Ekchokho.com 🇮🇳

Airtel Mobile Recharge Price Reduced: এয়ারটেল মোবাইল রিচার্জের খরচ এবার মাত্র ১১০ টাকা, নতুন নির্দেশ দিলো TRAI

Published On:
WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Airtel Mobile Recharge Price Reduced: বিগত কয়েক বছরে তরতর করে বেড়েছে সমস্ত ভারতীয় টেলিকম সংস্থার রিচার্জ প্ল্যানের দাম। যার মধ্যে জিও, এয়ারটেল, ভোডাফোন আইডিয়া রয়েছে প্রথম দিকে। তবে সরকারি সংস্থা বিএস্এনএল তাদের প্ল্যানের মূল্য এক টাকাও বৃদ্ধি করেনি। যার জন্য লক্ষ লক্ষ্য মানুষ তাদের অপারেটর বদল করে বিএসএনএল সংস্থায় নাম লিখিয়েছিলেন। যার জন্যপ্তবল ক্ষতির মুখে পড়তে হয়েছিল বেসরকারি সংস্থাগুলোকে।

কমে গেলো মোবাইল রিচার্জের দাম (Airtel Mobile Recharge Price Reduced)

কিছুদিন আগেই বিজ্ঞপ্তির মাধ্যমে মোবাইল খরচ কমিয়ে দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়। এরপর এই আদেশ পালন করতে প্রতিটি সংস্থার তরফে নতুন নতুন রিচার্জ প্ল্যান সামনে আনা হচ্ছে। যার মাধ্যমে এক ধাক্কায় অনেকখানি কমতে চলেছে রিচার্জের খরচ। এবার TRAI-এর নির্দেশানুসারে গ্রাহকদের পকেটের চাপ কিছুটা কমে যেতে চলেছে।

সস্তা মোবাইল রিচার্জ প্ল্যান

ভারতের মধ্যে দ্বিতীয় বৃহত্তম টেলিকম সংস্থা হলো এয়ারটেল। এবার এই সংস্থাটি নিজেদের রিচার্জ প্ল্যানের খরচ এক ধাক্কায় ১১০ টাকা কমিয়ে দিয়েছে। এয়ারটেলের ১৯৫৯ টাকার প্ল্যানে ১১০ টাকা খরচ কমিয়ে (Airtel Mobile Recharge Price Reduced) দেওয়া হয়েছে। এছাড়াও আরও কয়েকটি প্ল্যানের মূল্যও কমিয়ে দেওয়া হয়েছে বলে খবর। ফলে এয়ারটেলের ৪০ কোটির বেশি গ্রাহক রিচার্জের খরচ কমার জন্য উপকৃত হতে চলেছেন অনেকেই।

এয়ারটেল রিচার্জ প্ল্যান (Airtel Mobile Recharge Price Reduced)

এয়ারটেলের ১৯৫৯ টাকার প্ল্যান ১৮৪৯ টাকায় পাওয়া যাচ্ছে, ৪৯৯ টাকার প্ল্যান এখন পাওয়া যাচ্ছে ৪৬৯ টাকায়। তবে শুধু এয়ারটেল নয় TRAI এর পক্ষ থেকে সমস্ত টেলিকম সংস্থাকেই প্ল্যানের দাম কমানোর আদেশ দেওয়া হয়েছে। মূলত যাদের ইন্টারনেটের খুব বেশি প্রয়োজন হয়না তাদের জন্যই এই সুবিধা আনা হয়েছে।

About Author
Parna Mandal

আমি পর্ণা মন্ডল। একজন নিউজ রাইটার। গত ২ বছর ধরে এই প্রফেশনের সাথে যুক্ত রয়েছি। ট্রেন্ডিং, বিনোদন, স্বাস্থ্য, বিনিয়োগ, চাকরির খবর সহ একাধিক ক্ষেত্রে খবর লিখতে পারদর্শী।