লেটেস্ট খবরবিনোদনভাইরাললাইফ স্টাইলরেসিপি

Banglar Dairy Milk Price: দাম বাড়ছে বাংলার ডেয়ারি প্রোডাক্টের , এবার থেকে দুধ কিনতে হলে খরচা করতে হবে বেশি টাকা

Published on:

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Banglar Dairy Milk Price: অনেকদিন ধরেই ডেয়ারি জিনিসপত্র এর দাম বাড়ার সিদ্ধান্ত নেওয়া হচ্ছিল জনপ্রিয় ডেয়ারি কোম্পানিগুলির পক্ষ থেকে (Banglar Dairy Milk Price)। এবারে সেই সিদ্ধান্ত সফল করে মাদার ডেয়ারি সহ অন্যান্য নামী দামী ডেয়ারি কোম্পানির দুধের দাম বাড়ছে। আর এবার এসবের পর দাম বৃদ্ধি পেল বাংলার ডায়েরি দুধেরও।

ফলে যারা বাংলার ডেয়ারি থেকে দুধ কিনতে এতদিন তাদেরও বেশি টাকা খরচা করতে হবে। দেশের বিভিন্ন রাজ্যের ধাঁচে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে বাংলার ডেয়ারি দুধ চালু করা হয়েছে। দুধ সরবরাহকারী সাধারণ বাংলার মানুষদের থেকে সরাসরি দুধ নিয়ে তা প্রস্তুত করে প্যাকেটজাত করার পর বিভিন্ন জায়গায় বিক্রি করা হয়। এবারে সেই দুধের দাম বৃদ্ধিতে মাথায় হাত পড়েছে সাধারণ মধ্যবিত্তের।

পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে ‘বাংলার পুষ্টি, বাংলার সৃষ্টি’ বাংলার ডেয়ারি দুধের দাম অনেকদিন ধরে এক রাখা হলেও এবার তা আর সম্ভব হলো না। এর আগে দেশের জনপ্রিয় বিভিন্ন সংস্থা তাদের দুধের দাম অনেকটাই বৃদ্ধি করেছে। এবারে দাম বৃদ্ধি হল বাংলার ডেয়ারি দুধের।

মাদার ডেয়ারি সহ দেশের জনপ্রিয় বিভিন্ন সংস্থা দুই টাকা করে লিটার প্রতি দুধের দাম বাড়িয়েছে। রাজ্য সরকারের নতুন সিদ্ধান্ত অনুযায়ী বাংলার ডেয়ারি দুধের ডবল টোন, স্ট্যান্ডারাইজড দুধ এবং গরুর দুধ, তিন প্রকার দুধের দামই বৃদ্ধি করা হয়েছে। তিন ধরনের দুধের ক্ষেত্রেই এবার লিটার প্রতি এক টাকা করে বেশি খরচ হবে।

WhatsApp Group Join Now

সূত্রের খবর অনুযায়ী দামের যে তালিকা পাওয়া গিয়েছে তা থেকে জানা যাচ্ছে বর্তমানে বাংলার ডেয়ারির লুজ দুধ এক লিটারের জন্য খরচ করতে হবে ৩৭ টাকা, ৫০০ এমএল টোন দুধের জন্য খরচ করতে হবে ২৫.৫০ টাকা, ২০০ এমএল টোন দুধের জন্য খরচ করতে হবে ১১ টাকা, ৫০০ এমএল গরুর দুধের খরচ পড়বে ২৪.৫০ টাকা, ৫০০ এমএল স্ট্যান্ডারাইজড দুধের দাম পড়বে ২৬.৫০ টাকা। দুধ ছাড়াও এই সংস্থার আরও বিভিন্ন ধরনের প্রোডাক্ট রয়েছে। যেমন পনির, আইসক্রিম, জল ইত্যাদি।

আরও পড়ুন: Sayak Chakraborty: অভিনেতা হিসেবে নয় বরং জনপ্রিয় ইউটিউবার হিসেবে বিশেষ সম্মান পেলেন অভিনেতা সায়ক চক্রবর্তী

About Author
Ankana Chowdhury

নমস্কার আমার নাম অঙ্কনা চৌধুরী। আমি বিগত দু'বছর ধরে ডিজিটাল মিডিয়াতে কাজের সঙ্গে যুক্ত রয়েছি। এই দু বছরে আমি বিভিন্ন ধরনের বিষয়ের উপরে জেনারেল নিউজ লিখেছি। এবং বর্তমানে আমি অনেকটাই কাজ শিখে এই জেনারেল নিউজ লেখায় নিজেকে সাবলীল করে তুলেছি। এই কয়েক বছরে আমার অভিজ্ঞতা ভীষণই ভালো।