Ajker Rashifal 6 Decmeber: আজ শুক্রবার। হিন্দু শাস্ত্র মতে মা সন্তোষী আজ পূজিত হন। আজ বিশেষ কিছু রাশির উপর মায়ের আশির্বাদ বর্ষিত হতে চলেছে। যার ফলে সমস্যা কেটে গিয়ে ভাগ্য বদলাতে শুরু করবে এই ৪ রাশির। চলুন জেনে নিই আজ আপনার কপালে কি রয়েছে!
মেষ: লোভ করবেন না। শরীরের যত্ন নিন। গুরুজনের অসুস্থতা চিন্তা বাড়াবে। কাজের সুত্রে বাড়ি থেকে দূরে ভ্রমণ করার সুযোগ হতে পারে।
বৃষ: গুরুত্বপুর্ণ সিদ্ধান্তে পরিবারের ভবিষ্যত নির্ভর করবে। স্ত্রীকে পাশে পাবেন। অভিজ্ঞদের পরামর্শ নিন। সম্পত্তি কেনা বেচার যোগ রয়েছে। কাজে দেরি হলেও ফল পাবেন।
মিথুন: আজ শত্রুপক্ষ বাধা সৃষ্টি করতে পারে। অজাচিত কোনো বিষয়ে মত প্রকাশ করবেন না। নতুন কাজের চেষ্টা করে যেতে হবে। শুরুজনের অসুস্থতায় চিন্তা বাড়বে।
কর্কট: ভাবনা চিন্তাসহ বড়দের পরামর্শ নিয়ে এগোতে হবে। বাড়তি খরচ কমান। শিক্ষার্থীদের ইতিবাচক মনভাব রাখত হবে। নিজেকে সময় দিন। জীবনে ভালো সময় আসবে।
সিংহ: আজ অর্থলাভ হতে পারে। পরিকল্পনা সফল হতে চলেছে। আজ ভাগ্য সহায় থাকবে। আটকে থাকা কাজ শেষ হবে। সন্ধ্যার পর ভালো সময় কাটতে পারে। খাওয়া-দাওয়া বুঝে করুন। মনোযোগ বাড়াতে হবে।
তুলা: অফিসে ভালো সম্পর্ক বজায় রাখুন। অভিজ্ঞদের পরামর্শ নিন। অর্থ ভাগ্য ভালো থাকবে। নতুন বিনিয়োগের ভাবনা আনতে পারেন।
কন্যা: অত্যধিক লাভের আশা করবেন না। বাড়িতে গুরুত্বপুর্ণ খবর আসতে পারে। নতুন বিনিয়োগ করবেন না। লটারির পিছনে অতিরিক্ত খরচ করবেননা।
বৃশ্চিক: আজ কেরিয়ারে বিশাল উন্নতি হবে। আর্থিক উন্নতি অনিবার্য। সমাজে সম্মান বাড়বে। আটকে থাকা কাজ শেষ হয়ে আসবে। কাছে পিঠে ঘুরে আসতে পারেন।
ধনু: বছর শেষের আগে ভালো খবর আসবে। কাজের উন্নতি হবে। সমাজে গুরুত্ব বাড়বে। দূরে কোথাও ঘোরার পরিকল্পনা হতে পারে প্রিয়জনের সাথে।
মকর: অপেক্ষার সবুরে মেওয়া ফলবে। বড় সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে পরামর্শ নিন। পড়াশুনায় নজর দিন। কাজের জন্য বাইরে যেতে হতে পারে।
কুম্ভ: বাড়ি কেনা বেচার ক্ষেত্রে ভালো ফল পাবেন। বয়সে গুরুজনদের সাথে ভালো ভাব বজায় রাখবেন। দুর সম্পর্কের কোনো আত্মীয় সমস্যা তৈরি করতে পারে। আবেগ নিয়ন্ত্রণ করুন।
মীন: আজ দিনটি স্বাভাবিক হতে চলেছে। বিকেলের পর ভালো ফল আসবে। দৌড়ঝাঁপ হতে পারে। বিনিয়োগের সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন: GST Cigarettes: চাপতে চলেছে ৩৫% জিএসটি! খুব শীঘ্রই মূল্যবৃদ্ধি হতে চলেছে সিগারেট সহ একাধিক পণ্যের