Ekchokho.com 🇮🇳

Basanti Puja 2025: শুরু হচ্ছে বাসন্তী পূজা! চলতি বছর দেবীর আগমন ও গমন কি বার্তা দিচ্ছে? জানুন বিস্তারিত

Published on:

Basanti Puja 2025
WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Basanti Puja 2025: হিন্দুশাস্ত্র অনুযায়ী বসন্তকালে চৈত্র শুক্লপক্ষে অনুষ্ঠিত হয় বাসন্তী পূজা (Basanti Puja) । ইতিমধ্যে এই পূজার পঞ্চমী তিথি শুরু হয়েছে। মায়ের পূজায় মেতে উঠেছেন সকলে। সেজে উঠেছে চারদিক। তবে এর মাঝে মায়ের আগমন ও গমন কিসের ইঙ্গিত দিচ্ছে সেই নিয়ে মানুষের কৌতূহলের অন্ত নেই। জ্যোতিষশাস্ত্র মতে দেবীর বাহন আগে থেকে জানান দেন যে দেবী কিসে আগমন ও গমন করবেন।

চলতি বছর বাসন্তীপুজোয় (Basanti Puja 2025)দেবীর আগমন ও গমন:-

চলতি বছরে বাসন্তীপুজো শুরু হচ্ছে ২০২৫ সালের ৩ এপ্রিল থেকে। মূলত, সপ্তমী থেকে দশমী পর্যন্ত মায়ের পূজা করা হয়। দেশের নানান জায়গায় যখন চৈত্র মাসে দেশের নানান স্থানে নবরাত্রি উদযাপনে যখন সবাই মেতে থাকেন, তখন চৈত্রের শুক্লপক্ষে দেবী বাসন্তীর আরাধনায় মেতে ওঠেন সকলে। শাস্ত্রমতে বলা হচ্ছে, চলতি বছর দেবীর আগমন হবে গজে এবং দেবীর গমনও হবে গজে।

চলতি বছর বাসন্তী পূজায় (Basanti Puja) দেবীর আগমন ও গমন কিসের ইঙ্গিত দিচ্ছে?

চলতি বছর বাসন্তীপুজো ও চৈত্র নবরাত্রিতে গজে দেবীর আগমন ও গমন হতে চলেছে। উল্লেখ্য, জ্যোতিষশাস্ত্র মতে বলা হয়, দেবীর বাহন যদি গজ বা হাতি হয়, তবে তার ফলাফল হয় শস্য শ্যামলা, বসুন্ধরা। মনে করা হয় এতে বিশ্বে অর্থ, সমৃদ্ধি বৃদ্ধি পায়। তবে এক্ষেত্রে দেবীর আগমন সপ্তাহের কোন বারে হচ্ছে, তার ওপর দেবীর বাহন নির্ভর করে। এই বছর চৈত্র নবরাত্রি শুরু হয়েছে রবিবার। হিন্দুশাস্ত্র অনুসারে মনে করা হয়, দেবীর আগামন রবিবার বা সোমবার হলে দেবীর বাহন হবে গজ। শনি বা মঙ্গলবার হলে দেবীর বাহন ঘোড়া, বৃহস্পতি বা শুক্রবারে হলে দোলা, বুধবারে নৌকা।

আরও পড়ুন: RBI New Rules: ৫ লক্ষ টাকার বেশি ব্যাংকে জমা রাখলে বিপদ! জানুন RBI-র নতুন নিয়ম

বাংলায় দেবী দুর্গার আগমন ঘিরে শাস্ত্রমতে বলা হয় সপ্তমী, রবি বা সোমবার হলে দেবীর বাহন হবে গজ বা হাতি। সপ্তমী, শনি বা মঙ্গলবার হলে দেবীর বাহন ঘোটক বা ঘোড়া। সপ্তমী, বৃহস্পতি বা শুক্রবার হলে দেবীর বাহন হবে দোলা বা পালকি। সপ্তমী, বুধবার হলে দেবীর বাহন নৌকা। একই ভাবে, দশমী রবি বা সোমবার হলে দেবীর প্রস্থান বাহনও হবে গজ। দশমী শনি বা মঙ্গলবার হলে দেবী গমন করবেন ঘোড়ায় চড়ে।দশমী বৃহস্পতি বা শুক্রবার হলে দেবী বিদায় নেবেন দোলা বা পালকিতে। আর দশমী বুধবার হলে দেবীর গমন হবে নৌকায়।

Disclaimer : সম্পূর্ণ প্রতিবেদনটি মান্যতা নির্ভর। Tollywoodonline এর সত্যতা যাচাই করেনি।