লেটেস্ট খবরবিনোদনভাইরাললাইফ স্টাইলরেসিপি

Arpan Ghoshal: আবারো নতুন চরিত্রে, নতুন ধারাবাহিকে ফিরছেন বং ক্রাশ অর্পণ

Published on:

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Arpan Ghoshal: যারা নিয়মিত বাংলা ধারাবাহিক দেখেন তারা প্রত্যেকেই অভিনেতা অর্পণ ঘোষাল (Arpan Ghoshal) কে চিনবেন। স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক মেয়েবেলা তে ডোডো র চরিত্রে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছিলেন অভিনেতা। মূলত ওই ধারাবাহিকের হাত ধরেই ঘরে ঘরে পৌঁছে গিয়েছেন অভিনেতা। রীতিমতন বং ক্রাশে পরিণত হয়েছিল অর্পণ। মেয়েবেলা ধারাবাহিকে অর্পণ ও স্বীকৃতর জুটি ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল।

তাদের জুটির জনপ্রিয়তা এতটাই ছিল যে দর্শক বারবার তাদের জুটি পর্দায় দেখতে চাইছিলেন। ধারাবাহিক শেষ হওয়ার পর তাদের একটি সিরিজেও অভিনয় করতে দেখা গিয়েছে। কিন্তু দীর্ঘদিন হল টেলিভিশনের পর্দায় দেখা যাচ্ছে না অর্পণ কে। তাই দর্শকদের দাবি কবে আবার অর্পণ কে টেলিভিশনের পর্দায় দেখা যাবে। অবশেষে দর্শকদের সেই প্রতীক্ষা শেষ হতে চলেছে।

শোনা যাচ্ছে খুব শীঘ্রই নাকি আবার টেলিভিশনের পর্দায় দেখা যাবে অর্পণ কে। তবে স্টার জলসা বা জি বাংলা নয় এবারে কালার্স বাংলার একটি নতুন ধারাবাহিকে মুখ্য চরিত্রে দেখা যেতে চলেছে অর্পণ কে। তবে এবারে তার চরিত্রটি অন্যরকমের হতে চলেছে। মেয়েবেলা সিরিয়ালটি মাঝপথে বন্ধ হয়ে গেলেও এই নায়ক নায়িকার জুটি দর্শকদের মনে থেকে গিয়েছিল। তবে কালার্স বাংলার আসন্ন সিরিয়ালে অপর্ণের নায়িকা হিসেবে কাকে দেখা যাবে তা এখনো জানা যায়নি।

অর্পণ প্রথম ‘বসন্ত বিলাস মেসবাড়ি’ নামের একটি ধারাবাহিকে অভিনয় করেন। তারপর মেয়েবেলা সিরিয়ালে নায়ক হয়ে আসেন তিনি। ধারাবাহিকের পাশাপাশি অর্পণ বেশকিছু ওয়েব সিরিজেও অভিনয় করেছেন। সেই ওয়েব সিরিজ গুলি ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল। অর্পণের অভিনয়ও প্রসংশা পেয়েছিল সেখানে। এছাড়াও বিভিন্ন থিয়েটার গ্রুপের সঙ্গে যুক্ত রয়েছেন অর্পণ।

WhatsApp Group Join Now

আরও পড়ুন: BSNL: জিও, এয়ারটেল কে টেক্কা দিতে BSNL নিয়ে আসলো তাদের ১৩ মাসের রিচার্জ প্ল্যান, দাম শুনলে আপনিও অবাক হবেন

About Author
Ankana Chowdhury

নমস্কার আমার নাম অঙ্কনা চৌধুরী। আমি বিগত দু'বছর ধরে ডিজিটাল মিডিয়াতে কাজের সঙ্গে যুক্ত রয়েছি। এই দু বছরে আমি বিভিন্ন ধরনের বিষয়ের উপরে জেনারেল নিউজ লিখেছি। এবং বর্তমানে আমি অনেকটাই কাজ শিখে এই জেনারেল নিউজ লেখায় নিজেকে সাবলীল করে তুলেছি। এই কয়েক বছরে আমার অভিজ্ঞতা ভীষণই ভালো।