লেটেস্ট খবরবিনোদনভাইরাললাইফ স্টাইলরেসিপি

Ayushman Bharat Yojana: এবার থেকে চিকিৎসা ব্যবসার উপর থাকবে 5 লক্ষ টাকার বিমা, জেনে নিন সরকারের নতুন প্রকল্প সম্পর্কে

Published on:

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Ayushman Bharat Yojana: কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে দেশের জনগণের কথা মাথায় রেখে অসংখ্য প্রকল্প চালু করা হয়েছে। আর সেই প্রকল্পগুলির মধ্যে একটি জনপ্রিয় প্রকল্প হল আরোগ‍্য যোজনা যা আয়ুষ্মান ভারত যোজনা। আমাদের দেশে এখনো বহু মানুষ রয়েছে যারা দারিদ্র সীমার নিচে বসবাস করে। যাদের সামান্য অসুখ হলে চিকিৎসা করার টাকা রোজগার করতে হিমশিম খেতে হয়, তাদের কথা মাথায় রেখে মূলত এই যোজনা শুরু করা হয়েছে। তাই যাতে আমাদের দেশের কোন মানুষ বিনা চিকিৎসায় মারা না যান তাদের কথা চিন্তা করে প্রধানমন্ত্রী এই সুব্যবস্থা করেছেন। কারা কারা এই প্রকল্পের সুবিধা পাবেন, কিভাবে নিজের নাম এ প্রকল্পের তালিকায় নথিভুক্ত করবেন সব কিছু বিস্তারিত জানানো হয়েছে আজকে প্রতিবেদনে।

আয়ুষ্মান ভারত যোজনার সুবিধা:

২০১৮ সালে প্রথম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই প্রকল্পের সূচনা করেন। এই প্রকল্পের অধীনে মোট ৫ লক্ষ টাকার বিমা কভারেজ পাওয়া যায়। তার সাথে কিডনি, লিভার সংক্রান্ত ১৪০০ রকমের চিকিৎসা সুবিধা পাওয়া যায় বিনামূল‍্যে। এই প্রকল্পের অধীনে হাসপাতাল খরচ, চিকিৎসা খরচ, ওষুধের খরচের সুবিধা পাওয়া যায়।

কারা এই প্রকল্পের সুবিধা পাবেন

WhatsApp Group Join Now
  • অস্থায়ী ঘর থাকতে হবে।
  • ভূমিহীন পরিবার।
  • তফসিলি জাতি এবং উপজাতি অন্তর্ভুক্ত পরিবার।
  • পরিবারে ১৮ থেকে ৫৯ বছরের মধ‍্যে কোনো উপার্জনকারী ব‍্যক্তি থাকলে চলবে না।
  • যে সব পরিবারে কোনো সক্ষম সদস‍্য নেই।
  • কোনো সরকারি চাকরিজীবী বা যাদের কৃষান ক্রেডিট কার্ড রয়েছে তারা আবেদন করতে পারবেন না।
  • পরিবারের মাসিক আয় ১০ হাজার টাকার বেশি হলে হবে না।
  • ৫ একরের বেশি জমি থাকলে আবেদন করা যাবে না।

আরও পড়ুন: চীনের মাথায় হাত! এইবার Vivo-এর ৫১ শতাংশ শেয়ার কিনে নেবে টাটা গ্রুপ!

প্রয়োজনীয় ডকুমেন্ট

  1. আধার কার্ড
  2. রেশন কার্ড
  3. ভোটার কার্ড
  4. পরিচয় এবং আয়ের প্রমাণপত্র
  5. ব‍্যাঙ্ক অ্যাকাউন্ট

আবেদনের পদ্ধতি

এই প্রকল্পে আবেদন করতে হবে অনলাইনের মাধ‍্যমে। এর জন‍্য অফিশিয়াল ওয়েবসাইট https://beneficiary.nha.gov.in এ যেতে হবে। সেখানে সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্ট জমা করতে হবে।

 

About Author
Ankana Chowdhury

নমস্কার আমার নাম অঙ্কনা চৌধুরী। আমি বিগত দু'বছর ধরে ডিজিটাল মিডিয়াতে কাজের সঙ্গে যুক্ত রয়েছি। এই দু বছরে আমি বিভিন্ন ধরনের বিষয়ের উপরে জেনারেল নিউজ লিখেছি। এবং বর্তমানে আমি অনেকটাই কাজ শিখে এই জেনারেল নিউজ লেখায় নিজেকে সাবলীল করে তুলেছি। এই কয়েক বছরে আমার অভিজ্ঞতা ভীষণই ভালো।