দমকা হাওয়া বইতে পারে বলে জানানো হয়েছে। উত্তরবঙ্গের কোচবিহার ও জলপাইগুড়ি জেলাতেও বৃষ্টির সম্ভাবনা থাকছে। তবে এখানেই শেষ নয়—মুর্শিদাবাদেও কালবৈশাখীর আশঙ্কা রয়েছে। এই জেলায় ৫০-৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া, শিলাবৃষ্টি ও বজ্রপাতের সতর্কতা জারি হয়েছে।

North India Weather Update কাশ্মীর থেকে দিল্লি—পশ্চিমি ঝঞ্ঝার জেরে বাড়ছে প্রভাব  (Western disturbance effect, Weather change in North India)

আবহাওয়াবিদরা জানিয়েছেন, কাশ্মীরে প্রবল পশ্চিমি ঝঞ্ঝার (Western disturbance) প্রভাব পড়তে শুরু করেছে। এর জেরে পাঞ্জাব, হরিয়ানা, দিল্লি এবং পশ্চিম উত্তরপ্রদেশে চলমান চরম গরম থেকে সাময়িক স্বস্তি মিলতে পারে। পাশাপাশি, জম্মু-কাশ্মীর, লাদাখ, হিমাচল প্রদেশ ও উত্তরাখণ্ডে ১৮ থেকে ১৯ এপ্রিলের মধ্যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই পশ্চিমি ঝঞ্ঝার প্রভাবে রাজধানী দিল্লির আবহাওয়াও বদলাতে পারে।

More Bengali News: ভারতকে জোড়া বুলেট ট্রেন উপহার জাপানের! কবে আসবে? জানুন বিস্তারিত

বৃষ্টি ও শিলাবৃষ্টির মূল আঘাত তিন জেলায়, ছাতা না নিলে বিপদ  (Hailstorm warning, Storm alert in three districts)

শেষপর্যন্ত জানা যাচ্ছে, কলকাতা, মুর্শিদাবাদ ও জলপাইগুড়ি জেলায় প্রবল ঝড়বৃষ্টি ও শিলাবৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। বিশেষ করে বিকেলের দিকে এই জেলাগুলিতে হঠাৎ আবহাওয়ার পরিবর্তন দেখা যেতে পারে। ৫০-৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া ও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। তাই আজ যারা বাইরে যাচ্ছেন, তাঁদের জন্য পরামর্শ—ছাতা, রেনকোট বা প্রয়োজনে জলরোধী পোশাক সঙ্গে রাখুন। কারণ পরিস্থিতি যেকোনও সময় বদলে যেতে পারে।