লেটেস্ট খবরবিনোদনভাইরাললাইফ স্টাইলরেসিপি

Puri Temple: দীর্ঘ ৪৬ বছর পর খোলা হল পুরীর রত্ন ভান্ডারের দরজা, বেরিয়ে এলো এক আশ্চর্য জিনিস

Published on:

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Puri Temple: অবশেষে দীর্ঘ কয়েক বছরের প্রতীক্ষার অবসান হল খুলে গেল জগন্নাথ দেবের মন্দিরের রত্ন ভান্ডারের দরজা। ৪৬ বছর অপেক্ষার পর গতকাল রবিবার খোলা হয়েছিল এই রত্ন ভান্ডারের দরজা(Puri Temple)। শুভ সময় মেনে রবিবার দুপুর একটা ২৮ মিনিটে রত্ন ভান্ডারের দরজা খোলা হয়। এই খবর পেয়ে উড়িষ্যার সকল বাসিন্দার পাশাপাশি খুশি হয়েছেন মুখ্যমন্ত্রী মোহন মাঝি।

আইনি অনুমতি পেলেও বিভিন্ন বাধা বিপত্তির কারণে খোলা যাচ্ছিল না পুরীর জগন্নাথ দেবের ওই রত্ন ভান্ডারের দরজা। অবশেষে রাজ্য সরকারের পক্ষ থেকে জানানো হয় ১৪ই জুলাই খোলা হবে রত্ন ভান্ডারের দরজা। রত্ন ভাণ্ডারের ভিতরে কী কী রয়েছে, তা পরীক্ষা করার জন্য ১১ সদস্যের একটি বিশেষ কমিটি তৈরি করা হয়েছে। এই ১১ সদস্যই রত্ন ভাণ্ডারের ভিতরে প্রবেশ করেছেন।

এই ১১ সদস্যের টিমে রয়েছেন ওড়িশা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি বিশ্বনাথ রথ, শ্রী জগন্নাথ মন্দিরের মুখ্য প্রশাসক অরবিন্দ পাধি, এএসআই সুপারিন্টেন্ডেন্ট ডিবি গদানায়ক ও পুরীর গজপতি মহারাজার পরিবারের এক সদস্য। বর্তমানে রত্ন ভান্ডারের চারিপাশ ঘিরে ফেলা হয়েছে সিসিটিভি ক্যামেরায়। পুরীর জগন্নাথ মন্দিরের খবর অনুযায়ী রত্ন ভান্ডারের বাইরে একটি চেম্বার খোলা হয়েছে।

আর সেই চেম্বারেই রয়েছে বিশেষ বাক্স। তাতে জগন্নাথ দেব, বলরাম দেব ও সুভদ্রা দেবীর যে গহনা-গাটি রয়েছে। তা ওই বাক্সে ভরে আপাতত অস্থায়ী স্ট্রং রুমে সরিয়ে রাখা হবে এবং চেম্বার এর বাইরে কড়া নিরাপত্তা জারি করা হয়েছে। নিরাপত্তার জন্য একাধিক গার্ড মোতায়ন করা হয়েছে।

WhatsApp Group Join Now

এখন শুধুমাত্র রত্না ভান্ডারের ভেতর পরীক্ষা নিরীক্ষা করা হবে। এরপর রত্ন ভান্ডারের কুঠুরি খোলার চেষ্টা করা হবে। তারপরই জানা যাবে, রত্ন ভাণ্ডারের ভিতরে কী কী রয়েছে। এত বছর ধরে রত্ন ভাণ্ডার ঘিরে যে রহস্য তৈরি হয়েছে সেই রহস্যেরও উদঘাটন হবে এত বছর পর।

আরও পড়ুন: BSNL: প্রতিদিন বিক্রি হচ্ছে হাজার হাজার BSNL সিম, জিও ছেড়ে এবার সকলেই সুইচ করছে BSNL-এ

উড়িষ্যা বাসীরা প্রত্যেকেই অধীর আগ্রহে অপেক্ষা করে আছে জানার জন্য যে রত্ন ভান্ডার এর ভেতরে আসলে কি রয়েছে। আসলে এতদিন ধরে যার রহস্য ছিল তা সকলের সামনে আসবে। মুখ্যমন্ত্রী মোহন মাঝি এক্স হ্যান্ডেলে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। তিনি জগন্নাথ দেবের কাছে আশীর্বাদ প্রার্থনাও করেছেন। বলেছেন যে রত্ন ভাণ্ডার খোলার সৎ উদ্দেশ্য সফল হবে।

About Author
Ankana Chowdhury

নমস্কার আমার নাম অঙ্কনা চৌধুরী। আমি বিগত দু'বছর ধরে ডিজিটাল মিডিয়াতে কাজের সঙ্গে যুক্ত রয়েছি। এই দু বছরে আমি বিভিন্ন ধরনের বিষয়ের উপরে জেনারেল নিউজ লিখেছি। এবং বর্তমানে আমি অনেকটাই কাজ শিখে এই জেনারেল নিউজ লেখায় নিজেকে সাবলীল করে তুলেছি। এই কয়েক বছরে আমার অভিজ্ঞতা ভীষণই ভালো।