লেটেস্ট খবরবিনোদনভাইরাললাইফ স্টাইলরেসিপি

AC Tips For Rainy Season: এই বর্ষাতেও বাড়ির এসি দিব্যি চাঙ্গা থাকবে, শুধু এই কাজটি করুন

Published on:

WhatsApp Group Join Now
Telegram Group Join Now

AC Tips For Rainy Season: অবশেষে তীব্র গরম থেকে কিছুটা স্বস্তি মিলেছে। দীর্ঘ প্রতীক্ষার পর পশ্চিমবঙ্গে প্রবেশ করেছে বর্ষা। এতদিনের ভ্যাপসা গরমে সকলের প্রাণ যায় যায় অবস্থা। আর গরমের হাত থেকে বাঁচতে সকলেই এসি চালিয়েছেন। যার ফলে শেষ কয়েকদিন এসি মেসিনের উপর চাপ পড়েছে। আর এসি কিনে চালালেই তো শুধু হল না, তার যথেষ্ট যত্ন নিতে হয়। তাই আজকের প্রতিবেদনে আপনাদের এসি ভালো রাখার কিছু টিপস দেবো।

বর্ষা চলে এসেছে, আর এই ওয়েদার এ এসি যাতে ভাল করে কাজ করে সেই দিকে নজর রাখতে হবে। নিচের দেওয়া টিপস গুলো মেনে চললেই ঠিক থাকবে এসি।

ফিল্টার পরিষ্কার করুন: এসির ফিল্টার নিয়মিত পরিষ্কার করা জরুরি। জমে থাকা ধুলো, জীবাণু এবং অন্যান্য অবাঞ্ছিত উপাদানগুলিকে সরিয়ে দিলে এসির কার্যকারিতা বাড়ে। বর্ষাকালে পরিবেশ একটু আর্দ্র হয়ে যেতে পারে, তাই নিয়মিত ফিল্টার পরিষ্কার করুন।

বৈদ্যুতিক নিরাপত্তা: বর্ষাকালে বাইরের বৈদ্যুতিক ইন্টারফেস এবং তারের দিকে বিশেষ মনোযোগ দিন। আপনার এসি রক্ষা করতে বৈদ্যুতিক ইন্টারফেসের উপর একটি কভার বা ছাতা ইনস্টল করতে পারেন।

WhatsApp Group Join Now

ড্রেন পাইপ পরিষ্কার রাখুন: এসির একটি ড্রেন পাইপ থাকে যেখান থেকে জল বের হয়। বর্ষাকালে সেই পাইপের কারণে সমস্যা হতে পারে। তাই নিয়মিত ড্রেন পাইপ পরিষ্কার করুন।

নিয়মিত দেখভাল: বর্ষাকালে, আপনার এসি নিয়মিত পরীক্ষা করুন এবং কার্যকারিতায় কোনো সমস্যা দেখা দিলেই প্রশিক্ষিত টেকনিশিয়ানকে কল করুন এবং তা মেরামত করুন।

আরও পড়ুন: Viral Video: গরুর গায়ে ফুটিয়ে তুলেছেন অসাধারণ শিল্পকর্ম, সহজেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও

About Author
Ankana Chowdhury

নমস্কার আমার নাম অঙ্কনা চৌধুরী। আমি বিগত দু'বছর ধরে ডিজিটাল মিডিয়াতে কাজের সঙ্গে যুক্ত রয়েছি। এই দু বছরে আমি বিভিন্ন ধরনের বিষয়ের উপরে জেনারেল নিউজ লিখেছি। এবং বর্তমানে আমি অনেকটাই কাজ শিখে এই জেনারেল নিউজ লেখায় নিজেকে সাবলীল করে তুলেছি। এই কয়েক বছরে আমার অভিজ্ঞতা ভীষণই ভালো।