কলকাতা Bangla Weather Update : গরমকাল মানেই তো রোদে পুড়িয়ে যাওয়া দুপুর, ঠান্ডা জলের খোঁজ, আর ক্লান্ত দুপুরের বিরক্তিকর ঘাম। কিন্তু এবারের পরিস্থিতি যেন একটু বেশিই চরমে। হঠাৎ কখনও আকাশ ভেঙে পড়ছে বৃষ্টি, তো কখনও গনগনে রোদের দাপটে হাঁসফাঁস করছে জনজীবন। কোথাও এক চিমটে বৃষ্টিতে হাঁফ ছাড়ছেন মানুষ, কোথাও আবার কড়া রোদে ছাতাও হার মানছে।
তবে প্রশ্ন উঠছে—এ কেমন বৈপরীত্য? একই রাজ্যে একদিকে যখন হালকা শীতল হাওয়ায় বৃষ্টির ছোঁয়া, তখন অন্যদিকে পুড়ে যাচ্ছে শহরের চৌরাস্তা। এমন অবস্থায় অনেকেই বলছেন, আবহাওয়া যেন পুরোপুরি নিয়ন্ত্রণের বাইরে। তাপমাত্রা কখন যে বাড়বে, কখনই বা বৃষ্টির দেখা মিলবে—তা বোঝা কার্যত অসম্ভব হয়ে দাঁড়িয়েছে।
উত্তরে বৃষ্টি, দক্ষিণে রোদ – দুই রকম ছবি বাংলায় (Rain in North Bengal, heatwave in South Bengal)
উত্তরবঙ্গের (North Bengal) আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং-সহ বেশ কয়েকটি জেলায় গত কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টির ফলে কিছুটা হলেও তাপমাত্রা হ্রাস পেয়েছে। একদিকে গরমে হাঁসফাঁস অবস্থা হলেও, উত্তরবঙ্গে বৃষ্টির পর মানুষের মুখে হাসি। তবে এর বিপরীতে দক্ষিণবঙ্গের (South Bengal) ছবি একেবারেই আলাদা।
Read More: এক রাজ্য, দুই আবহাওয়া! দক্ষিণে দাউদাউ গরম, উত্তরে টানা বৃষ্টির জেরে ঠান্ডা!
কলকাতাসহ দক্ষিণে তাপপ্রবাহের সতর্কতা জারি(Heatwave alert in Kolkata and South Bengal)
কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া—এই সমস্ত জেলায় তাপমাত্রা ছুঁয়ে ফেলেছে ৪০ ডিগ্রির দোরগোড়া। আবহাওয়াবিদদের পূর্বাভাস অনুযায়ী আগামী কয়েক দিনে তাপমাত্রা আরও ৪-৬ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে। ফলে এই অঞ্চলগুলিতে হিটওয়েভ (Heatwave) পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা প্রবল।
জরুরি সতর্কবার্তা – রোদের সময় বাইরে যাওয়া এড়িয়ে চলুন (Weather warning issued by IMD)
ভারতীয় আবহাওয়া দফতর (IMD) জানিয়েছে, এই সময়ে বয়স্ক, শিশু এবং অসুস্থদের খুব প্রয়োজন না হলে দুপুরে বাইরে না যাওয়াই শ্রেয়। তীব্র রোদে হিট স্ট্রোক (Heat Stroke) বা ডিহাইড্রেশনের (Dehydration) সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতর পরামর্শ দিয়েছে হালকা পোশাক পরা, ছাতা বা টুপি ব্যবহার এবং বেশি করে জল পান করার।
সবচেয়ে বেশি প্রভাব পড়তে পারে এই জেলাগুলিতে (Districts most affected by weather in Bengal)
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে (Gangetic West Bengal) সবচেয়ে বেশি গরম পড়বে। পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, হাওড়া এবং হুগলিতে তাপপ্রবাহ আরও তীব্র হতে পারে। আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টা দক্ষিণবঙ্গবাসীর জন্য অত্যন্ত সতর্ক থাকার বার্তা দেওয়া হয়েছে। অপরদিকে, উত্তরবঙ্গে বৃষ্টি আরও দু-একদিন চলবে বলেই ইঙ্গিত দিচ্ছে আলিপুর আবহাওয়া দফতর।
📅 বিষয় | 🔗 লিংক/বিবরণ |
---|---|
🌤 আবহাওয়া আপডেট | ✅ প্রতিদিনের আবহাওয়ার খবর জানতে আমাদের ফলো করুন |
🔮 রাশিফল | ✅ দৈনিক রাশিফল ও জ্যোতিষশাস্ত্রভিত্তিক পরামর্শ |
💬 হোয়াটসঅ্যাপ | 👉 WhatsApp গ্রুপে যোগ দিন |
📢 টেলিগ্রাম | 👉 Telegram চ্যানেল সাবস্ক্রাইব করুন |
📰 অন্যান্য আপডেট | ✅ View More |