লেটেস্ট খবরবিনোদনভাইরাললাইফ স্টাইলরেসিপি

Job in America: দেড় কোটি টাকার চাকরি পেয়েও বিদেশে গেলেন না যুবক, বাবা মা তার কাছে প্রাধান্য পেল

Published on:

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Job in America: একটা সময়ের পর সকলেই মোটা অংকের চাকরি নিয়ে বিদেশ চলে যাওয়া এবং অল্প মাইনের চাকরি নিয়ে দেশে বাবা-মায়ের কাছে থাকা নিয়ে দ্বিধাদ্বন্দে পড়ে। এর মধ্যে অনেকেই মোটা অংকের চাকরি ছাড়তে না পেরে বিদেশে চলে যায় আবার কেউ কেউ বাবা মায়ের কথা মাথায় রেখে দেশেই সেই স্বল্প মাইনের চাকরি নিয়ে থেকে যায়। আজকের প্রতিবেদনে আপনাদের সঙ্গে সেরকমই একটি গল্প শেয়ার করব।

গল্পটি আয়ুশ শর্মা নামের এক যুবকের। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের আইটির ছাত্র আয়ুশ। পড়াশোনা শেষ করার পর আমেরিকার এক নামী কোম্পানিতে মোটা অংকের চাকরি পেয়েছিলেন তিনি। ভারতীয় টাকায় বছরে দেড় কোটি টাকার প্যাকেজ ছিল তাঁর। কিন্তু এই মোটা অংকের চাকরি ফিরিয়ে দিয়েছিলেন আয়ুশ। মূলত বাবা-মাকে ছেড়ে যাবেন না বলেই বিদেশের চাকরি ফিরিয়ে দিয়েছেন আয়ুষ। মোটা অংকের চাকরির থেকেও বাবা-মা আয়ুষের কাছে বেশি প্রাধান্য পেয়েছে।

বাগুইআটির বাসিন্দা তিনি। ক্যালকাটা পাবলিক স্কুলে পড়াশোনা। পরে তিনি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পড়াশুনা করেন। ছোটবেলা থেকেই আয়ুশ একজন ভীষণ মেধাবী ছাত্র ছিলেন। আয়ুশের মা একজন গৃহবধূ এবং বাবা বীমা সংস্থা তে কাজ করেন। একেবারে মধ্য়বিত্ত পরিবারের সন্তান তিনি। আগাগোড়াই তিনি বাবা মায়ের সঙ্গে থাকতেন।

বাবা মাকে নিয়েই তাঁর জগত। প্রথমে যখন অফারটি আয়ুশ এর কাছে আসে তখন তিনি মনে করেছিলেন এখন যেহেতু বহু আইটি কোম্পানি ওয়ার্ক ফ্রম হোমের সুযোগ দেন সেরকমই হবে এটি। কিন্তু সেটা হয়নি। পরে ওরা জানিয়ে দেয় আমেরিকায় গিয়েই চাকরি করতে হবে।

WhatsApp Group Join Now

আয়ুষ জানিয়েছেন, তার আমেরিকা না যাওয়ার প্রথম কারণ হল বাবা-মা। অর্থাৎ বাবা-মাকে একলা করে তিনি চলে যেতে চাননি। বিদেশে চাকরির সুযোগ আবার আসতে পারে। কিন্তু তিনি বিদেশে চলে গেলে বাবা মা একলা হয়ে যাবেন। সেকারণে তিনি গেলেন না বিদেশে। আপাতত ওয়ার্নার্স ব্রাদার্সের চাকরিটা তিনি নিয়েছেন। সেখানে বাৎসরিক প্যাকেজ ২৪ লাখ টাকা। এই চাকরির জন্য তাঁকে বেঙ্গালুরু যেতে হবে।

আরও পড়ুন: Snehasish Ganguly Marriage: শুরু দ্বিতীয় ইনিংস! ৫৯ বছর বয়সে দ্বিতীয়বার বিবাহবন্ধনে আবদ্ধ হলেন স্নেহাশিস গাঙ্গুলি

About Author
Ankana Chowdhury

নমস্কার আমার নাম অঙ্কনা চৌধুরী। আমি বিগত দু'বছর ধরে ডিজিটাল মিডিয়াতে কাজের সঙ্গে যুক্ত রয়েছি। এই দু বছরে আমি বিভিন্ন ধরনের বিষয়ের উপরে জেনারেল নিউজ লিখেছি। এবং বর্তমানে আমি অনেকটাই কাজ শিখে এই জেনারেল নিউজ লেখায় নিজেকে সাবলীল করে তুলেছি। এই কয়েক বছরে আমার অভিজ্ঞতা ভীষণই ভালো।