Ekchokho.com 🇮🇳

লাল বেনারসি, গায়ে ভারী গয়না; বছরের শুরুতেই চুপিসারে বিয়ের পিঁড়িতে অঙ্কুশ-ঐন্দ্রিলা!

টলি (Tollywood) অভিনেতা অঙ্কুশ (Ankush Hazra) ও অভিনেত্রী ঐন্দ্রিলার (Oindrila Sen) প্রেমের কথা কারোর অজানা নয়। বিগত ১৪ বছর ধরে একে অপরের সঙ্গে রয়েছেন তাঁরা। আর তাই মাঝেমধ্যেই বিভিন্ন ইন্টারভিউতে তাদের কাছে প্রশ্ন আসে কবে বিয়ের পিঁড়িতে বসবেন এই তারকা জুটি! সর্বদাই বিয়ের প্রশ্ন এড়িয়ে যান দুজনেই। তাদের বিয়ে নিয়ে ...

Published on:

লাল বেনারসি, গায়ে ভারী গয়না; বছরের শুরুতেই চুপিসারে বিয়ের পিঁড়িতে অঙ্কুশ-ঐন্দ্রিলা!

টলি (Tollywood) অভিনেতা অঙ্কুশ (Ankush Hazra) ও অভিনেত্রী ঐন্দ্রিলার (Oindrila Sen) প্রেমের কথা কারোর অজানা নয়। বিগত ১৪ বছর ধরে একে অপরের সঙ্গে রয়েছেন তাঁরা। আর তাই মাঝেমধ্যেই বিভিন্ন ইন্টারভিউতে তাদের কাছে প্রশ্ন আসে কবে বিয়ের পিঁড়িতে বসবেন এই তারকা জুটি! সর্বদাই বিয়ের প্রশ্ন এড়িয়ে যান দুজনেই। তাদের বিয়ে নিয়ে জল্পনা কল্পনাও চলে ভক্তমহলে। তবে গত ডিসেম্বর মাসে সকলের জল্পনাকে খানিক  উস্কে দিয়েছিলেন অঙ্কুশ-ঐন্দ্রিলা। আসলে ডিসেম্বর মাসের শেষ দিনে ফ্যাশন ডিজাইনার অভিষেক রায়ের (Abhisek Roy) ফ্যাশন হাউজে ঢুঁ মেরেছিলেন দুজনে। সেই ভিডিও ইতিমধ্যেই সকলের প্রকাশ্যে এসেছিল। আর তারপরই থেকেই অঙ্কুশ ঐন্দ্রিলার বিয়ে নিয়ে রীতিমতো জল্পনা শুরু হয়েছিল।

এর এক সপ্তাহের মধ্যেই প্রকাশ্যে এসেছে আরও একটি ভিডিও। যা নিয়ে রীতিমতো হইচই পড়ে গিয়েছে নেটপাড়ায়। ভিডিওতে দেখা যাচ্ছে, অঙ্কুশের হাতে হাত ঐন্দ্রিলার, কনের বেশে পান পাতায় ঢাকা মুখ ঐন্দ্রিলার। এই ভিডিও দেখে অনেকের মনেই প্রশ্ন উঠেছে তবে কি লুকিয়েই বিয়ে সারলেন ঐন্দ্রিলা-অঙ্কুশ?

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

ভাইরাল ভিডিওর শুরুতে ঐন্দ্রিলাকে দেখা গিয়েছে টুকটুকে লাল বেনারসিতে। গায়ে ভারী গয়না, লাজুক চাহনিতে তাকিয়ে রয়েছেন অঙ্কুশের দিকে।অন্যদিকে অঙ্কুশের পরনে ঘিয়ে রঙের তসর পাঞ্জাবি। লাজুক চোখে সেও তাকিয়ে রয়েছে প্রেমিকার দিকে। শুভদৃষ্টিও হল সুজনের। ভিডিও একটু এগোতেই জুটিকে দেখা গেল রিসেপশন লুকে। যেখানে রং মিলান্তি কালো শাড়ি আর শেরওয়ানিতে দেখা মিলল অঙ্কুশ-ঐন্দ্রিলার। ভিডিও দেখে ভালোবাসা জানিয়েছেন মিমি চক্রবর্তী। অঙ্কুশ-ঐন্দ্রিলার বিয়ের লুকের যাবতীয় পোশাকই অভিষেক রায়ের ফ্যাশন লেবেল ‘বহুরূপী’র কালেকশন।

Similar Content: Rohit Sharma: শর্মা পরিবারে নতুন অতিথি! দ্বিতীয়বার বাবা হলেন রোহিত, সন্তুষ্টির ঢেউে ভাসছে পরিবার

তবে কি সত্যিই সাত পাকে বাধা পড়লেন অঙ্কুশ-ঐন্দ্রিলা? আসলে না। কিছুদিন আগে অঙ্কুশ ঐন্দ্রিলা নিজেদের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে হাতে হাত রেখে নতুন জীবন শুরু করার কথা বললেও বর-কনে বেশে তাদের এই ভিডিও বিয়ের মরশুমে অভিষেক রায়ের ডিজাইনার কালেকশনের বিজ্ঞাপনের জন্যই। আপাতত বিবাহ বন্ধনে আবদ্ধ হননি এই তারকা যুগল।

এই বিষয়ে ফ্যাশন ডিজাইনার অভিষেক রায় জানিয়েছেন, এটা তারকা জুটির ট্রায়াল রান। অভিষেক রায়ের ওয়েডিং কালেকশন নিয়ে হাজির হয়েছেন এই তারকা যুগল। জীবনের এক নতুন অধ্যায়ের শুরুতে অভিষেকের পোশাক কীভাবে সেই জার্নিকে আরও সুন্দর করে তুলতে পারে তাই এক ঝলক তুলে ধরা হয়েছে।

Like This Latest News: Jeff Bezos: ৫৫ বছরের বান্ধবীর সঙ্গে ফের বিয়ের পিঁড়িতে ৬০ বছর বয়সী জেফ বেজোস

উল্লেখ্য, বছর খানেক ধরেই অনুরাগীরা অঙ্কুশ ও ঐন্দ্রিলার চার হাত এক হওয়ার অপেক্ষায় রয়েছেন। এখন এই তারকা যুগল কবে বিয়ের পিঁড়িতে বসে তা দেখার অপেক্ষায় রয়েছেন অনুগামীরা।