লেটেস্ট খবরবিনোদনভাইরাললাইফ স্টাইলরেসিপি

Pak Vs Ban Test: পাকিস্তানকে হারিয়ে ড্রেসিং রুমে গান গেয়ে অভিনবভাবে সেলিব্রেট করল বাংলাদেশ দল

Published on:

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Pak Vs Ban Test: পাকিস্তানের মাটিতে পাকিস্তানকের দলকেই টেস্টে হোয়াইটওয়াশ করে নতুন ইতিহাস গড়লো বাংলাদেশ। রাওয়ালপিন্ডির মাটিতে সিরিজের দ্বিতীয় টেস্টে জিতেছে বাংলাদেশ। এই ম্যাচটি ৬ উইকেটে জিতেছে বাংলাদেশ। তার আগে প্রথম টেস্টে বাংলাদেশ জয় পেয়েছিল ১০ উইকেটে। অ্যাওয়ে ম্যাচেতে এটি বাংলাদেশের তৃতীয়বার টেস্ট সিরিজ জয়। এর আগে ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবোয়ের মাটিতে টেস্ট সিরিজ জিতেছিল বাংলাদেশ। সিরিজ জয়ের পরে নিজেদের সাজঘরে সকলকে একটি গান গাইতে শোা গেল। সকলে মিলে ‘আমরা করবো জয়’ গানে গলা মেলালেন।

টেস্ট সিরিজে জয় লাভের পর বাংলাদেশ ক্রিকেট দল কে ড্রেসিং রুমে খেলোয়াড়দের একত্রে হয়ে একটি গান গাইতে শোনা যায়। যে গানে গলা মেলান দলের খেলোয়াড় থেকে কোচিং স্টাফ সকলেই। এই গানটি হল- ‘আমরা করবো জয়, আমরা করবো জয় একদিন’ পাকিস্তানের বিরুদ্ধে ঐতিহাসিক সিরিজ জয়ের পরও বাংলাদেশ দল ড্রেসিং রুমে গানটি গেয়েছেন। এবার গানের লাইনের সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে মিরাজ, লিটন, রানা ও হাসানের নাম।

গানের শেষে সকলে বলেন, ‘থ্রি চিয়ার্স ফর মিরাজ-লিটন-রানা-হাসান।’ মিরাজ হয়েছেন সিরিজের সেরা। লিটন দ্বিতীয় টেস্টের ম্যাচ সেরা। দ্বিতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে নাহিদ রানা নিয়েছেন ৪ উইকেট। ৫ উইকেট নিয়েছেন হাসান মাহমুদ। প্রথম টেস্ট ১০ উইকেটে জয়ের পর দ্বিতীয় ম্যাচের প্রথম ইনিংসে বাংলাদেশ ৬ উইকেট হারিয়েছিল ২৬ রানে। সেখান থেকে মিরাজ-লিটনের উপর ভর করে ২৬২ করে বাংলাদেশ।

WhatsApp Group Join Now

১২ রানে পিছিয়ে থাকার পর পাকিস্তানকে দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ অলআউট করে ১৭২ রানে। দ্বিতীয় ইনিংসে পাকিস্তানের ১০ উইকেটের সবগুলো তুলে নেন বাংলাদেশের পেসাররা। হাসান মাহমুদ নেন ৫টি, নাহিদ রানা ৪ এবং তাসকিন নেন ১ উইকেট। এরপর দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে শুরুটা দারুণ করে বাংলাদেশ। উদ্বোধনী জুটিতে তোলে ৫৮ রান। দলীয় ১৫৩ রানে চতুর্থ উইকেট হারায় বাংলাদেশ।

নিজেদের মাঠে বাংলাদেশ টেস্ট সিরিজ জিতেছে জিম্বাবোয়ের বিরুদ্ধে ৩ বার, ওয়েস্ট ইন্ডিজ, আফগানিস্তান ও আয়ারল্যান্ডের বিরুদ্ধে ১ বার করে। এর মধ্যে আফগানিস্তান ও আইরিশদের বিরুদ্ধে ছিল এক ম্যাচের সিরিজ। বাংলাদেশ ক্রিকেট দল নিজেদের মাঠের বাইরে প্রথম টেস্ট সিরিজ জয়ের স্বাদটা পেয়েছিল ২০০৯ সালে। ক্যারিবিয়ান মাটিতে সেই জয় পেয়েছিল বাংলাদেশ। ২ ম্যাচের টেস্ট সিরিজ বাংলাদেশ জিতেছিল ২-০ তে।

আরও পড়ুন: সুরাপ্রেমীদের জন্য দারুণ খবর 750ml প্রায় 150 টাকা কমে, দুর্গাপুজোর আগেই কমল মদের দাম!

About Author
Ankana Chowdhury

নমস্কার আমার নাম অঙ্কনা চৌধুরী। আমি বিগত দু'বছর ধরে ডিজিটাল মিডিয়াতে কাজের সঙ্গে যুক্ত রয়েছি। এই দু বছরে আমি বিভিন্ন ধরনের বিষয়ের উপরে জেনারেল নিউজ লিখেছি। এবং বর্তমানে আমি অনেকটাই কাজ শিখে এই জেনারেল নিউজ লেখায় নিজেকে সাবলীল করে তুলেছি। এই কয়েক বছরে আমার অভিজ্ঞতা ভীষণই ভালো।