লেটেস্ট খবরবিনোদনভাইরাললাইফ স্টাইলরেসিপি

Arijit Singh: বাংলার ছেলের বিশ্বজোড়া খ্যাতি! টেলর সুইফকে পিছনে ফেলে শীর্ষে পৌঁছলেন অরিজিৎ সিং

Published on:

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Arijit Singh: বর্তমানে সুরের জগতে একচ্ছত্র আধিপত্য বিস্তার করছেন বাংলার ছেলে অরিজিৎ সিং(Arijit Singh)। আট থেকে আশি সকলেই তাঁর সুরের জাদুতে মন্ত্রমুগ্ধ। তাঁর গান শোনেন না এমন কোনো মানুষ নেই। ভারতের বাইরে সুদূর বিদেশেও পৌঁছে গিয়েছে তাঁর গান। তবে সম্প্রতি অরিজিৎ সিং এমন এক রেকর্ড গড়েছেন যা শুনে গর্ব হবে বাঙালি হিসাবে।

সকলেই জানেন, সংগীত জগতের সর্বোচ্চ পুরস্কারের মধ্যে অন্যতম হলো গ্র্যামি। বিদেশী গায়িকা টেলর সুইফ ইতিমধ্যে নিজের ঝুলিতে ১৪টি গ্র্যামি অর্জন করেছেন। তবে এইবার অরিজিৎ সিংয়ের জনপ্রিয়তার কাছে হার মানতে গিয়েছে এই পপ গায়িকাকেও। লক্ষ কোটি টাকার মালকিন হলেও অরিজিৎকে টেক্কা দিতে ব্যর্থ হয়েছেন এই পপ গায়িকা।

বর্তমানে গোটা পৃথিবীর মানুষ গান শোনার জন্য স্পটিফাই (Spotify) অ্যাপটি ব্যবহার করেন। প্রতিনিয়ত এই অ্যাপের জনপ্রিয়তা বাড়ছে। নিজের পছন্দের গায়ক বা গায়িকাকে ফলো করে তার গান শোনা যায় এই অ্যাপের মাধ্যমে। জানলে অবাক হবেন ফলোয়ারের নিরিখে টেলর সুইফটকে পিছনে ফেলে দিয়েছেন বাংলার ছেলে অরিজিৎ সিং। এই মুহূর্তে টেলর সুইফটের ফলোয়ারের সংখ্যা যেখানে ১১ কোটি ৭১ লক্ষ ৮৯ হাজার ৯৯৯ জন সেখানে অরিজিত সিংয়ের ফলোয়ারের সংখ্যা ১১ কোটি ৭২ লক্ষ ১১ হাজার ১৫৪ জন।

অর্থাৎ বোঝাই যাচ্ছে প্রায় লক্ষাধিকের বেশি ফলোয়ার রয়েছে অরিজিৎ সিংয়ের। এখন থেকে প্রায় ৬মাস আগেই অরিজিৎ সিংকে হারিয়ে স্পটিফাইয়ের টপ সাবস্ক্রাইবড সিঙ্গার হয়েছিলেন টেলর, কিন্তু সেটা ধোপে টিকল না বেশিদিন। এই তালিকাতে নামজাদা আরও একাধিক শিল্পীরা রয়েছেন। যাদের মধ্যে তৃতীয় স্থানে রয়েছেন এড শেরিন, চতুর্থ স্থানে অ্যারিয়ানা গ্রান্ডে ও পঞ্চম স্থানে রয়েছেন বিলি আইলিশ।

WhatsApp Group Join Now

প্রসঙ্গত, বিশ্বজোড়া খ্যাতির পরেও কোনো অহংকার নেই অরিজিৎ সিংয়ের। অগাস্ট মাসে কনসার্ট করার কথা ছিল গায়কের। তবে শারীরিক অসুস্থতার কারণে তা আর সম্ভব হচ্ছে না। তাই শ্রোতাদের থেকে সময় চেয়ে নিয়ে একটি পোস্ট করেছিলেন সোশ্যাল মিডিয়াতে। পোস্টটি ভাইরাল হতেই তাঁর দ্রুত সুস্থতা কামনা করেছেন তাঁর।আশা করা যায়, খুব শীঘ্রই শোয়ের নতুন তারিখ ঘোষণা করবেন তিনি।

আরও পড়ুন: Nusrat Jahan: সলমনের বিগ বসে থাকছেন বাংলার নুসরত? অবশেষে নিজেই জানালেন পুরো বিষয়টা

About Author
Adhrit Roy

বিগত প্রায় চার বছর ধরে ডিজিটাল মিডিয়ায় কাজের সঙ্গে যুক্ত। যেকোনো ধরণের জেনারেল নিউজ লেখায় পারদর্শী।