১লা মে থেকে ব্যাঙ্কিং পরিষেবায় আসতে চলেছে এক আমূল পরিবর্তন (Bank Account Rules Change From 1st May)। গ্রাহকদের জন্য এই নতুন নিয়মগুলি জানা অত্যাবশ্যক। এটিএম থেকে টাকা তোলার সীমা, ইউপিআই লেনদেনের চার্জ, অনলাইন ট্রান্সফারের সময়সূচি এবং সেভিংস অ্যাকাউন্টের ব্যালেন্স সংক্রান্ত নিয়মের ক্ষেত্রে পরিবর্তন আসতে চলেছে। আজকের প্রতিবেদনে নতুন নিয়মবলী সম্পর্কে জেনে নিন বিস্তারিত।
এটিএম থেকে টাকা তোলার ফ্রি লিমিটে পরিবর্তন (Bank Account Rules Change From 1st May)
পূর্বের নিয়মানুসারে পাঁচবার এটিএম থেকে ফ্রিতে টাকা তোলা যেত যা এবার থেকে হবে তিনবার। বিশেষ করে যারা নিজেদের হোম ব্রাঞ্চের বাইরে এটিএম ব্যবহার করেন, তাদের জন্য এই পরিবর্তন অধিক গুরুত্বপূর্ণ। তবে হোম ব্রাঞ্চে পূর্বের নিয়ম বহাল থাকবে এবং অতিরিক্ত লেনদেনের জন্য এবার থেকে ২১ টাকা করে চার্জ দিতে হবে, যা আগে ছিল ২০ টাকা। পাশাপাশি প্রিমিয়াম অ্যাকাউন্ট থাকলে কিছুটা ছাড় পাওয়া যাবে।
ইউপিআই লেনদেনে পরিবর্তন:
উত্তোরত্তর ইউপিআই ব্যবহারের হার বর্ধিত হওয়ায় NPCI এবং ভারতীয় রিজার্ভ ব্যাংকের তরফে নতুন গাইডলাইনস আনা হচ্ছে। আর এই নিয়মের ফলে নির্দিষ্ট কিছু ক্ষেত্রে অতিরিক্ত চার্জ লাগু হবে। জানা যাচ্ছে, এবার থেকে সাধারণ গ্রাহকদের জন্য দৈনন্দিন লেনদেনের সর্বোচ্চ সীমা ১ লক্ষ টাকা ধার্য করা হবে।
পাশাপাশি ছোট লেনদেনের জন্য চালু করা হচ্ছে ইউপিআই লাইট, যার সীমা হবে ২০০ টাকা। এছাড়া কোনো দোকানে ২০০০ টাকার বেশি পেমেন্ট করতে গেলে ১.১% চার্জ দিতে হবে। তবে বন্ধু বা পরিবারের মধ্যে টাকা পাঠাতে কোনো রকম চার্জ ধার্য করা হবে না।
অবশ্যই দেখবেন: স্কুলপড়ুয়াদের জন্য বড় সুখবর! একটানা দুই মাস বন্ধ থাকবে স্কুল, কবে থেকে কবে অবধি দেখে নিন
ব্যাঙ্ক লকারের জন্য বাধ্যতামূলক চুক্তি:
কোনো গ্রাহকদের ব্যাংক লকার থাকলে মে মাসের প্রথম তারিখে নতুন চুক্তিপত্র সই করতে হবে। রিজার্ভ ব্যাংকের তরফে এটি একটি বাধ্যতামূলক পদক্ষেপ করা হয়েছে। তাই ব্যাঙ্কে গিয়ে লকার এগ্রিমেন্টে সই করতে হবে। এর সঙ্গে পরিচয়পত্র ও লকারের বিস্তারিত তথ্য রাখতে হবে। নতুন নিয়ম না মানলে লকার বন্ধ করে দেওয়া হতে পারে।
সেভিংস অ্যাকাউন্টের মাসিক ব্যালেন্সের নিয়মে বদল:
এবার থেকে সাধারণ গ্রাহকদের সেভিংস অ্যাকাউন্টে ব্যালেন্স কিছুটা বাড়ানো হবে। শহরাঞ্চলে আগে যেখানে ন্যূনতম ব্যালেন্স চল ৩০০০ টাকা তা এখন ৫০০০ টাকা করা হয়েছে অর্থাৎ ন্যূনতম ৫০০০ টাকা না রাখলে ১০০ টাকা থেকে ৩০০ টাকা জরিমানা হতে পারে। তবে আধা শহর বা গ্রামীণ অঞ্চলের ক্ষেত্রে এই নিয়ম কার্যকর করা হয়নি।
নানা ধরনের খবরের লেটেস্ট আপডেট পেতে এখনই ফলো করুন আমাদের Tollywood Online কে।
অবশ্যই দেখবেন: ভারতে ১ লাখ টাকার মধ্যে সেরা ১০টি জনপ্রিয় বাইক: বাজেটের মধ্যে সেরা পছন্দগুলি
📅 বিষয় | 🔗 লিংক/বিবরণ |
---|---|
🌤 আবহাওয়া আপডেট | ✅ প্রতিদিনের আবহাওয়ার খবর জানতে আমাদের ফলো করুন |
🔮 রাশিফল | ✅ দৈনিক রাশিফল ও জ্যোতিষশাস্ত্রভিত্তিক পরামর্শ |
💬 হোয়াটসঅ্যাপ | 👉 WhatsApp গ্রুপে যোগ দিন |
📢 টেলিগ্রাম | 👉 Telegram চ্যানেল সাবস্ক্রাইব করুন |
📰 অন্যান্য আপডেট | ✅ View More |