লেটেস্ট খবরবিনোদনভাইরাললাইফ স্টাইলরেসিপি

Albert Kabo-Shantanu Moitra: ‘তোকে তো চিনতেই পারিনি …’ সারেগামাপার মঞ্চে বাবা হওয়ার পর হাজির কাবো

Published on:

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Albert Kabo-Shantanu Moitra: জি বাংলার জনপ্রিয় রিয়েলিটি শো সারেগামাপা (Saregamapa)। রাত দশটা বাজতেই টিভির সামনে বসে পড়েন দর্শকরা। এই রিয়েলিটি শোয়ের একটি পর্ব বাদ দেওয়া যাবে না। বিভিন্ন জেলা থেকে উঠে আসা প্রতিভাড়া সুযোগ পেয়েছেন এই বিশ্বমঞ্চে। এমনকি এই মঞ্চ থেকে সুযোগ পেয়ে আন্তর্জাতিক মঞ্চের দরবারে সুনাম কুড়িয়ে বেড়াচ্ছেন অনেক তাবর তাবড় শিল্পীরা। অনেকেই ফিরে আসেন সারেগামাপার মঞ্চে তারা নস্টালজিক হয়ে পড়েন।

সারেগামাপা থেকে ইন্ডিয়ান আইডলের মঞ্চে যে কয়েকজন গিয়েছেন তার মধ্যে অন্যতম অ্যালবার্ট কাবো। কালিম্পং থেকে আসা এই প্রতিযোগী একসময় সেন্সেশন হয়ে উঠেছিলেন সারেগামাপায়। তার জীবন যুদ্ধের নানান গল্প তুলে ধরা হয়েছিল সারেগামাপায়। সারেগামাপার মঞ্চে এক সময় গান গাইতে গিয়ে জীবনের এক কঠিন পরিস্থিতির মুখোমুখি হন তিনি। তার ছোট্ট মেয়েকে হারিয়ে ফেলেছিলেন তিনি। তারপর সারেগামাপা থেকে অনেক কিছু পেয়ে গিয়েছেন আলবার্ট (Albert Kabo)।

সারেগামাপার গেস্ট:

এমনকি পুত্র সন্তানের বাবা হয়েছেন তিনি। ইন্ডিয়ান আইডলের মঞ্চ কাপিয়েছেন। এবার তিনি এসেছেন সারেগামাপায়। যদিও এখানে এসেছেন তিনি একজন গেস্ট হয়ে। অতিথি হিসেবে গান গেয়ে মন জয় করেছেন। আর তাকে দেখে বেমালুম চিনতেই পারলেন না এক সময় তার অনুরাগী শান্তনু মৈত্র (Shantanu Moitra)। সারেগামাপাতে দীর্ঘদিন ধরে বিচারক পদে রয়েছেন তিনি। সারেগামাপার প্রতিটি এপিসোডে তাকে বিচারকের আসনে দেখা যায়।


এবারেও তিনি বিচারক। অথচ অ্যালবার্টকে দেখে চিনতেই পারলেন না তিনি। সম্প্রতি সারেগামাপার এক উঠতি প্রতিভা সত্যজিতের সঙ্গে গান গেয়েছেন আলবার্ট। সত্যজিতের গান শেষে মুগ্ধ হয়ে গিয়েছেন শান্তনু। তবে অ্যালবার্টকে দেখে তিনি বলেন , মা কাসাম মেতো তুজে পেহচানা নেহি। এলবার্টের নতুন রূপ দেখে রীতিমত অবাক হয়েছেন সান্তনু।

WhatsApp Group Join Now
অ্যালবার্টের শিক্ষা:

যদিও শান্তনু আসলে মজা করেছেন অ্যালবার্টর সঙ্গে। তিনি এদিন অ্যালবার্টকে জড়িয়ে ধরেন। বাংলায় গান গাইলেও এখনো বাংলা ভাষায় ঠিকমতো অনুরক্ত করেননি অ্যালবার্ট। তবুও তিনি ভাঙ্গা ভাঙ্গা বাংলায় বলেন তার খুব ভালো লেগেছে এখানে এসে। আবার সবকিছু নতুন করে ফিরে পেয়েছেন। এদিন আলবার্টের স্মৃতিচারণায় শান্তনু বলেন, প্রথম যখন ও এসেছিল গ্রুমারদের থেকে শুধুই সিক্ত। ওর এই খিদেটা আজ এত বড় গায়ক করেছে অ্যালবার্টকে। এদিন তিনি সারেগামাপার সকল প্রতিযোগীদের অ্যালবার্টর থেকে অনুপ্রাণিত হতে নির্দেশ দেন।

আরও পড়ুন: Today’s Horoscope: মঙ্গলবারে ভাগ্য সহায় থাকবে কোন কোন রাশির! কাদেরই বা খারাপ যাবে দিন? চোখ রাখুন আজকের রাশিফলে

About Author
Adhrit Roy

বিগত প্রায় চার বছর ধরে ডিজিটাল মিডিয়ায় কাজের সঙ্গে যুক্ত। যেকোনো ধরণের জেনারেল নিউজ লেখায় পারদর্শী।