Ajker Rashifal 13 November: আজ ১৩ই নভেম্বর, বুধবার। আজ বিশেষ সিদ্বিযোগে কর্কট ও কন্যা সহ একাধিক রাশিতে সৌভাগ্যের প্রবেশ হতে চলেছে। অনেক জাতক জাতিকাদের যেমন সম্পদ বৃদ্ধি হতে চলেছে তেমনই কারো আবার দিনটি সাধারণ বা সাবধানতা অবলম্বন করে চলতে হতে পারে। চলুন জেনে নিই আপনার রাশি অনুযায়ী আজকের দিনটি আপনার কেমন যাবে:
মেষ: আজ আপনাকে পরীক্ষা দিয়ে যেতে হবে। তবে আত্মবিশ্বাসী থাকুন খারাপ সময় কেটে যাবে। বাড়িতে স্বাভাবিক পরিবেশ থাকবে। আর্থিক দিক খারাপ হবেনা। স্বাস্থ্য ঠিক থাকবে।
মিথুন: নতুন কাজের সন্ধান করুন। অসম্পূর্ণ কোনো কাজ আজ সম্পন্ন হবে। আজ জিনিসপত্র সামলে রাখবেন। শরীরের যত্ন নিতে হবে। বিকেলের পর কাজের চাপ কমবে।
কর্কট: আজ কাজের চাপ বাড়বে। বাড়তি দায়িত্ব আসতে পারে। বুদ্ধির জোড়ে রেহাই মিলবে। বাড়িতে বিয়ের আলোচনা হতে পারে। আত্মীয় তরফে সুখবর আসতে পারে।
সিংহ: পরিবারে ভালো সময় কাটান। আগ বাড়িয়ে অতিরিক্ত কাজ করার প্রয়োজন নেই। মেজাজ নিয়ন্ত্রণে না রাখলে ভালো সুযোগ হারাতে হবে। কর্মে উন্নতি হবে।
কন্যা: সাবধানে চলাফেরা করতে হবে নচেৎ বিপদ হতে পারে। কাজেও সাবধানতা রাখবেন। নতুন বিনিয়োগের কথা ভাবতে পারেন। তবে বেশি লোভ করবেননা।
তুলা: অত্যধিক উত্তেজনায় হিতে বিপরীত হতে পারে। নিজের উপর বিশ্বাস রাখতে হবে। খুব শীঘ্রই পরিশ্রমের ফল পাবেন। কাজের উন্নতি হবে। আর্থিক চিন্তা কেটে যাবে।
বৃশ্চিক: প্রিয়জনকে নিয়ে চিন্তা বাড়তে পারে। স্বাস্থ্যের নজর দিন। অহেতুক চাপ নেবেন না। অপ্রত্যাশিত সাহায্য দিনটি সহজ করে তুলবে।
ধনু: ব্যবসায় চড়াই-উতরাই আসবে। অর্থ আসবে তবে প্রত্যাশা পূরন হবেনা। বাড়তি লাভ পেতে বাড়তি বিনিয়োগের পথে হাটবেন না। লটারির দিকে ঝোঁক বাড়াবেন না।
মকর: স্বাস্থ্য চিন্তা বাড়বে। আবহাওয়া বদলে অসুস্থতা থাকতে পারে। যেচে কোনো দায়িত্ব নেবেন না। বাড়িতে রাগারাগি হতে পারে। জীবন সঙ্গীকে পাশে পাবেন।
কুম্ভ: জীবনে নতুন কেউ আসতে পারে। সময় আপনার অনুকূলে থাকবে। কাজের চাপ থাকলেও তা সামলে ওঠা যাবে। অর্থ চিন্তা এখনই শেষ হবেনা। নতুন কাজের চেষ্টা করে যেতে হবে।
মীন: অর্থভাগ্য ভালো যাবে। নতুন বিনিয়োগ করা যেতে পারে। শিল্পীদের দিনটি শুভ। কাজে নতুন পথ খুলবে। শত্রুর চেষ্টা ব্যার্থ হবে।