লেটেস্ট খবরবিনোদনভাইরাললাইফ স্টাইলরেসিপি

Aparajita Adhya: জন্মাষ্টমীতেই ধুমধাম করে জন্মদিন পালন বৌদির! কেক কেটে সেলিব্রেশন অপরাজিতার

Published on:

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Aparajita Adhya: অপরিচিত আঢ্য সকলের কাছেই একটি পরিচিত নাম। টলিউড ইন্ডাস্ট্রি থেকে বাংলা সিরিয়াল পর্যন্ত সব জায়গাতেই অভিনেত্রীকে দেখা গেছে তার অভিনয় দিয়ে দর্শকদের মন জয় করতে। অভিনয় যেমন তিনি পটু তেমন ব্যক্তিগত জীবনেও নিজের কাছের মানুষদের আগলে রাখতে এবং তাদের খেয়াল রাখতেই পছন্দ করেন তিনি।

ঠিক তেমনই কিছুদিন আগেই তাকে দেখা যায় অভিনেত্রী (Aparajita Adhya) দাদার বিয়েতে নিজের দাদার প্রতি চিন্তা থেকেই তিনি একটু বয়সে হেসে হলেও তা দাদার বিয়ে দেন এবং এও জানান যেটি তার মায়ের শেষ ইচ্ছে ছিল। কাজের পাশাপাশি ব্যক্তিগত জীবনের সামঞ্জস্য বজায় রাখতে খুব ভালো মতোই জানেন তিনি।

কাজের পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়ে অভিনেত্রীকে (Aparajita Adhya) অনেক রকম অনেক কটাকে মুখোমুখি হতে হয়েছে। তবে সবকিছু কি উপেক্ষা করে নিজের মতো করে চলতেই তিনি পছন্দ করেছেন এবং প্রয়োজনে সঠিক উত্তর দিয়েছেন অনেক কটাক্ষের। সম্প্রতি জন্মাষ্টমীর দিনে তিনি কৃষ্ণের জন্মদিন এবং নিজের নতুন বৌদি, রানী দিদির জন্মদিনে একই দিনে উদযাপন করেছেন এবং যথেষ্ট ধুমধাম করেই পালন করেছেন।

কৃষ্ণের জন্ম দিন এবং তার নতুন বৌদি রাজনীতির জন্মদিন একই দিনে হওয়ায় তিনি এই দিনটিকে নিজের মতো করে ধুমধাম করে পালন করেছেন। এক্ষেত্রে বলে রাখা ভালো অভিনেত্রী নিজের দাদা বৌদির বিয়ের সমস্ত আচার অনুষ্ঠান যথেষ্ট নিয়ম নিষ্ঠা এবং ধুমধাম করেই পালন করেছেন।

WhatsApp Group Join Now

সম্প্রতি অভিনেত্রী সোশ্যাল মিডিয়া অভিনেত্রী (Aparajita Adhya) ক্যাপশনে লেখেন, ‘গোপালের জন্মদিন আর আমার রানি বৌমনির একদিনেই জন্মদিন। সেজন্যই তো আমার মা কত বছর আগে গোপালকে রানী দিদির কাছেই দিয়ে গিয়েছিল। জানত ওদের দুজনের যেহেতু জন্মদিন একদিনে তাই গোপালকে রানি দিদি সব থেকে ভালো রাখবে। আজ গোপাল আর রানি দিদির জন্মদিন একসঙ্গে পালিত হলো।

গোপালের জন্মদিনে আমাদের মা লক্ষ্মীর মনে হয়েছে যে আমার বরের জন্মদিন নিয়ে এত মাতামাতি হচ্ছে। অথচ, আমার ছবি নেই কেন? তাই আমি দেখলাম হঠাৎ করে আমাদের মা লক্ষ্মীর ছবিটা, যেটা লাস্ট লক্ষ্মীপুজোয় তোলা হয়েছে সেটা কী ভাবে গোপালের ছবির পরেই নিজে চলে এসেছে। তাই সেই ছবিটা আমি পোস্ট করে দিলাম। তাহলে আর কারও মান অভিমান থাকবে না। জয় মা লক্ষ্মী।’

আরও পড়ুন: Electric Bill: বাড়বে ইলেকট্রিক বিল! বিদ্যুতের নয়া নিয়মে বিপাকে পড়বে সাধারণ মানুষ

About Author
Adhrit Roy

বিগত প্রায় চার বছর ধরে ডিজিটাল মিডিয়ায় কাজের সঙ্গে যুক্ত। যেকোনো ধরণের জেনারেল নিউজ লেখায় পারদর্শী।