লেটেস্ট খবরবিনোদনভাইরাললাইফ স্টাইলরেসিপি

Bank Holiday: এই সপ্তাহে কবে কবে বন্ধ থাকবে ব্যাংক? আগাম জেনে নিন; নচেৎ পড়তে হতে পারে অসুবিধায়

Published on:

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Bank Holiday: চলতি সপ্তাহে দেশের অনেক স্থানে ব্যাঙ্ক বন্ধ থাকবে। মূলত উৎসবের কারণেই একাধিক স্থানে বন্ধ থাকবে ব্যাঙ্কের শাখাগুলি। জেনে নিন কোন কোন দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে? স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া সহ ভারতের সকল সরকারি এবং বেসরকারি ব্যাঙ্কগুলি ১৮ই সেপ্টেম্বর ইদ-ই-মিলাদ উদযাপনের কারণে বন্ধ থাকবে। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI) এবং মহারাষ্ট্র সরকারের তরফে ঈদ-ই-মিলাদের সরকারি ছুটি ১৮ই সেপ্টেম্বরে স্থানান্তরিত করা হয়েছে।

ছুটির দিনটি মূলত ১৬ই সেপ্টেম্বর তালিকাভুক্ত করা হলেও, মুসলিম সম্প্রদায়ের নেতারা মিলিত হওয়ার পরে এবং সপ্তাহে অনন্ত চতুর্দশী বা গণেশ বিসর্জন উদযাপনের সঙ্গে যাতে কোনো রকম সংঘর্ষ না হয় সেই জন্য এই সিদ্ধান্ত নেওয়ার হয়েছে।

এছাড়াও, ইন্দ্র যাত্রা ছুটির কারণে সিকিমের ব্যাঙ্কগুলি আগামী ১৭ই সেপ্টেম্বর বন্ধ থাকবে। কেরলার ব্যাঙ্কগুলিতে শ্রী নারায়ণ গুরু জয়ন্তীর জন্য ১৮ই সেপ্টেম্বর ছুটি থাকবে। ব্যাঙ্ক ছুটির দিনগুলি রাজ্য থেকে রাজ্যে পরিবর্তিত হওয়ায় সব ছুটি সারা ভারত জুড়ে পালন করা হয় না। সঠিক ছুটির সময়সূচির জন্য নিজের স্থানীয় ব্যাঙ্ক শাখা বা অ্যাপের বিজ্ঞপ্তিতে চোখ রাখতে হবে।

সামগ্রিকভাবে, ভারতের সমস্ত সরকারি এবং বেসরকারি ব্যাঙ্ক সেপ্টেম্বরে কমপক্ষে ১৪ দিনের জন্য বন্ধ থাকবে। এর মধ্যে ধর্মীয় ও আঞ্চলিক ছাড়াও দ্বিতীয় এবং চতুর্থ শনিবার এবং রবিবারের সপ্তাহান্তের ছুটি থাকবে।

WhatsApp Group Join Now
এক নজরে দেখে নিন ছুটির তালিকা:

সেপ্টেম্বর 17 — ইন্দ্র যাত্রা (মঙ্গলবার) — সিকিম
সেপ্টেম্বর 18 — ঈদ ই মিলাদ (সোমবার) — সারা ভারতে; এবং শ্রী নারায়ণ গুরু জয়ন্তী (বুধবার) — কেরালা
21 সেপ্টেম্বর — শ্রী নারায়ণ গুরু সমাধি (শনিবার) — কেরালা
22 সেপ্টেম্বর — রবিবার — সারা ভারতে
23 সেপ্টেম্বর – বীরদের শহিদ দিবস (সোমবার) – হরিয়ানা
28 সেপ্টেম্বর — চতুর্থ শনিবার — সারা ভারতে
সেপ্টেম্বর 29 — রবিবার — সারা ভারতে
অতীত: 1 সেপ্টেম্বর (রবিবার), 7 সেপ্টেম্বর (গণেশ চতুর্থী), 8 সেপ্টেম্বর (রবিবার / নুয়াখাই), 13 সেপ্টেম্বর (রামদেব জয়ন্তী), 14 সেপ্টেম্বর (দ্বিতীয় শনিবার / ওনাম), 15 সেপ্টেম্বর (রবিবার)।

আরও পড়ুন: Chinese Garlic: বাজারে ছেয়ে গিয়েছে চিনা রসুন! নিজেকে বাঁচাতে কিভাবে চিনবেন আসল রসুন? জানুন সহজ উপায়

About Author
Adhrit Roy

বিগত প্রায় চার বছর ধরে ডিজিটাল মিডিয়ায় কাজের সঙ্গে যুক্ত। যেকোনো ধরণের জেনারেল নিউজ লেখায় পারদর্শী।