লেটেস্ট খবর বিনোদন অফবিট রাশিফল পশ্চিমবঙ্গ ভারত খেলা চাকরি টাকা পয়সা টেক আবহাওয়া পলিসি

ATM Charge Hike: ATM ব্যবহারে গুনতে হবে অতিরিক্ত টাকা; RBI-এর নয়া নিয়মে মাথায় হাত গ্রাহকদের! জানুন বিস্তারিত

Published on:

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

ATM Charge Hike: দেশব্যাপী লক্ষ লক্ষ গ্রাহকদের ব্যাঙ্কিং পরিষেবা উন্নত করতে মাঝেমধ্যে নানান পদক্ষেপ নিয়ে থাকে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বা RBI। তবে এবার RBI-এর নেওয়া সিদ্ধান্তে কার্যত মাথায় হাত গ্রাহকদের। সকলের মনেই প্রশ্ন আসতে পারে কি এমন সিদ্ধান্ত নিয়েছে RBI? আসলে ATM সংক্রান্ত লেনদেন নিয়ে এবার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে RBI আর যার জেরেই কপালে চিন্তার ভাঁজ দেখা দিয়েছে গ্রাহকদের। জানা যাচ্ছে, এবার ATM ব্যবহার করলে গুনতে হবে অতিরিক্ত টাকা। ইতিমধ্যে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের তরফে এটিএম ইন্টারচেঞ্জ ফি বাড়ানোর অনুমোদন দিয়েছে। যার ফলে এবার আর্থিক লেনদেনের জন্য অতিরিক্ত ২ টাকা চার্জ এবং অ-আর্থিক লেনদেনের জন্য অতিরিক্ত ১ টাকা চার্জ বাড়ানো হচ্ছে। আর এই নতুন নিয়ম চালু হচ্ছে আগামী ১লা মে থেকে।

জেনে নিন, কাদের উপর প্রভাব ফেলবে এই নিয়ম?

বেশ কিছু সূত্র থেকে জানা গিয়েছে, RBI-এর এই পরিবর্তনের ফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হবে ছোট ব্যাঙ্কগুলি যাদের নিজস্ব ATM নেটওয়ার্ক কম। কারণ এবার থেকে তাদের অন্যান্য ব্যাঙ্কের এটিএম ব্যবহারের জন্য আরো বেশি টাকা গুনতে হবে। যদিও ব্যাঙ্কগুলি এখনই তাদের গ্রাহকদের উপর এই বাড়তি চার্জ চাপাবে কিনা সেই বিষয়টি নিয়ে প্রশ্ন রয়েছে। তবে অতীতে শেষ ১০ বছরে যখনই ইন্টারচেঞ্জ ফি পরিবর্তন হয়েছে, তার প্রভাব সরাসরি গ্রাহকদের উপরে পড়েছে। ফলে এবারও তার অন্যথা হবে না এমনটাই মনে করা হচ্ছে।

জানুন, এটিএম ইন্টারচেঞ্জ ফি কী?

এটিএম ইন্টারচেঞ্জ ফি হল এক বিশেষ চার্জ, যা একটি ব্যাঙ্কের গ্রাহক অন্য ব্যাঙ্কের এটিএম ব্যবহার করলে কাটা হয়। সাধারণত লেনদেনের একটি নির্দিষ্ট শতাংশ হিসাবে এই চার্জ কাটা হয়, যা পরোক্ষভাবে গ্রাহকদের কাছ থেকে নেওয়া হয়।

জানুন, কত টাকা চার্জ বাড়ানো হলো?

নতুন নিয়ম অনুসারে জানা যাচ্ছে, আর্থিক লেনদেনের ক্ষেত্রে অর্থাৎ ক্যাশ উইথড্রলের ক্ষেত্রে ইন্টারচেঞ্জ ফি বাড়িয়ে ১৭ টাকা থেকে ১৯ টাকা করা হচ্ছে। পাশাপাশি অ-আর্থিক লেনদেন অর্থাৎ ব্যালেন্স ইনকোয়ারি বা অন্যান্য যেকোনো পরিষেবার জন্য ইন্টারচেঞ্জ ফি ৬ টাকা থেকে বাড়িয়ে ৭ টাকা করা হচ্ছে।

জেনে নিন, কেন বাড়ানো হলো ATM চার্জ?

জানা যাচ্ছে, কিছু কারণবশত ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক এই নয়া নিয়ম শুরু করতে করছে। যার পিছনে প্রথম কারণ হিসাবে রয়েছে হোয়াইট-লেবেল এটিএম অপারেটরদের আবেদন। এই অপারেটররা দাবি জানিয়েছিল যে, বর্তমান ইন্টারচেঞ্জ ফি দিয়ে তারা লাভজনকভাবে ব্যবসা চালাতে সক্ষম হচ্ছেনা। ফলে ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া (NPCI) ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের কাছে ফি বৃদ্ধির অনুমতি চেয়েছিল, যাতে অনুমোদন দিয়েছে RBI।

নয়া নিয়ম গ্রাহকদের জন্য:

বর্তমান সময়ে গ্রাহকরা মেট্রো শহরগুলিতে অন্যান্য ব্যাঙ্কের এটিএম থেকে প্রতি মাসে ফ্রিতে ৫টি এবং নন-মেট্রো এলাকায় প্রতি মাসে ফ্রিতে ৩টি লেনদেন করতে পারে। এবার এই নতুন নিয়ম শুরু হলে এই সীমার বেশি লেনদেনের ক্ষেত্রে আরও বেশি টাকা গুনতে হবে গ্রাহকদের।

বিশেষজ্ঞদের মতে, এই পরিবর্তনের ফলে ছোট ব্যাঙ্কগুলির উপর সরাসরি আর্থিক চাপ পড়বে। কারণ, এই ছোট ব্যাঙ্কগুলির এটিএম নেটওয়ার্ক খুবই সীমিত থাকায় তারা বড় ব্যাংকের এটিএম ব্যবহার করে থাকে। ফলে এই অতিরিক্ত খরচ সামাল দেওয়া তাদের পক্ষে একটি কষ্টকর হবে। নতুন এই পরিবর্তন সাধারণ মানুষ থেকে শুরু করে ছোট ব্যাঙ্ক সকলেরই কাছেই এক বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। তবে ব্যাঙ্কগুলি কীভাবে এই পরিবর্তনকে সামাল দেবে তাই এখন দেখার বিষয়।

আরও পড়ুন। Bitcoin কী? এটি কীভাবে কিনবেন, মাইন করবেন এবং ব্যবহার করবেন

About Author