লেটেস্ট খবরবিনোদনভাইরাললাইফ স্টাইলরেসিপি

Anurager Chhowa: ‘অনুরাগের ছোঁয়ায়’ উৎসব! অতীত পিছনে ফেলে সেনগুপ্ত বাড়ি ফিরছে সূর্য, এবার কি তবে এক হবে সূর্য-দীপা?

Published on:

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Anurager Chhowa: স্টার জলসায় (Star Jalsha) সম্প্রচারিত হওয়া জনপ্রিয় ধারাবাহিক অনুরাগের ছোঁয়া (Anurager Chhowa)। মাসের পর মাস এই ধারাবাহিক সকল টেলি দর্শকদের মনে রাজত্ব করেছে। টিআরপির ওঠানামা, বেঙ্গল টপারের স্থানচ্যুত হওয়া কোনটাই সূর্য-দীপার জনপ্রিয়তাকে কমাতে পারেনি। বরং আজও দর্শকরা চান, আবার এক হয়ে যাক সূর্য -দীপা।

‘অনুরাগের ছোঁয়া’ ধারাবাহিকের বর্তমান ট্রাক (Anurager Chhow Serial in Star Jalsha)

দীর্ঘদিন হলো অনুরাগের ছোঁয়ায় সেনগুপ্ত পরিবার থেকে মাইল ক্রোশ দূরে সরে রয়েছে সূর্য। এর মাঝে ঘটে গিয়েছে একের পর এক অঘটন। সূর্য – দিপার মিল হওয়া যেখানে একপ্রকার অসম্ভব হয়ে দাঁড়িয়েছিল, ঠিক সেই সময়ই মেগার গল্পে এল বিরাট পরিবর্তন। দুই মেয়েকে নিয়ে বেঁচে থাকার প্রয়াস দেখা দীপা আশ্চর্য ভাবে খুঁজে পেল ডাক্তার বাবুকে। তবে এবার সূর্যর বাড়ি ফেরার পালা।

এতদিন নিরালা মানসিক স্বাস্থ্য কেন্দ্রে নায়ক সূর্য চিকিৎসাধীন ছিল। তবে এরপর দুষ্কৃতীদের খপ্পরে পড়ে। ধারাবাহিকে দেখা যায়, সোনা-রূপা ও সূর্য একসঙ্গে দুষ্কৃতীদের মোকাবিলা করেছে। দীপা ও জয়রা পুলিশের সহায়তায় দীপা খুঁজে পায় দুই মেয়ে ও সূর্যকে। পুলিশ ধরে নিয়ে যায় দুষ্কৃতীদের।

‘অনুরাগের ছোঁয়ায়’ চমক! সেনগুপ্ত বাড়িতে ফিরছে সূর্য!

ধারাবাহিকের গল্পে দেখা যাচ্ছে, নায়ক সূর্য আর আগের মতো নেই। তার মনের বয়স কমেছে। সে যেন এখন অন্য একটা মানুষ। ছোটদের মতো আবদার, বায়না করছে সূর্য। তার ওপর দিয়ে বয়ে গেছে বিরাট ঝড়। সেই ঝড়ের প্রকোপ থেকে এখনো বেরিয়ে আসতে পারেনি সে। সেনগুপ্ত বাড়ির কাউকেই চিনতে পারছে না সূর্য। সোনা রূপা যাকে যে নামে ডাকে, সূর্যও তাঁদের সে নামে ডাকছে। কথা হয়েছে কলকাতা এসে চিকিৎসা করানো হবে সূর্যের।

WhatsApp Group Join Now

আরও পড়ুন: Kar Kache Koi Moner Katha: স্বামীর চিকিৎসার জন্য প্রয়োজন ১০-১৫ লাখ; কীভাবে জোগাড় করবে পুতুল?

বাড়ির ছেলে ঘরে ফিরছে বলে সেনগুপ্তদের বাড়ি উৎসবে সেজে উঠেছে। আনন্দে আত্মহারা সবাই। সূর্য আসার আনন্দে ফুল দিয়ে গেট সাজিয়েছে ভিক্টর। কাকীয়া প্রস্তুত আরতির থালা নিয়ে। সূর্য কে বাড়িতে বরণ করে নিতে দীপার দাদা-বৌদি, বাবা সকলে এসে হাজির হয়েছেন। সেনগুপ্ত বাড়িতে সূর্য আসার আগমনে খুশির আবহ।

About Author