লেটেস্ট খবরবিনোদনভাইরাললাইফ স্টাইলরেসিপি

Amazon Prime Sale: জুলাই মাসের এই ২ দিন থাকছে আম্যাজনে দারুণ ছাড়, অফারটি হাত ছাড়া করবেন না

Published on:

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Amazon Prime Sale: প্রযুক্তি যত উন্নত হচ্ছে মানুষজন তত অনলাইন কেনাকাটার প্রতি আকৃষ্ট হয়ে পড়ছে। অনলাইনে জামাকাপড়, দৈনন্দিন প্রয়োজনের জিনিস, মুদিসদাই এর জিনিস, খাবার জিনিস সবই পাওয়া যায়। আর এই অনলাইনে কেনাকাটা করার জন্য অনেক ধরণের অ্যাপ রয়েছে। তারমধ্যে অন্যতম জনপ্রিয় একটি অ্যাপ হল আম্যাজন।

বিশেষ করে যারা এই অ্যাপটির প্রাইম মেম্বার তারা এই জুলাই মাসে বেশ লাভবান হতে চলেছেন। তাদের জন্য খুবই শীঘ্রই আসছে বিশেষ ছাড়। ২০ শে জুলাই থেকে ২১ শে জুলাই পর্যন্ত অ্যামাজনে প্রথম প্রাইম ডে সেল লাইভ হতে চলেছে। তাই প্রাইম মেম্বারদের জন্য এই সেল ভীষণ লাভজনক হতে চলেছে। ইলেকট্রনিক্স, হোম অ্যাপ্রায়েন্স, রান্নাঘরের সামগ্রী থেকে ফ্যাশন বিভিন্ন বিষয়ে প্রচুর ছাড় পাওয়া যাবে এই দুদিন। তবে যারা অ্যামাজন প্রাইম মেম্বার শুধু তারাই এই সেলের বিশেষ ছাড় পাবেন।

কীভাবে নেবেন প্রাইম মেম্বারশিপ?

প্রাইম মেম্বার হতে গেলে অ্যামাজন অ্যাকাউন্টে লগ ইন করে জয়েন প্রাইম এ ক্লিক করতে হবে। বার্ষিক ৩৯৯ টাকা দিয়ে প্রাইম শপিং এবং ডেলিভারির সুবিধা নিতে পারবেন এর মাধ্যমে। প্রাইম শপিংয়ের সুবিধা হিসেবে কেনাকাটা, একই দিনে ডেলিভারি এবং প্রাইম অফার পাবেন। এছাড়া প্রাইম লাইট প্ল্যানের অধীনে প্রাইম শপিং ছাড়াও প্রাইম ভিডিও এবং প্রাইম ডেলিভারির সুবিধা পাওয়া যাবে।

এছাড়াও বার্ষিক প্রাইম মেম্বারশিপে প্রাইম শপিং, ভিডিও, ডেলিভারি, মিউজিক, গেমস এবং প্রাইম রিডিং এর সুবিধা পাবেন। এক্ষেত্রে ৫ ডি ডিভাইসে ভিডিওর সুবিধা পাওয়া যাবে। অ্যামাজন প্রাইম সেলে আইসিআইসিআই ব্যাঙ্ক এবং এসবিআই এর কার্ড দিয়ে কেনাকাটা করলে পাওয়া যাবে ১০ শতাংশ অতিরিক্ত ছাড়। আবার অ্যামাজন পে এর মাধ্যমে কেনাকাটা করলে ৪০ শতাংশ পর্যন্ত সাশ্রয়ের সুবিধা পাওয়া যাবে। এই ধরনের নানারকমের সুবিধা মেম্বারদের দিয়ে থাকে আম্যাজন।

WhatsApp Group Join Now

আরও পড়ুন: Jio Recharge: দাম বৃদ্ধির পর থেকেই চাপের সম্মুখীন জিও! গ্রাহক ধরে রাখতে এইবার ৮৪ দিনের রিচার্জ প্ল্যানে ৫০ টাকা ছাড়! জানুন বিস্তারিত

About Author
Ankana Chowdhury

নমস্কার আমার নাম অঙ্কনা চৌধুরী। আমি বিগত দু'বছর ধরে ডিজিটাল মিডিয়াতে কাজের সঙ্গে যুক্ত রয়েছি। এই দু বছরে আমি বিভিন্ন ধরনের বিষয়ের উপরে জেনারেল নিউজ লিখেছি। এবং বর্তমানে আমি অনেকটাই কাজ শিখে এই জেনারেল নিউজ লেখায় নিজেকে সাবলীল করে তুলেছি। এই কয়েক বছরে আমার অভিজ্ঞতা ভীষণই ভালো।