লেটেস্ট খবরবিনোদনভাইরাললাইফ স্টাইলরেসিপি

Rahul Mazumder: হরগৌরি থেকে বিদায় নিচ্ছেন মুখ্য অভিনেতা শঙ্কর ওরফে রাহুল! হঠাৎ কেন এই সিদ্ধান্ত নিলেন তিনি! জানালেই নিজেই

Published on:

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

Rahul Mazumder: একটা মেয়ে যার চোখে ছিল হাজার স্বপ্ন। কিন্তু পরিবারের চাপে তাকে বাধ্য হয়ে বিয়ে করতে হয়। যে বাড়িতে বিয়ে হয় সেখানে প্রায় সবাই অশিক্ষিত। অথচ সেই বাড়িতেই কিভাবে নিজেকে মানিয়ে নিয়ে স্বপ্ন পূরণ করে সেই মেয়েটা এমন গল্প দিয়েই শুরু হয়েছিল স্টার জলসার ধারাবাহিক হরগৌরী পাইস হোটেল (Horogouri Pice Hotel)। অনেকেই এই গল্পের সঙ্গে তোমায় আমায় মিলে ধারাবাহিকের মিল খুঁজে পান।

Actor Rahul Mazumder is leaving Horogouri Pies Hotel serial:

ধারাবাহিকের মুখ্য চরিত্রে অভিনয় করার রাহুল এবং শুভস্মিতার জুটি বেশ পছন্দ দর্শকদের। ইতিমধ্যেই ৫০০ পর্বের গণ্ডি ছাড়িয়ে গেছে এই সিরিয়াল। তবে ধারাবাহিক ভক্তদের জন্য দুঃসংবাদ। সিরিয়ালে আর দেখা যাবে না গল্পের নায়ককে। ইতিমধ্যেই নিজের শেষ শুটিং করে ফেলেছেন নায়ক। এই সিরিয়ালের নায়ক অর্থাৎ রাহুল মজুমদার সিরিয়াল থেকে বিদায় নিচ্ছেন। তাকে আর দেখা যাবে না ধারাবাহিকে। আর এই গল্প এগিয়ে যাচ্ছে বেশ কয়েক বছর অর্থাৎ লিপ নিচ্ছে গল্প।

কিন্তু কেন এমন সিদ্ধান্ত নিয়েছেন অভিনেতা রাহুল মজুমদার। তিনি বলেন হরগৌরী পাইস হোটেল আমার খুব কাছের একটি সিরিয়াল। তাছাড়া শংকর চরিত্রটা আমার ভীষণ পছন্দের। কিন্তু চিত্রনাট্যের কারণে গল্পটা কিছুটা এগিয়ে যাচ্ছে। বয়স্ক বাবার চরিত্রে অভিনয় করতে হবে এটা আমার মনে ধরেনি। এর আগে একবার এগিয়ে গিয়েছিল এই গল্প। এবার শংকর ঐশানীর মেয়ে ধৃতি বড় হয়ে যাবে। তার বাবাকে তো আর যুবক থাকলে চলবে না বুড়ো হতে হবে। কিন্তু বুড়ো হতে নারাজ রাহুল। তাই তিনি স্বেচ্ছায় এই ধারাবাহিক থেকে চলে যাচ্ছেন।

আরও পড়ুন: Sushant-Shweta: ‘ও যেন আমার সঙ্গেই আছে’! কেদারনাথে গিয়ে ভাইয়ের স্মৃতি আঁকড়ে কাঁদলেন দিদি শ্বেতা

শংকর এবং ঐশানি কোনো চরিত্র থাকবে না এই ধারাবাহিকে। আগামী দিনে তাদের মৃত বলে দেখানো হবে। তবে শুভস্মিতা বিদায় নিচ্ছেন না ধারাবাহিক থেকে। ধৃতির বড়বেলার চরিত্রে অভিনয় করবেন তিনি। এদিকে ধারাবাহিক ছাড়ার কথা জানিয়ে কিছুটা আবেগপ্রবণ হয়ে পড়েন অভিনেতা রাহুল মজুমদার। তিনি বলেন এই চরিত্রটা আজীবন আমার সঙ্গে থাকবে ভীষণ মিস করবো। প্রযোজক হিসেবে যীশুদা অর্থাৎ যিশু সেনগুপ্ত এবং তার স্ত্রী নীলাঞ্জনা সেনগুপ্তের কথা বলতে গিয়ে চোখ ভিজে আসে রাহুলের।

WhatsApp Group Join Now
About Author
Neha Basu

বিগত প্রায় ২ বছর ডিজিটাল মিডিয়ার কাজের সঙ্গে যুক্ত। যে কোনো ধরনের জেনারেল নিউজ লেখায় পারদর্শী।