লেটেস্ট খবরবিনোদনভাইরাললাইফ স্টাইলরেসিপি

Bank Holiday: টানা ৩ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক! জরুরি কাজ করে ফেলুন আজই

Published on:

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Bank Holiday: চলতি সপ্তাহে পরপর তিনদিন বন্ধ থাকবে ব্যাংক যথারীতি ব্যাংক বন্ধ থাকলে অফলাইন কোনরকম সুবিধাই পাবেন না গ্রাহকরা তাই আর্জেন্ট কোনরকম কাজের জন্য যত শীঘ্রই ব্যাংকে গিয়ে কাজ মিটিয়ে নেওয়াই ভালো। পরপর তিনদিন ব্যাংক বন্ধ থাকায়, একটু হলেও চিন্তায় পড়েছেন গ্রাহকরা, অনেকেরই অনেক প্রয়োজনীয় কাজ আটকে যাবে এবং অপেক্ষা করতে হবে পুনরায় ব্যাঙ্ক খোলার। তবে এই হেনো পরিস্থিতিতে একটু হলেও নিস্তার পাওয়া গেল এটা শুনে যে অনলাইন বা নেট ব্যাঙ্কিং পরিষেবা চালু থাকবে। ইন্টারনেট ব্যাঙ্কিং বা অনলাইন ব্যাংকিং এর সুবিধা পাবেন গ্রাহকরা ব্যাংক বন্ধ থাকলেও।

ব্যাঙ্ক বন্ধ থাকার কারণ: শনিবার অর্থাৎ ২৪ অগাস্ট থেকে টানা তিন দিন ব্যাঙ্ক বন্ধ থাকতে চলেছে। চলতি সপ্তাহের শেষ দিনগুলোতে টানা ৩ দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে বলে জানা গিয়েছে। এসব ছুটির মধ্যে রয়েছে সাপ্তাহিক ও চতুর্থ শনিবার। আসল ২৪ অগাস্ট মাসের চতুর্থ শনিবার হওয়ায় সেদিন নিয়ম অনুযায়ী ব্যাঙ্কে ছুটি থাকবে। এরপর রবিবার দিন স্বাভাবিকভাবে ব্যাঙ্ক বন্ধ থাকবে।জন্মাষ্টমীর কারণে ২৬ অগাস্ট, মানে সোমবারও ব্যাঙ্ক বন্ধ থাকবে।

২৪ অগাস্ট থেকে ২৬ অগাস্ট পর্যন্ত একটানা ব্যাঙ্কে ছুটি থাকবে। এছাড়া ৩১ অগাস্ট, শনিবারেও ব্যাংক বন্ধ থাকবে।তবে খুব একটা সমস্যা হওয়ার কথা নয়। কারণ, ব্যাঙ্ক বন্ধ থাকলেও অনলাইন ব্যাঙ্কিং (নেট ব্যাঙ্কিং)-এর সুবিধা অব্যাহত থাকবে। এই পরিস্থিতিতে অফলাইন পরিষেবা না পাওয়ায় গ্রাহকদের কিছু কাজ আটকে থাকবে আবার অনলাইন পরিষেবা চালু থাকায় খুব একটা অসুবিধা হবে না বললেই চলে।

অফলাইন পরিষেবা বন্ধ থাকায় কিছু কাজে বিঘ্ন ঘটবে,যেমন- কোনও চেক বা ড্রাফট জমা দিতে চান কিংবা একটি নতুন অ্যাকাউন্ট খোলা বা কেওয়াইসির কোনও কাজ হবে না এই তিনদিন। আবার অনলাইন পরিষেবা অব্যাহত থাকায় মানি ট্রান্সফার, এফডি অ্যাকাউন্ট খোলা বা মিনি স্টেটমেন্টের মতো পরিষেবাগুলির সুবিধা পেতে পারেন। টাকা তোলার ক্ষেত্রেও অসুবিধার সম্মুখীন হতে হবে না গ্রাহকদের কারণ এটিএম পরিষেবাও চালু থাকবে।

WhatsApp Group Join Now

আরও পড়ুন: Taruner Swapna Scheme: মোবাইল কেনার ১০,০০০ টাকা কবে পাওয়া যাবে? ‘তরুণের স্বপ্ন’ স্কিম নিয়ে নতুন বিজ্ঞপ্তি প্রকাশ শিক্ষা দফতরের

About Author
Adhrit Roy

বিগত প্রায় চার বছর ধরে ডিজিটাল মিডিয়ায় কাজের সঙ্গে যুক্ত। যেকোনো ধরণের জেনারেল নিউজ লেখায় পারদর্শী।