লেটেস্ট খবরবিনোদনভাইরাললাইফ স্টাইলরেসিপি

Air India: খুব বড়ো মনের মানুষ রতন টাটা! এবারে এক লাফেই বাড়ানো হলো এয়ার ইন্ডিয়ার কর্মীদের বেতন, সঙ্গে বোনাসও

Published on:

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Air India: টাটা গ্রুপের বিভিন্ন কোম্পানি গুলোর মধ্যে অন্যতম একটি হল এয়ার ইন্ডিয়া (Air India)। এই এয়ার ইন্ডিয়া হামেশাই খবরের শিরোনামে উঠে আসে। এবারে আবারো খবরের শিরোনামে এয়ার ইন্ডিয়া। দেশের চাকরি প্রার্থীদের জন্য এবারে এই কোম্পানির পক্ষ থেকে রয়েছে দারুণ সুখবর।

এয়ার ইন্ডিয়ার পাইলটদের জন্য করা হলো বিরাট ঘোষণা। এয়ার ইন্ডিয়ার পাইলটদের বেতন বৃদ্ধি করতে চলেছে কোম্পানি। এটি চলতি বছরের ১লা এপ্রিল থেকে কার্যকর হতে চলেছে। সূত্রের খবর অনুযায়ী জানা গিয়েছে, ফার্স্ট অফিসার থেকে সিনিয়র কমান্ডার পদের সমস্ত কর্মচারীর বেতন বাড়বে। এমনকি এর পাশাপাশি দেওয়া হবে বোনাসও।

যেখানে বর্তমানে বিভিন্ন কোম্পানি তে কর্মী ছাঁটাই এর কাজ চলছে, বেতন নিয়ে সমস্যা হচ্ছে সেখানে দাঁড়িয়ে টাটা কোম্পানি কর্মীদের কথা ভাবছে। পাইলট থেকে শুরু করে বিমানসংস্থায় কর্মরত বিভিন্ন আধিকারিকদের এই বেতন বৃদ্ধি পেয়েছে। যা সকলের জন্য খুবই ভালো খবর। এয়ার ইন্ডিয়া ঘোষনা করেছে যে, পাইলটদের বেতন ১৫ হাজার টাকা এবং বার্ষিক পারফরম্যান্স বোনাস ১.৮ লক্ষ টাকা পর্যন্ত বাড়ানোর সম্ভাবনা রয়েছে।

প্রতি মাসে সংশোধিত বেতন বাড়বে ৫ হাজার টাকা থেকে ১৫ হাজার টাকা পর্যন্ত। জুনিয়র ফার্স্ট অফিসার থেকে সিনিয়র কমান্ডার পর্যন্ত বছরে ৪২ হাজার থেকে ১ লক্ষ ৮০ হাজার টাকা বোনাস দেওয়া হবে। অন্যদিকে ফার্স্ট অফিসার ও ক্যাপ্টেন বার্ষিক ৬০ হাজার টাকা বোনাস পাবেন। আর কমান্ডার এবং সিনিয়র কমান্ডার ১.৩২ লক্ষ এবং ১.৮০ লক্ষ বোনাস পাবেন।

WhatsApp Group Join Now

এছাড়াও কর্মীদের পারফরমেন্সের মূল্যায়ন করা হবে Rise.AI ব্যবহার করে। গত অর্থবর্ষে বিমান সংস্থাটি ঘোষণা করেছিল যে তাদের লোকসান হয়েছে প্রায় ১১,৩৮১ কোটি টাকা। যা আগের অর্থবর্ষের তুলনায় ১৮.৬ শতাংশ বেশি, আগে লোকসান ছিল ৯,৫৯১ কোটি টাকা। সুতরাং সেই তুলনায় অনেকটাই বাড়ানো হয়েছে।

আরও পড়ুন: BSNL: জিও, এয়ারটেলের চেয়ে অর্ধেক দামে সারাবছরের দুর্দান্ত প্ল্যান নিয়ে হাজির BSNL

About Author
Ankana Chowdhury

নমস্কার আমার নাম অঙ্কনা চৌধুরী। আমি বিগত দু'বছর ধরে ডিজিটাল মিডিয়াতে কাজের সঙ্গে যুক্ত রয়েছি। এই দু বছরে আমি বিভিন্ন ধরনের বিষয়ের উপরে জেনারেল নিউজ লিখেছি। এবং বর্তমানে আমি অনেকটাই কাজ শিখে এই জেনারেল নিউজ লেখায় নিজেকে সাবলীল করে তুলেছি। এই কয়েক বছরে আমার অভিজ্ঞতা ভীষণই ভালো।