Ajker Rashifal 8 December: আজ রবিবার ছুটির দিন সিদ্ধিযোগের সমাপতন আজ অনেকের পরিকল্পনা সফল হতে চলেছে। আবার অনেকের বহু প্রতীক্ষিত ফল আজ আসতে চলেছে। এছাড়াও অনেক রাশির ক্ষেত্রেই আজ দুর্ঘটনার জন্য থাকতে হবে সাবধানে। সব মিলিয়ে ভালো খারাপ সমস্ত কিছুর আভাস দেয় হিন্দু জ্যোতিষ শাস্ত্র। তাহলে চলুন জেনে নিই আজ আপনার দিনটি কেমন যাবে।
মেষ: আজ ব্যস্ততায় দিন কাটতে চলেছে। দিনের সময়ের সাথে উন্নতি বাড়বে। স্বাস্থ্যের যত্ন নিন। কঠিন পরিস্থিতি আসতে পারে। দক্ষতার সাথে মোকাবিলা করুন।
বৃষ: খুব শীঘ্রই সুখের সময় দেখতে পাবেন। পুরানো জিনিস খুঁজে পাবেন। দীর্ঘ পরিশ্রমের ফল পাবেন। অফিসের কাজের চাপ কাটিয়ে উঠতে নিজের উপর ভরসা রাখুন।
মিথুন: অভিজ্ঞদের পরামর্শ নিয়ে তবে সিদ্ধান্ত নিন। সম্পত্তি কেনা বেচার বিষয়ে শুভ যোগ রয়েছে। কাজে দেরি হলেও সুফল আসবে। আপাতত কঠিন পরিস্থিতি হলেও দ্রুত ফল পাবেন।
কর্কট: শরীরের যত্ন নিন। খাওয়াদাওয়া করুন। শারীরিক সমস্যাকে বাধা হতে দেবেন না। নিজেকে সময় দিন। সঙ্গীর পরামর্শ নিয়ে এগোন।
সিংহ: কাজে উন্নতি হবে। শিল্পীদের দিনটি ভালো যেতে চলেছে। পরিবারে ভালো সম্পর্ক থাকবে। বয়সে ছোট কারো পরামর্শ নিয়ে চলতে পারেন। রাস্তাঘাটে সাবধান থাকবেন। আঘাতের যোগ রয়েছে।
কন্যা: কাজের সুত্রে বাড়ি থেকে দূরে কোথাও যেতে হতে পারে। বড় কিছুর জন্য নিজেকে তৈরি করুন। মাথা ঠাণ্ডা রাখতে হবে। স্বাস্থ্যের অবহেলা করবেননা।
তুলা: মাস শেষের আগেই ইতিবাচক কোনো খবর পেতে পারেন। পরিবারের সাথে ভালো সময় কাটতে পারে।
বৃশ্চিক: অপ্রত্যাশিত খবরে মন ভালো হতে পারে। দৌড় ঝাঁপ হতে পারে। নতুন বিনিয়োগের যোগ রয়েছে। ভালো খবর কেটে পারেন। পরিবারে ভালো সময় কাটবে। সময়ের ব্যবহার বুঝে করতে হবে।
ধনু: সম্পত্তি ভাগ বাটোয়ারা হতে পারে। গুরুজনের সাথে মতের পার্থক্য থাকতে পারে। নতুন কাজের চেষ্টা করুন। নিজের পছন্দে মন দিন। লোভ করবেন না।
মকর: মাথা ঠাণ্ডা রাখুন। বুদ্ধির জোরে নিজের সুবিধা বুঝে এগোতে হবে। নতুন কাজের জন্য নিজেকে প্রস্তুত রাখুন। পরিশ্রমের ফলে দক্ষতা বাড়বে।
কুম্ভ: সমালোচনায় গুরুত্ব দেবেন না। নিজের কাজ নিজে করুন। পরিশ্রমের ফলে উন্নতির পথ খুলবে। পরিবারে কোনো ভালো খবর আসবে।
মীন: অতিরিক্ত পরিশ্রম এড়িয়ে চলুন।অপবাদ আসতে পারে। যোগ্যতায় হেরে যেতে পারেন। তবে নিজের উপর বিশ্বাস হারাবেন না।
আরও পড়ুন: Ajker Rashifal 7 December: ধনিষ্ঠ নখত্রযোগে আজ কপাল খুলবে ৫ রাশির! জেনে নিন আজকের রাশিফল