Ajker Rashifal 9 December: আজ ৯ ই ডিসেম্বর, কর্ম ব্যস্ততাময় সপ্তাহের প্রথম দিন। আজ মহাদেবের কৃপায় কয়েকটি রাশির জাতক জাতিকারা সব কাজে সাফল্য পাবেন। অনেকের আবার অর্থলাভ হবে প্রচুর! আবার কারো কারো ক্ষেত্রে দিনটি আশানুরূপ যাবেনা। আবার কারও ক্ষেত্রে দেখা দিতে পারে শারীরিক কিছু সমস্যা। তাই চলুন দেরি না করে জেনে নিই আজ আপনার কপালে কি আছে।
মেষ: আজ আপনার দিনটি উল্লেখযোগ্য হতে চলেছে। নতুন কাজের যোগ আছে। পরিচিতদের মাঝে সম্মান বাড়বে। স্বাস্থ্য মোটামুটি গেলেও সতর্ক থাকতে হবে।
বৃষ: এই রাশিতে ব্যবসায় যুক্ত ব্যক্তিদের আর্থিক উন্নতি মধ্যম মানের হতে চলেছে। টাকার অভাব হবেনা তবে আশানুরূপ ফল লাভ হবে না। বাড়িতে অতিথি আসতে পারে তাই একটু বেশি সময় দিতে হতে পারে।
মিথুন: আজকের দিনটি অপ্রত্যাশিত কিছু দিয়ে শুরু হতে চলেছে। বড়দের সাথে ভালো সম্পর্ক রাখুন। অন্য কারো উপর নির্ভরশীল হবেন না।বিদেশ যাত্রা হতে পারে। নতুন উদ্যমে কাজ করতে হবে।
কর্কট: সময় কঠিন মনে হলেও মত বদল হতে পারে। ক্ষতির কোনো আশঙ্কা মনে রাখবেন না।দুশ্চিন্তা না করে কাজে মন দিন। সময়ের সাথে পরিস্থিতি বদলে যাবে।
সিংহ: পড়াশুনায় আরও মনোযোগী হতে হবে। প্রেম জীবন ভালো থাকবে। গুরুজনের সাথে সুসম্পর্ক বজায় রেখে চলুন। নির্ভরশীল হবেন না। বিদেশ যাত্রা হতে পারে। নতুন উদ্যমে কাজ করুন।
কন্যা: শিল্পীদের জন্য দিনটি শুভ। নতুন সাক্ষাৎ উপার্জনের নতুন পথ খুলে দেবে। সরকারি চাকরির ক্ষেত্রে সজাগ থাকুন। শত্রুপক্ষের হাত থেকে দূরে থাকুন।
তুলা: নিজের কাজ নিজে করুন। অতিরিক্ত বিনিয়োগ করবেন না। নিজের শরীরের যত্ন নিন। সন্তানের কেরিয়ার চিন্তা বাড়াতে পারে। নিজেকে সময় দিন।
বৃশ্চিক: বাড়িতে অপরিচিত কেউ আসতে পারে। প্রেমে নতুন মোড় নেবে। নিজের বুদ্ধির জোরে এগিয়ে চলুন। খাটনির ফল পাবেন। সাফল্য পেতে ধৈর্য্য ধরুন।
ধনু: ব্যবসায় ভালো লাভ আছে। বড় অর্ডার আসতে পারে। তবে বাড়তি খরচ হতে পারে। দেহে আঘাত আসতে পারে। সময় বুঝে কাছেপিঠে কোথাও ঘুরে আসতে পারেন।
মকর: কাজের সুত্রে বাইরে কোথাও যেতে হতে পারে। ঠাণ্ডা লেগে অসুস্থ হতে পারেন। অতিরিক্ত লোভ করবেন না। টাকাপয়সার অভাব থাকবে। খরচ এড়িয়ে বিপদ থেকে উদ্ধার হতে হবে।
কুম্ভ: সব বিষয়ে মতামত দেবেন না। প্রয়োজনের অতিরিক্ত কাজ করবেন না। আপাতত বাড়তি বিনিয়োগ এগিয়ে চলুন। আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে।
মীন: ঘুরতে যাওয়ার পরিকল্পনা বাতিল করা দরকার। জলপথ এড়িয়ে চলুন। অন্যকে সাহায্য করতে নির্দ্বিধায় হাত বাড়িয়ে দিন। ব্যবসায় অতিরিক্ত লোক নিয়োগ করতে পারেন। অভিজ্ঞদের পরামর্শ নিন। আগামীতে উন্নতি হতে পারে।
আরও পড়ুন: Ajker Rashifal 8 December: রবিবারে সিদ্ধিযোগে ভাগ্য চকমক করে উঠবে এই ৩ রাশির, জেনে নিন আজকের রাশিফল